
ঘানার আক্রায় অবস্থিত এগবোগব্লোশি ময়লার ভাগাড় থেকে এই ছবিটি তুলেছেন প্রামাণ্যচিত্র ভিত্তিক আলোকচিত্রী মুন্তাকা কাসান্ত। কিন্তু এই ছবি যে ১৫ বছর বয়সী যুবক মালিককে পরিবারে ফিরিয়ে দেবে তা কে জানত?
গত বছর বিশ্বব্যাপী পরিষেবামূলক সিরিজ ‘প্রজেক্ট ১৭’ এর অধীনে এই ছবিটি তোলা হয়। ‘বার্নার বয়’ হিসেবে তাঁর ছবিটি তোলা হয়েছিল। বার্নার বয় হল ময়লার ভাগাড়ে আগুন জ্বালিয়ে ময়লা পুড়িয়ে ধাতু সংগ্রহকারী। ছবি তোলা পর্যন্তও মুন্তাকা জানতেন না মালিক একজন হারিয়ে যাওয়া বালক।
কিন্তু, ছবিটি ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পরে অনেকে জানান যে এই ছবিটি হারিয়ে যাওয়া এক বালকের। তাঁর খোঁজে হারানো বিজ্ঞপ্তিও ছাপা হয়েছিল।
এরপর খোঁজ নেন মুন্তাকা, জানেন বিস্তারিত। খালার বাসা থেকে পালিয়ে একজন ‘বার্নার বয়’ হয়ে ওঠেন মালিক। পরে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে মালিককে খালার পরিবারে ফেরানোর ব্যবস্থা করেন মুন্তাকা।
আন্টির সাথে সাক্ষাতের সময় মালিক মাথা নিচু করে ছিলেন। মালিকের অপরিচ্ছন্ন শরীর, পোড়া চামড়া দেখে আন্টি কান্না শুরু করেন। তিনি বলেন, ‘আমার কাছে কোনো টাকা না থাকলে, না খেয়ে থাকলেও আমি মালিককে দিয়ে এ ধরনের কাজ করাতাম না।’
১৫ বছর বয়সী মালিক বলেন, ‘আন্টির সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। আবার বাড়ি ফেরার সুযোগ পেয়ে আমি খুব খুশি।’
মালিক এখন আবার আন্টির পরিবারের সাথে মধ্য ঘানায় বাস করছে। একটি মোটরসাইকেল সারানোর দোকানে কাজ শিখছেন।
আলোকচিত্রী মুন্তাকা মালিকের পরিবারে গিয়ে সবার সাথে দেখা করে এসেছেন। মালিককে একটি সাইকেল উপহার দিয়েছেন। তবে মালিকের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত মুন্তাকা। তাঁর জীবন এখনো খুব বেশি উন্নত হওয়ার সুযোগ কম। দারিদ্র্যতার কারণে সে স্কুলেও যেতে পারছে না।

ঘানার আক্রায় অবস্থিত এগবোগব্লোশি ময়লার ভাগাড় থেকে এই ছবিটি তুলেছেন প্রামাণ্যচিত্র ভিত্তিক আলোকচিত্রী মুন্তাকা কাসান্ত। কিন্তু এই ছবি যে ১৫ বছর বয়সী যুবক মালিককে পরিবারে ফিরিয়ে দেবে তা কে জানত?
গত বছর বিশ্বব্যাপী পরিষেবামূলক সিরিজ ‘প্রজেক্ট ১৭’ এর অধীনে এই ছবিটি তোলা হয়। ‘বার্নার বয়’ হিসেবে তাঁর ছবিটি তোলা হয়েছিল। বার্নার বয় হল ময়লার ভাগাড়ে আগুন জ্বালিয়ে ময়লা পুড়িয়ে ধাতু সংগ্রহকারী। ছবি তোলা পর্যন্তও মুন্তাকা জানতেন না মালিক একজন হারিয়ে যাওয়া বালক।
কিন্তু, ছবিটি ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পরে অনেকে জানান যে এই ছবিটি হারিয়ে যাওয়া এক বালকের। তাঁর খোঁজে হারানো বিজ্ঞপ্তিও ছাপা হয়েছিল।
এরপর খোঁজ নেন মুন্তাকা, জানেন বিস্তারিত। খালার বাসা থেকে পালিয়ে একজন ‘বার্নার বয়’ হয়ে ওঠেন মালিক। পরে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে মালিককে খালার পরিবারে ফেরানোর ব্যবস্থা করেন মুন্তাকা।
আন্টির সাথে সাক্ষাতের সময় মালিক মাথা নিচু করে ছিলেন। মালিকের অপরিচ্ছন্ন শরীর, পোড়া চামড়া দেখে আন্টি কান্না শুরু করেন। তিনি বলেন, ‘আমার কাছে কোনো টাকা না থাকলে, না খেয়ে থাকলেও আমি মালিককে দিয়ে এ ধরনের কাজ করাতাম না।’
১৫ বছর বয়সী মালিক বলেন, ‘আন্টির সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। আবার বাড়ি ফেরার সুযোগ পেয়ে আমি খুব খুশি।’
মালিক এখন আবার আন্টির পরিবারের সাথে মধ্য ঘানায় বাস করছে। একটি মোটরসাইকেল সারানোর দোকানে কাজ শিখছেন।
আলোকচিত্রী মুন্তাকা মালিকের পরিবারে গিয়ে সবার সাথে দেখা করে এসেছেন। মালিককে একটি সাইকেল উপহার দিয়েছেন। তবে মালিকের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত মুন্তাকা। তাঁর জীবন এখনো খুব বেশি উন্নত হওয়ার সুযোগ কম। দারিদ্র্যতার কারণে সে স্কুলেও যেতে পারছে না।

এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
২ ঘণ্টা আগে
কানাডা ও চীন বৈদ্যুতিক যান (ইভি) এবং ক্যানোলা (সরিষার মতো তেলবীজ) পণ্যের ওপর শুল্ক কমাতে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। আজ শুক্রবার চীন সফররত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ কথা জানিয়েছেন। দুই দেশই বাণিজ্য বাধা দূর করা এবং নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছে।
৩ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর কড়া সমালোচক মাচাদো গত বছর ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলনের জন্য এই পুরস্কার জিতেছিলেন। এখন তিনি সেই পদক হোয়াইট হাউসে রেখে গেলেন এই আশায়, এই সৌজন্যের বিনিময়ে হয়তো আরও মূল্যবান কিছু মিলবে।
৩ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ক্ষমতার অপব্যবহার করে সামরিক আইন (মার্শাল ল) ঘোষণা করার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
৪ ঘণ্টা আগে