আজকের পত্রিকা ডেস্ক

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জবাবেই পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে একযোগে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ভারত। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে চালানো এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিন্দুর’। এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়, এই অভিযানে ভারতীয় সশস্ত্র বাহিনীর তিন শাখা—সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী—একযোগে অংশ নেয়। পাকিস্তানের ভেতরে এবং আজাদ কাশ্মীরে মোট ৯টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলেও দাবি করেছে ভারত। পাকিস্তান জানিয়েছে, এই হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও ৪৫ জনের মতো।
আজ বুধবার নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এই অভিযানের ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং। পররাষ্ট্রসচিব বলেন, ‘পেহেলগামের হামলার উদ্দেশ্য ছিল জম্মু ও কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত করা। এই হামলা ছিল চরম নিষ্ঠুর ও পরিকল্পিত। অধিকাংশ ভিকটিমকেই খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে, পরিবারের সদস্যদের সামনেই। উদ্দেশ্য ছিল আতঙ্ক তৈরি করা এবং তাদের মানসিকভাবে ভেঙে দেওয়া।’
বিক্রম মিশ্রি জানান, ‘ভারতের গোয়েন্দা সংস্থাগুলো আগেই আশঙ্কা করেছিল যে, দেশটির বিরুদ্ধে আরও সন্ত্রাসী হামলা হতে পারে। সেই প্রেক্ষিতেই প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ হিসেবে চালানো হয়েছে এই অভিযান।’ তিনি বলেন, ‘আমাদের গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছিল, ভারতের বিরুদ্ধে আরও হামলার প্রস্তুতি চলছে। তাই আজ বুধবার সকালের অভিযানে আমরা আমাদের প্রতিক্রিয়া জানানোর অধিকার প্রয়োগ করেছি। এই পদক্ষেপ ছিল পরিমিত, দায়িত্বশীল এবং উত্তেজনা বাড়ানোর জন্য নয়। আমরা শুধু সন্ত্রাসী অবকাঠামোগুলো নিশানা করেছি।’
পাকিস্তানকে সরাসরি দায়ী করে ভারতীয় পররাষ্ট্রসচিব বলেন, পেহেলগাম হামলার পর ১৫ দিন পেরিয়ে গেলেও পাকিস্তান তার ভূখণ্ডে সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। তিনি বলেন, ‘এটা অপরিহার্য ছিল যে, হামলাকারী ও এর পরিকল্পনাকারীদের বিচারের আওতায় আনা হোক। কিন্তু পাকিস্তান এ ক্ষেত্রে সম্পূর্ণ নিষ্ক্রিয় থেকেছে।’
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বাহাওয়ালপুর, মুরিদকে, শিয়ালকোটসহ পাকিস্তানের অভ্যন্তরে চারটি এবং পাকিস্তানের আজাদ কাশ্মীরে পাঁচটি অবস্থানে হামলা চালানো হয়। এই অভিযান লক্ষ্য করে চালানো হয় জয়শ-ই-মুহাম্মদ ও লস্কর-ই-তৈয়্যবার ঘাঁটিগুলো, যেগুলো থেকে ভারতে হামলার পরিকল্পনা করা হচ্ছিল।
ভারতীয় বাহিনীর দাবি, এই অভিযানে নির্ধারিত সব টার্গেটে সফলভাবে আঘাত হানা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘অপারেশন সিন্দুর ছিল একমাত্র প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ, যার উদ্দেশ্য সন্ত্রাসী ঘাঁটিগুলো ধ্বংস করা। এটি ছিল ২২ এপ্রিলের পেহেলগাম হামলার সরাসরি জবাব।’
উল্লেখ্য, পেহেলগামের সেই হামলায় ২৫ জন ভারতীয় নাগরিক ও একজন নেপালি নাগরিক নিহত হন। আহত হন আরও অনেকে। হামলার পদ্ধতি ও নিষ্ঠুরতা গোটা দেশজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দেয়।
আরও খবর পড়ুন:

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জবাবেই পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে একযোগে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ভারত। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে চালানো এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিন্দুর’। এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়, এই অভিযানে ভারতীয় সশস্ত্র বাহিনীর তিন শাখা—সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী—একযোগে অংশ নেয়। পাকিস্তানের ভেতরে এবং আজাদ কাশ্মীরে মোট ৯টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলেও দাবি করেছে ভারত। পাকিস্তান জানিয়েছে, এই হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও ৪৫ জনের মতো।
আজ বুধবার নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এই অভিযানের ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং। পররাষ্ট্রসচিব বলেন, ‘পেহেলগামের হামলার উদ্দেশ্য ছিল জম্মু ও কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত করা। এই হামলা ছিল চরম নিষ্ঠুর ও পরিকল্পিত। অধিকাংশ ভিকটিমকেই খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে, পরিবারের সদস্যদের সামনেই। উদ্দেশ্য ছিল আতঙ্ক তৈরি করা এবং তাদের মানসিকভাবে ভেঙে দেওয়া।’
বিক্রম মিশ্রি জানান, ‘ভারতের গোয়েন্দা সংস্থাগুলো আগেই আশঙ্কা করেছিল যে, দেশটির বিরুদ্ধে আরও সন্ত্রাসী হামলা হতে পারে। সেই প্রেক্ষিতেই প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ হিসেবে চালানো হয়েছে এই অভিযান।’ তিনি বলেন, ‘আমাদের গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছিল, ভারতের বিরুদ্ধে আরও হামলার প্রস্তুতি চলছে। তাই আজ বুধবার সকালের অভিযানে আমরা আমাদের প্রতিক্রিয়া জানানোর অধিকার প্রয়োগ করেছি। এই পদক্ষেপ ছিল পরিমিত, দায়িত্বশীল এবং উত্তেজনা বাড়ানোর জন্য নয়। আমরা শুধু সন্ত্রাসী অবকাঠামোগুলো নিশানা করেছি।’
পাকিস্তানকে সরাসরি দায়ী করে ভারতীয় পররাষ্ট্রসচিব বলেন, পেহেলগাম হামলার পর ১৫ দিন পেরিয়ে গেলেও পাকিস্তান তার ভূখণ্ডে সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। তিনি বলেন, ‘এটা অপরিহার্য ছিল যে, হামলাকারী ও এর পরিকল্পনাকারীদের বিচারের আওতায় আনা হোক। কিন্তু পাকিস্তান এ ক্ষেত্রে সম্পূর্ণ নিষ্ক্রিয় থেকেছে।’
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বাহাওয়ালপুর, মুরিদকে, শিয়ালকোটসহ পাকিস্তানের অভ্যন্তরে চারটি এবং পাকিস্তানের আজাদ কাশ্মীরে পাঁচটি অবস্থানে হামলা চালানো হয়। এই অভিযান লক্ষ্য করে চালানো হয় জয়শ-ই-মুহাম্মদ ও লস্কর-ই-তৈয়্যবার ঘাঁটিগুলো, যেগুলো থেকে ভারতে হামলার পরিকল্পনা করা হচ্ছিল।
ভারতীয় বাহিনীর দাবি, এই অভিযানে নির্ধারিত সব টার্গেটে সফলভাবে আঘাত হানা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘অপারেশন সিন্দুর ছিল একমাত্র প্রতিক্রিয়ামূলক পদক্ষেপ, যার উদ্দেশ্য সন্ত্রাসী ঘাঁটিগুলো ধ্বংস করা। এটি ছিল ২২ এপ্রিলের পেহেলগাম হামলার সরাসরি জবাব।’
উল্লেখ্য, পেহেলগামের সেই হামলায় ২৫ জন ভারতীয় নাগরিক ও একজন নেপালি নাগরিক নিহত হন। আহত হন আরও অনেকে। হামলার পদ্ধতি ও নিষ্ঠুরতা গোটা দেশজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দেয়।
আরও খবর পড়ুন:

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো শিগগির দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছেন। নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে দেওয়া
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপ ও শুল্ক হুমকির মধ্যেও রাশিয়ার অপরিশোধিত তেল আমদানিতে ভারত এখনো শক্ত অবস্থানে। সাম্প্রতিক ছয় মাসে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমে গেলেও মোট আমদানির প্রায় এক-চতুর্থাংশ এখনো রুশ তেল থেকেই আসছে।
৫ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এক কড়া বক্তব্যে তিনি বলেছেন, ‘এসে ধরুন আমাকে। আমি এখানেই আপনাদের জন্য
৬ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে ‘ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর মতো অপহরণ করতে পারেন কি না’—এমন মন্তব্য করে তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন ভারতের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই মন্তব্যকে অনেকেই ‘অবাস্তব’, ‘হাস্যকর’ ও ‘দেশের জন্য অপমানজনক’ বলে
৮ ঘণ্টা আগে