আজকের পত্রিকা ডেস্ক

ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা ডেনমার্কের সঙ্গে আছেন এবং থাকবেন। এই পরিস্থিতিতে ট্রাম্পের সমালোচনা করে ব্রিটিশ এক আইনপ্রণেতা পার্লামেন্টে বলেছেন, তিনি ‘আন্তর্জাতিক গ্যাংস্টারের’ মতো আচরণ করছেন।
গ্রিনল্যান্ডে জনসংখ্যা কম, তবে দ্বীপটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের মধ্যে অবস্থিত হওয়ায় ক্ষেপণাস্ত্র হামলার ক্ষেত্রে প্রাথমিক সতর্কতা ব্যবস্থা স্থাপন এবং ওই অঞ্চলে জাহাজ পর্যবেক্ষণের জন্য এটি সুবিধাজনক। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই এই অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প। অজুহাত হিসেবে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার কারণে তিনি এই এলাকার নিয়ন্ত্রণ নিতে চান। এ জন্য অর্থ দেওয়ারও ইঙ্গিত করেছে ট্রাম্প প্রশাসন। তবে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারাই ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের সিদ্ধান্তের বিরোধিতা করছেন। ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি ও বিরোধী শিবির ডেমোক্রেটিক পার্টির নেতারা এ নিয়ে যৌথ বিবৃতিও দিয়েছে। এই ইস্যুতে গ্রিনল্যান্ডের প্রতি সমর্থন জানিয়ে ১১ মার্কিন আইনপ্রণেতা সেখানে গেছেন। এ ছাড়া ট্রাম্পের সাবেক উপদেষ্টা গ্যারি কোহন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, গ্রিনল্যান্ড দখল নিতে পারবেন না ট্রাম্প।
আজ বুধবার থেকে সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলন শুরু হচ্ছে। এই সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প। তবে এই সম্মেলনে যাওয়ার আগেই গ্রিনল্যান্ড বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তাঁর গ্রিনল্যান্ড দখলের প্রচেষ্টা আরও জোরালো করেছেন। গত মঙ্গলবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট লিখেছেন, ‘আর ফিরে যাওয়া সম্ভব নয়।’
গ্রিনল্যান্ড ইস্যুতে হোয়াইট হাউসে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা। তবে এতে কোনো সমাধান আসেনি। এরপর ডেনমার্কের পাশে দাঁড়ানো যুক্তরাজ্যসহ ইউরোপের ৮ দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি থেকে এটা কার্যকর হবে। এর পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইউরোপের নেতারা। ফ্রান্স এই উদ্যোগের পেছনে রয়েছে। তবে খোদ দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ট্রাম্পের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন।
এই বার্তা ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দিয়েছেন। ওই বার্তায় মাখোঁ লিখেছেন, সিরিয়া ও ইরান ইস্যুতে ট্রাম্পের পদক্ষেপের সঙ্গে তিনি একমত। মাখোঁ আরও লিখেছেন, ‘তবে গ্রিনল্যান্ডের সঙ্গে কী ঘটছে আমরা বুঝতে পারছি না।’ এই ইস্যুতে আলোচনার জন্য বৈঠকে বসতে চান ইউরোপের নেতারা। এ ছাড়া প্যারিসে নৈশভোজের দাওয়াতও দিয়েছেন মাখোঁ।
তবে ইউরোপের অন্য নেতারা বরং ট্রাম্পের হুমকি তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েন ট্রাম্পের শুল্ক হুমকিকে ‘ভুল’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এই হুমকির পরও ইউরোপ অটল ও ঐক্যবদ্ধ থাকবে।
ট্রাম্প তাঁর সীমা অতিক্রম করেছেন বলে মনে করেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট দে ভেভার। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে ইউরোপের অবশ্যই এটা জানিয়ে দিতে হবে, অনেক হয়েছে আর নয়।
এরই মধ্যে গ্রিনল্যান্ডে বাড়তি সেনা পাঠাচ্ছে ডেনমার্ক। আর কানাডা ও যুক্তরাষ্ট্রের একটি যৌথ সামরিক কমান্ড নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) জানিয়েছে, শিগগির তাদের বিমান যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডের একটি সামরিক ঘাঁটিতে পৌঁছাবে।
ইউরোপের এই সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে কথা বলেন দেশটির আইনপ্রণেতা এড ড্যাভে। যুক্তরাজ্যের ওপর ট্রাম্পের আরোপিত শুল্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ১২ মাস ধরে তাঁকে (ট্রাম্প) শান্ত করার চেষ্টা করেছেন এবং ব্যর্থ হয়েছেন। অবশেষে সময় এসেছে তাঁর বিরুদ্ধে দাঁড়ানোর এবং আমাদের ইউরোপীয় মিত্রদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে তাঁকে দুর্বল করে ফেলা।’ তিনি আরও বলেন, ‘ট্রাম্প একজন আন্তর্জাতিক গ্যাংস্টারের মতো আচরণ করছেন।’

ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা ডেনমার্কের সঙ্গে আছেন এবং থাকবেন। এই পরিস্থিতিতে ট্রাম্পের সমালোচনা করে ব্রিটিশ এক আইনপ্রণেতা পার্লামেন্টে বলেছেন, তিনি ‘আন্তর্জাতিক গ্যাংস্টারের’ মতো আচরণ করছেন।
গ্রিনল্যান্ডে জনসংখ্যা কম, তবে দ্বীপটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের মধ্যে অবস্থিত হওয়ায় ক্ষেপণাস্ত্র হামলার ক্ষেত্রে প্রাথমিক সতর্কতা ব্যবস্থা স্থাপন এবং ওই অঞ্চলে জাহাজ পর্যবেক্ষণের জন্য এটি সুবিধাজনক। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই এই অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প। অজুহাত হিসেবে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার কারণে তিনি এই এলাকার নিয়ন্ত্রণ নিতে চান। এ জন্য অর্থ দেওয়ারও ইঙ্গিত করেছে ট্রাম্প প্রশাসন। তবে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারাই ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের সিদ্ধান্তের বিরোধিতা করছেন। ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি ও বিরোধী শিবির ডেমোক্রেটিক পার্টির নেতারা এ নিয়ে যৌথ বিবৃতিও দিয়েছে। এই ইস্যুতে গ্রিনল্যান্ডের প্রতি সমর্থন জানিয়ে ১১ মার্কিন আইনপ্রণেতা সেখানে গেছেন। এ ছাড়া ট্রাম্পের সাবেক উপদেষ্টা গ্যারি কোহন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, গ্রিনল্যান্ড দখল নিতে পারবেন না ট্রাম্প।
আজ বুধবার থেকে সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলন শুরু হচ্ছে। এই সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প। তবে এই সম্মেলনে যাওয়ার আগেই গ্রিনল্যান্ড বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তাঁর গ্রিনল্যান্ড দখলের প্রচেষ্টা আরও জোরালো করেছেন। গত মঙ্গলবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট লিখেছেন, ‘আর ফিরে যাওয়া সম্ভব নয়।’
গ্রিনল্যান্ড ইস্যুতে হোয়াইট হাউসে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা। তবে এতে কোনো সমাধান আসেনি। এরপর ডেনমার্কের পাশে দাঁড়ানো যুক্তরাজ্যসহ ইউরোপের ৮ দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারি থেকে এটা কার্যকর হবে। এর পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইউরোপের নেতারা। ফ্রান্স এই উদ্যোগের পেছনে রয়েছে। তবে খোদ দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ট্রাম্পের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন।
এই বার্তা ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দিয়েছেন। ওই বার্তায় মাখোঁ লিখেছেন, সিরিয়া ও ইরান ইস্যুতে ট্রাম্পের পদক্ষেপের সঙ্গে তিনি একমত। মাখোঁ আরও লিখেছেন, ‘তবে গ্রিনল্যান্ডের সঙ্গে কী ঘটছে আমরা বুঝতে পারছি না।’ এই ইস্যুতে আলোচনার জন্য বৈঠকে বসতে চান ইউরোপের নেতারা। এ ছাড়া প্যারিসে নৈশভোজের দাওয়াতও দিয়েছেন মাখোঁ।
তবে ইউরোপের অন্য নেতারা বরং ট্রাম্পের হুমকি তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েন ট্রাম্পের শুল্ক হুমকিকে ‘ভুল’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এই হুমকির পরও ইউরোপ অটল ও ঐক্যবদ্ধ থাকবে।
ট্রাম্প তাঁর সীমা অতিক্রম করেছেন বলে মনে করেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট দে ভেভার। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে ইউরোপের অবশ্যই এটা জানিয়ে দিতে হবে, অনেক হয়েছে আর নয়।
এরই মধ্যে গ্রিনল্যান্ডে বাড়তি সেনা পাঠাচ্ছে ডেনমার্ক। আর কানাডা ও যুক্তরাষ্ট্রের একটি যৌথ সামরিক কমান্ড নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) জানিয়েছে, শিগগির তাদের বিমান যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডের একটি সামরিক ঘাঁটিতে পৌঁছাবে।
ইউরোপের এই সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে কথা বলেন দেশটির আইনপ্রণেতা এড ড্যাভে। যুক্তরাজ্যের ওপর ট্রাম্পের আরোপিত শুল্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ১২ মাস ধরে তাঁকে (ট্রাম্প) শান্ত করার চেষ্টা করেছেন এবং ব্যর্থ হয়েছেন। অবশেষে সময় এসেছে তাঁর বিরুদ্ধে দাঁড়ানোর এবং আমাদের ইউরোপীয় মিত্রদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে তাঁকে দুর্বল করে ফেলা।’ তিনি আরও বলেন, ‘ট্রাম্প একজন আন্তর্জাতিক গ্যাংস্টারের মতো আচরণ করছেন।’

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
১ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৪ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৫ ঘণ্টা আগে
আফগানিস্তানের রাজধানী কাবুলের অত্যন্ত সুরক্ষিত এলাকায় চীনাদের পরিচালিত একটি রেস্তোরাঁয় গতকাল সোমবারের বোমা হামলায় ইসলামিক স্টেটের (আইএস) আফগান শাখা দায় স্বীকার করেছে। এই বিস্ফোরণে সাতজন নিহত এবং এক ডজনেরও বেশি আহত হয়েছে।
৬ ঘণ্টা আগে