
এক বা দুই নয়, একেবারে আটজন স্ত্রী! আবার তাঁদের নিয়ে থাকেন একই বাড়িতে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমনই একজন যুবককে খুঁজে পাওয়া গেছে থাইল্যান্ডে ৷ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-র এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
আটটি বিয়ে করা ওই যুবকের নাম ওং ড্যাম সোরোট। কয়েক দিন ধরেই স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছেন তিনি। সোরোট পেশায় একজন ট্যাটুশিল্পী। তাঁর দাবি, আট স্ত্রীকে নিয়ে সুখে সংসার করছেন তিনি। এমনকি স্ত্রীদের পরস্পরের মধ্যে কোনো অশান্তিও হয় না বলেও জানিয়েছেন তিনি। আটজন স্ত্রীই তাঁকে খুব ভালোবাসেন। যত্ন নেন। নিজেকে ভাগ্যবান বলেই দাবি সোরোটের।
প্রত্যেক স্ত্রীর সঙ্গেই প্রথম দেখায় প্রেমে পড়েন সোরোট। পরে বিয়েও করেন তাঁদের। প্রথম স্ত্রী নাং স্প্রাইটের সঙ্গে এক বন্ধুর বিয়েতে আলাপ হয়। প্রথম দেখাতেই প্রেমে পড়েন। তারপর বিয়েও করেন তাঁকে। দ্বিতীয় স্ত্রী নাং এলকে দেখেছিলেন বাজার করতে গিয়ে। তৃতীয় স্ত্রী নাং নেনের সঙ্গে আলাপ হয় হাসপাতালে। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্ত্রীর সঙ্গে সোরোটের আলাপ হয় ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে।
স্থানীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সোরোট জানিয়েছেন, তাঁর প্রথম স্ত্রীর এক সন্তান রয়েছে। আর দুই স্ত্রী এখন অন্তঃসত্ত্বা।
সোরোট বলেন, ‘সব স্ত্রীকে সৎ থাকতে বলেছি। যদি তাদের কারও পছন্দ হয়, আমাকে এসে বলতে বলেছি। এমনটি জানতে পারলে আমি তাদের তিনবার জিজ্ঞেস করব। যদি তারা হ্যাঁ বলে, তাহলে তারা আলাদা হতে পারে।’
সোরোটের এমন জীবনযাপনে প্রশ্ন উঠতে পারে তাঁর বিপুল বিত্তবৈভব নিয়ে। তবে সোরোট খুব বেশি ধনী নন। তিনি একজন ট্যাটুশিল্পী এবং স্ত্রীরা প্রত্যেকেই কিছু না কিছু করেন, ফলে সংসার চালাতে নাকি কোনো সমস্যা হয় না ৷
থাইল্যান্ড সম্পর্কিত আরও পড়ুন:

এক বা দুই নয়, একেবারে আটজন স্ত্রী! আবার তাঁদের নিয়ে থাকেন একই বাড়িতে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমনই একজন যুবককে খুঁজে পাওয়া গেছে থাইল্যান্ডে ৷ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-র এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
আটটি বিয়ে করা ওই যুবকের নাম ওং ড্যাম সোরোট। কয়েক দিন ধরেই স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছেন তিনি। সোরোট পেশায় একজন ট্যাটুশিল্পী। তাঁর দাবি, আট স্ত্রীকে নিয়ে সুখে সংসার করছেন তিনি। এমনকি স্ত্রীদের পরস্পরের মধ্যে কোনো অশান্তিও হয় না বলেও জানিয়েছেন তিনি। আটজন স্ত্রীই তাঁকে খুব ভালোবাসেন। যত্ন নেন। নিজেকে ভাগ্যবান বলেই দাবি সোরোটের।
প্রত্যেক স্ত্রীর সঙ্গেই প্রথম দেখায় প্রেমে পড়েন সোরোট। পরে বিয়েও করেন তাঁদের। প্রথম স্ত্রী নাং স্প্রাইটের সঙ্গে এক বন্ধুর বিয়েতে আলাপ হয়। প্রথম দেখাতেই প্রেমে পড়েন। তারপর বিয়েও করেন তাঁকে। দ্বিতীয় স্ত্রী নাং এলকে দেখেছিলেন বাজার করতে গিয়ে। তৃতীয় স্ত্রী নাং নেনের সঙ্গে আলাপ হয় হাসপাতালে। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্ত্রীর সঙ্গে সোরোটের আলাপ হয় ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টিকটকে।
স্থানীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সোরোট জানিয়েছেন, তাঁর প্রথম স্ত্রীর এক সন্তান রয়েছে। আর দুই স্ত্রী এখন অন্তঃসত্ত্বা।
সোরোট বলেন, ‘সব স্ত্রীকে সৎ থাকতে বলেছি। যদি তাদের কারও পছন্দ হয়, আমাকে এসে বলতে বলেছি। এমনটি জানতে পারলে আমি তাদের তিনবার জিজ্ঞেস করব। যদি তারা হ্যাঁ বলে, তাহলে তারা আলাদা হতে পারে।’
সোরোটের এমন জীবনযাপনে প্রশ্ন উঠতে পারে তাঁর বিপুল বিত্তবৈভব নিয়ে। তবে সোরোট খুব বেশি ধনী নন। তিনি একজন ট্যাটুশিল্পী এবং স্ত্রীরা প্রত্যেকেই কিছু না কিছু করেন, ফলে সংসার চালাতে নাকি কোনো সমস্যা হয় না ৷
থাইল্যান্ড সম্পর্কিত আরও পড়ুন:

ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, দেশটির সেনাবাহিনীতে প্রায় দুই লাখ সেনা অনুমতি ছাড়াই নিজ নিজ অবস্থান ত্যাগ করেছেন। পাশাপাশি সামরিক আইন এড়ানোর অভিযোগে প্রায় ২০ লাখ ইউক্রেনীয় নাগরিক বর্তমানে ‘ওয়ান্টেড’ হিসেবে তালিকাভুক্ত।
৬ মিনিট আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। আজ বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
১ ঘণ্টা আগে
তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) এ বিষয়ে সতর্ক করেছে। ইতিমধ্যে সীমান্ত এলাকায় কুর্দি যোদ্ধাদের সঙ্গে ইরানি বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের খবরও পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলায় নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব। সৌদি সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাতে বুধবার (১৪ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
১ ঘণ্টা আগে