
ইকুয়েডরের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ৬৮ জন বন্দী নিহত হয়েছেন। স্থানীয় সময় গত শুক্রবারের এই দাঙ্গার ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশটির ওই একই কারাগারে গত সেপ্টেম্বরে পৃথক একটি দাঙ্গায় কমপক্ষে ১১৬ জন বন্দী নিহত হয়েছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, ইকুয়েডরের গুয়াইয়াস প্রদেশের গুয়াইয়াকুইল শহরের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরাল কারাগারে গত শুক্রবার সন্ধ্যায় এই দাঙ্গার ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে সেখানে সন্ত্রাসী গ্রুপগুলোর দ্বন্দ্বের কারণেই এই রক্তক্ষয়ী দাঙ্গার ঘটনা ঘটেছে। পুলিশ কারাগারের ভেতরে বন্দুক ও বিস্ফোরক দ্রব্য পেয়েছে। দাঙ্গা নিয়ন্ত্রণের জন্য কারাগারটিতে সেনা মোতায়েন করেছে ইকুয়েডর সরকার।
চলতি বছর ইকুয়েডরে কারাগারে দাঙ্গার ঘটনায় প্রায় ৩০০ জন কয়েদি নিহত হয়েছেন। তবে গত সেপ্টেম্বরের ওই দাঙ্গা ছিল ইকুয়েডরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ।
একটি টুইট বার্তায় ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো বলেন, যারা স্বজন হারিয়েছে তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। বিশৃঙ্খল পরিস্থিতি থেকে লাভবান মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করার জন্য নতুন ব্যবস্থা নেওয়া দরকার ছিল।
কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইকুয়েডরের কারাগারে প্রায় ৯ হাজার কয়েদি রয়েছে। গুয়াইয়াকুইল শহরের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরাল কারাগারটি ৫ হাজার ৩০০ কয়েদির জন্য তৈরি করা হয়। তবে বর্তমানে এতে ৮ হাজার ৫০০ কয়েদি রয়েছেন।

ইকুয়েডরের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ৬৮ জন বন্দী নিহত হয়েছেন। স্থানীয় সময় গত শুক্রবারের এই দাঙ্গার ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশটির ওই একই কারাগারে গত সেপ্টেম্বরে পৃথক একটি দাঙ্গায় কমপক্ষে ১১৬ জন বন্দী নিহত হয়েছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, ইকুয়েডরের গুয়াইয়াস প্রদেশের গুয়াইয়াকুইল শহরের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরাল কারাগারে গত শুক্রবার সন্ধ্যায় এই দাঙ্গার ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে সেখানে সন্ত্রাসী গ্রুপগুলোর দ্বন্দ্বের কারণেই এই রক্তক্ষয়ী দাঙ্গার ঘটনা ঘটেছে। পুলিশ কারাগারের ভেতরে বন্দুক ও বিস্ফোরক দ্রব্য পেয়েছে। দাঙ্গা নিয়ন্ত্রণের জন্য কারাগারটিতে সেনা মোতায়েন করেছে ইকুয়েডর সরকার।
চলতি বছর ইকুয়েডরে কারাগারে দাঙ্গার ঘটনায় প্রায় ৩০০ জন কয়েদি নিহত হয়েছেন। তবে গত সেপ্টেম্বরের ওই দাঙ্গা ছিল ইকুয়েডরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ।
একটি টুইট বার্তায় ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো বলেন, যারা স্বজন হারিয়েছে তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। বিশৃঙ্খল পরিস্থিতি থেকে লাভবান মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করার জন্য নতুন ব্যবস্থা নেওয়া দরকার ছিল।
কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইকুয়েডরের কারাগারে প্রায় ৯ হাজার কয়েদি রয়েছে। গুয়াইয়াকুইল শহরের পেনিটেনসিয়ারিয়া দেল লিটোরাল কারাগারটি ৫ হাজার ৩০০ কয়েদির জন্য তৈরি করা হয়। তবে বর্তমানে এতে ৮ হাজার ৫০০ কয়েদি রয়েছেন।

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর আটলান্টিকের দুই তীরের সম্পর্কের ফাটল এখন প্রকাশ্যে। জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার মার্কিন পররাষ্ট্রনীতির কড়া সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটনের বর্তমান আচরণ বিশ্বব্যবস্থাকে একটি ‘ডাকাতের আস্তানায়’ পরিণত...
৬ ঘণ্টা আগে
ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির শাসকগোষ্ঠী সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতির জন্য বিদেশে বিকল্প পরিকল্পনা (কনটিনজেন্সি প্ল্যান) প্রস্তুত করছে কি না—এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জল্পনা তীব্র হয়েছে। একাধিক পশ্চিমা গণমাধ্যম ও রাজনৈতিক সূত্রে উঠে আসা প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের নেতৃত্ব সম্পদ...
৬ ঘণ্টা আগে
জাহাজটি আগে ‘বেলা-১’ নামে পরিচিত ছিল এবং গায়ানার পতাকাবাহী হিসেবে চলাচল করত। মার্কিন কোস্ট গার্ডের নজরদারি এড়াতে কয়েক সপ্তাহ ধরে জাহাজটি সাগরে লুকোচুরি খেলছিল। এমনকি নজরদারি এড়াতে জাহাজটির গায়ে নতুন রং মাখিয়ে ‘মেরিনেরা’ নাম দেওয়া হয় এবং রাশিয়ার পতাকা ব্যবহার শুরু করা হয়।
৭ ঘণ্টা আগে
রেনি নিকোল গুড ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটি থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০২০ সালে ‘একাডেমি অব আমেরিকান পোয়েটস’ থেকে তিনি একটি আন্ডারগ্র্যাজুয়েট পুরস্কারও জিতেছিলেন।
৮ ঘণ্টা আগে