
বিশ্বে গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় আক্রান্তের হার কমেছে ৩ লাখের বেশি। এ ছাড়া মৃত্যুও কমেছে প্রায় ৩ হাজার। বিশ্বব্যাপী করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট করোনাভাইরাস ওয়ার্ল্ডোমিটার্সের তথ্যে এমনটি জানানো হয়েছে
ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, গতকাল রোববার বিশ্বের বিভিন্ন দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১২ লাখ ৭৯ হাজার ৯৭৯ জনের দেহে। আর এ রোগে মারা গেছেন ৫ হাজার ২৭৮ জন।
এর আগের দিন শনিবার বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৫ লাখ ৯০ হাজার ৩৯৬ জন এবং এ রোগে মৃত্যু হয়েছিল ৮ হাজার ১৭৪ জনের।
সে অনুযায়ী, একদিনের ব্যবধানে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে ৩ লাখ ১০ হাজার ৪১৭ জন এবং মৃত্যুর সংখ্যা কমেছে ২ হাজার ৮৯৬ জন।
ওয়ার্ল্ডোমিটার্সের তথ্যে দেখা গেছে, রোববার রাশিয়ায় সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এদিন দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৭০ হাজার ৯৯৯ জনের দেহে এবং মৃত্যু হয়েছে ৭৪৫ জনের।
এ ছাড়া জার্মানিতে ১ লাখ ৪ হাজার ১৩১ জন আক্রান্ত হয়েছেন ও মৃত্যু হয়েছে ৬৫ জনের, দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ১২৮ জন ও মৃত্যু হয়েছে ৫১ জনের, জাপানে আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ১৫৩ জন ও মৃত্যু হয়েছে ২০৩ জনের, তুরস্কে আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৩৫৫ জন এবং মৃত্যু হয়েছে ২৬৩ জনের।
রোববার বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ২৮৫ জনে এবং এ রোগে মোট মারা গেছেন ৫৯ লাখ ৬ হাজার ৯৩ জন। আক্রান্ত হওয়ার পর এ পর্যন্ত করোনা থেকে মুক্তি পেয়েছেন ৩৫ কোটি ৫ লাখ ১৫ হাজার ৯০৩ জন।
অন্যদিকে বর্তমানে সারা বিশ্বে সক্রিয় করোনা রোগী আছেন ৬ কোটি ৮৫ লাখ ৬৮ হাজার ২৮৯ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

বিশ্বে গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় আক্রান্তের হার কমেছে ৩ লাখের বেশি। এ ছাড়া মৃত্যুও কমেছে প্রায় ৩ হাজার। বিশ্বব্যাপী করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট করোনাভাইরাস ওয়ার্ল্ডোমিটার্সের তথ্যে এমনটি জানানো হয়েছে
ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, গতকাল রোববার বিশ্বের বিভিন্ন দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১২ লাখ ৭৯ হাজার ৯৭৯ জনের দেহে। আর এ রোগে মারা গেছেন ৫ হাজার ২৭৮ জন।
এর আগের দিন শনিবার বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৫ লাখ ৯০ হাজার ৩৯৬ জন এবং এ রোগে মৃত্যু হয়েছিল ৮ হাজার ১৭৪ জনের।
সে অনুযায়ী, একদিনের ব্যবধানে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে ৩ লাখ ১০ হাজার ৪১৭ জন এবং মৃত্যুর সংখ্যা কমেছে ২ হাজার ৮৯৬ জন।
ওয়ার্ল্ডোমিটার্সের তথ্যে দেখা গেছে, রোববার রাশিয়ায় সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এদিন দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৭০ হাজার ৯৯৯ জনের দেহে এবং মৃত্যু হয়েছে ৭৪৫ জনের।
এ ছাড়া জার্মানিতে ১ লাখ ৪ হাজার ১৩১ জন আক্রান্ত হয়েছেন ও মৃত্যু হয়েছে ৬৫ জনের, দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ১২৮ জন ও মৃত্যু হয়েছে ৫১ জনের, জাপানে আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ১৫৩ জন ও মৃত্যু হয়েছে ২০৩ জনের, তুরস্কে আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৩৫৫ জন এবং মৃত্যু হয়েছে ২৬৩ জনের।
রোববার বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ২৮৫ জনে এবং এ রোগে মোট মারা গেছেন ৫৯ লাখ ৬ হাজার ৯৩ জন। আক্রান্ত হওয়ার পর এ পর্যন্ত করোনা থেকে মুক্তি পেয়েছেন ৩৫ কোটি ৫ লাখ ১৫ হাজার ৯০৩ জন।
অন্যদিকে বর্তমানে সারা বিশ্বে সক্রিয় করোনা রোগী আছেন ৬ কোটি ৮৫ লাখ ৬৮ হাজার ২৮৯ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

ইরানের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে অন্তত ৬ জন নিহত হয়েছেন। মূলত সরকারবিরোধী বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় এই প্রাণহানির ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৭ মিনিট আগে
সুইজারল্যান্ডের একটি অভিজাত স্কি রিসোর্টে নতুন বছর উদ্যাপনের আনন্দ মুহূর্তেই ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রাঁস-মঁতানা স্কি রিসোর্টে নববর্ষের রাতে একটি জনাকীর্ণ বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...
৯ ঘণ্টা আগে
২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তবতা ভিন্ন ছবি দেখাচ্ছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সদ্য শেষ হওয়া বছরটিতে যুক্তরাষ্ট্র অন্তত সাতটি দেশে সামরিক..
১০ ঘণ্টা আগে
গত দুই দিনে বিক্ষোভকে কেন্দ্র করে তিনটি প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে কুহদাশত শহরে দাঙ্গাকারীদের হামলায় ২১ বছর বয়সী আমির হোসাম খোদায়ারি ফার্দ নামের এক বাসিজ সদস্য (আধা সামরিক বাহিনী) নিহত হন। এ ঘটনায় আরও ১৩ পুলিশ ও বাসিজ সদস্য আহত হয়েছেন।
১০ ঘণ্টা আগে