আজকের পত্রিকা ডেস্ক

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের জবাবে ‘জাতীয় প্রতিশোধ’-এর মাত্র শুরু হয়েছে এবং জায়োনিস্ট রাষ্ট্রকে এর মূল্য চোকাতে হবে।
রোববার (১৫ জুন) প্রকাশিত এই বিবৃতিতে আইআরজিসি নিশ্চিত করেছে যে, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের প্রধান মেজর জেনারেল আমির আলী হাজিজাদেহ-সহ সাতজন শীর্ষ কমান্ডার ইসরায়েলের ভোররাতের এক হামলায় শহীদ হয়েছেন।
নিহত কর্মকর্তারা হলেন, মাহমুদ বাকেরি, দাউদ শেখিয়ান, মোহাম্মদ বাকের তাহেরপুর, মনসুর সাফারপুর, মাসউদ তায়্যেব, খসরো হাসানি ও জাওয়াদ জারসারা।
আইআরজিসি ইসরায়েলের হামলাকে ‘সন্ত্রাসী ও কাপুরুষোচিত’ বলে উল্লেখ করে বলেছে, এই হামলার পরপরই আমরা কঠোর ও সুসংগঠিত প্রতিক্রিয়া দিয়েছি। তবে এটা কেবল শুরু—‘জাতীয় প্রতিশোধ’-এর পথ এখান থেকেই শুরু হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ভুয়া ও দখলদার এই সিয়োনিস্ট শাসনের অপকর্ম আর শাস্তিহীন থাকবে না। এই শাসনের পতন অনিবার্য।
১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক অবকাঠামোতে বড় আকারের আক্রমণ চালায়। এর লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক প্রকল্প, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সামরিক নেতারা। সেই হামলায় আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স-এর কেন্দ্রীয় নেতৃত্ব প্রায় পুরোপুরি ধ্বংস হয় বলে তেহরান দাবি করেছে।
আমির আলী হাজিজাদেহ ছিলেন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির গুরুত্বপূর্ণ স্থপতি এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থার কাছে দীর্ঘদিন ধরেই নজরদারির লক্ষ্য। তাঁর মৃত্যু ইরানের জন্য একটি বড় ধাক্কা বলে বিবেচিত হলেও, আইআরজিসি বলছে এই আত্মত্যাগ ইরানিদের প্রতিরোধকে আরও সংহত করবে।
আইআরজিসির এই বার্তা ইঙ্গিত দেয়, পরবর্তী দিনগুলোতে ইসরায়েলকে আরও বড় পাল্টা প্রতিশোধমূলক আঘাতের মুখোমুখি হতে হতে পারে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের জবাবে ‘জাতীয় প্রতিশোধ’-এর মাত্র শুরু হয়েছে এবং জায়োনিস্ট রাষ্ট্রকে এর মূল্য চোকাতে হবে।
রোববার (১৫ জুন) প্রকাশিত এই বিবৃতিতে আইআরজিসি নিশ্চিত করেছে যে, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের প্রধান মেজর জেনারেল আমির আলী হাজিজাদেহ-সহ সাতজন শীর্ষ কমান্ডার ইসরায়েলের ভোররাতের এক হামলায় শহীদ হয়েছেন।
নিহত কর্মকর্তারা হলেন, মাহমুদ বাকেরি, দাউদ শেখিয়ান, মোহাম্মদ বাকের তাহেরপুর, মনসুর সাফারপুর, মাসউদ তায়্যেব, খসরো হাসানি ও জাওয়াদ জারসারা।
আইআরজিসি ইসরায়েলের হামলাকে ‘সন্ত্রাসী ও কাপুরুষোচিত’ বলে উল্লেখ করে বলেছে, এই হামলার পরপরই আমরা কঠোর ও সুসংগঠিত প্রতিক্রিয়া দিয়েছি। তবে এটা কেবল শুরু—‘জাতীয় প্রতিশোধ’-এর পথ এখান থেকেই শুরু হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ভুয়া ও দখলদার এই সিয়োনিস্ট শাসনের অপকর্ম আর শাস্তিহীন থাকবে না। এই শাসনের পতন অনিবার্য।
১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক অবকাঠামোতে বড় আকারের আক্রমণ চালায়। এর লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক প্রকল্প, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সামরিক নেতারা। সেই হামলায় আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স-এর কেন্দ্রীয় নেতৃত্ব প্রায় পুরোপুরি ধ্বংস হয় বলে তেহরান দাবি করেছে।
আমির আলী হাজিজাদেহ ছিলেন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির গুরুত্বপূর্ণ স্থপতি এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থার কাছে দীর্ঘদিন ধরেই নজরদারির লক্ষ্য। তাঁর মৃত্যু ইরানের জন্য একটি বড় ধাক্কা বলে বিবেচিত হলেও, আইআরজিসি বলছে এই আত্মত্যাগ ইরানিদের প্রতিরোধকে আরও সংহত করবে।
আইআরজিসির এই বার্তা ইঙ্গিত দেয়, পরবর্তী দিনগুলোতে ইসরায়েলকে আরও বড় পাল্টা প্রতিশোধমূলক আঘাতের মুখোমুখি হতে হতে পারে।

এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
২৭ মিনিট আগে
কানাডা ও চীন বৈদ্যুতিক যান (ইভি) এবং ক্যানোলা (সরিষার মতো তেলবীজ) পণ্যের ওপর শুল্ক কমাতে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। আজ শুক্রবার চীন সফররত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ কথা জানিয়েছেন। দুই দেশই বাণিজ্য বাধা দূর করা এবং নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছে।
২ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর কড়া সমালোচক মাচাদো গত বছর ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলনের জন্য এই পুরস্কার জিতেছিলেন। এখন তিনি সেই পদক হোয়াইট হাউসে রেখে গেলেন এই আশায়, এই সৌজন্যের বিনিময়ে হয়তো আরও মূল্যবান কিছু মিলবে।
২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ক্ষমতার অপব্যবহার করে সামরিক আইন (মার্শাল ল) ঘোষণা করার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
৩ ঘণ্টা আগে