
গহিন আমাজনে ৪০ দিন পর চার শিশুকে খুঁজে পাওয়া গেলেও উদ্ধার অভিযান এখনো শেষ হয়নি। উদ্ধারকারী দলটি এবার বেলজিয়ান শেফার্ড প্রজাতির একটি কুকুরকে খুঁজে বেড়াচ্ছে। শিশুদের উদ্ধার অভিযানে ওই কুকুরটি নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল।
দ্য টেলিগ্রাফের বরাতে জানা গেছে, ছয় বছর বয়সী ওই কুকুরটির নাম উইলসন। এটি স্পেশাল ফোর্সের সদস্য। উদ্ধারকারীরা শিশুদের কাছে পৌঁছানোর কয়েক দিন আগেই কুকুরটি সেখানে পৌঁছে গিয়েছিল।
শুধু তাই নয়, উদ্ধারকারীরা পৌঁছানোর আগ পর্যন্ত টানা কয়েক দিন ওই চার শিশুকে সঙ্গ দিয়েছিল কুকুরটি। কিন্তু বাচ্চাদের উদ্ধারের উত্তেজনাকর মুহূর্তটিতে কুকুরটি হঠাৎ উধাও হয়ে যায়।
উদ্ধারের পর ওই চার শিশু বোগোটার সামরিক হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। তবে এর মধ্যেই তাদের মধ্যে সবার বড় ১৩ বছরের লেসলি কুকুরটির একটি ছবি এঁকেছে। ছবিতে দেখা যায়-কুকুরটি গাছের নিচে এবং একটি নদীর কাছে বসে তার থাবা নাড়ছে। এ ছাড়া ৯ বছর বয়সী সোলেনিও কালো সূক্ষ্ম কান বিশিষ্ট একটি বাদামি কুকুরের ছবি এঁকেছে।
এ থেকেই বোঝা যাচ্ছে-কুকুরটি তাদের সঙ্গে দারুণ বন্ধুত্বপূর্ণ সময় কাটিয়েছে।
চিকিৎসকরাও জানিয়েছেন-কিছুটা সুস্থ হয়েই শিশুরা ওই কুকুরটির খোঁজ জানতে চেয়েছে। তারা প্রায় সময়ই কুকুরটির প্রসঙ্গ টেনে আনছে।
কলম্বিয়ার সামরিক বাহিনী ঘোষণা করেছে-উইলসনকে খুঁজে পাওয়ার আগ পর্যন্ত ‘অপারেশন হোপ’ নামে তাদের উদ্ধার অভিযানটি চলমান থাকবে। সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন-‘আমরা আমাদের উইলসনকে জঙ্গল থেকে পুনরুদ্ধার করতে এবং তাকে ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ।’
আর অপারেশন হোপ-এর নেতৃত্ব দেওয়া জেনারেল পেদ্রো সানচেজ বলেছেন, ‘আমরা যাচ্ছি, তাকে ফিরিয়ে আনতে।’
অবস্থা এমন দাঁড়িয়েছে যে, কলম্বিয়ার সাধারণ মানুষের কাছেও এখন কুকুরটি নায়ক হিসেবে আবির্ভূত হয়েছে। তারা কুকুরটিকে দ্রুত উদ্ধারের দাবি জানাচ্ছেন। কেউ কেউ জানালায় ‘মিসিং উইলসন’ লেখা পোস্টার টানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই #Let'sGoForWilsson এবং #WilsonNationalHero ট্যাগ শেয়ার করেছেন।

গহিন আমাজনে ৪০ দিন পর চার শিশুকে খুঁজে পাওয়া গেলেও উদ্ধার অভিযান এখনো শেষ হয়নি। উদ্ধারকারী দলটি এবার বেলজিয়ান শেফার্ড প্রজাতির একটি কুকুরকে খুঁজে বেড়াচ্ছে। শিশুদের উদ্ধার অভিযানে ওই কুকুরটি নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল।
দ্য টেলিগ্রাফের বরাতে জানা গেছে, ছয় বছর বয়সী ওই কুকুরটির নাম উইলসন। এটি স্পেশাল ফোর্সের সদস্য। উদ্ধারকারীরা শিশুদের কাছে পৌঁছানোর কয়েক দিন আগেই কুকুরটি সেখানে পৌঁছে গিয়েছিল।
শুধু তাই নয়, উদ্ধারকারীরা পৌঁছানোর আগ পর্যন্ত টানা কয়েক দিন ওই চার শিশুকে সঙ্গ দিয়েছিল কুকুরটি। কিন্তু বাচ্চাদের উদ্ধারের উত্তেজনাকর মুহূর্তটিতে কুকুরটি হঠাৎ উধাও হয়ে যায়।
উদ্ধারের পর ওই চার শিশু বোগোটার সামরিক হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। তবে এর মধ্যেই তাদের মধ্যে সবার বড় ১৩ বছরের লেসলি কুকুরটির একটি ছবি এঁকেছে। ছবিতে দেখা যায়-কুকুরটি গাছের নিচে এবং একটি নদীর কাছে বসে তার থাবা নাড়ছে। এ ছাড়া ৯ বছর বয়সী সোলেনিও কালো সূক্ষ্ম কান বিশিষ্ট একটি বাদামি কুকুরের ছবি এঁকেছে।
এ থেকেই বোঝা যাচ্ছে-কুকুরটি তাদের সঙ্গে দারুণ বন্ধুত্বপূর্ণ সময় কাটিয়েছে।
চিকিৎসকরাও জানিয়েছেন-কিছুটা সুস্থ হয়েই শিশুরা ওই কুকুরটির খোঁজ জানতে চেয়েছে। তারা প্রায় সময়ই কুকুরটির প্রসঙ্গ টেনে আনছে।
কলম্বিয়ার সামরিক বাহিনী ঘোষণা করেছে-উইলসনকে খুঁজে পাওয়ার আগ পর্যন্ত ‘অপারেশন হোপ’ নামে তাদের উদ্ধার অভিযানটি চলমান থাকবে। সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন-‘আমরা আমাদের উইলসনকে জঙ্গল থেকে পুনরুদ্ধার করতে এবং তাকে ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ।’
আর অপারেশন হোপ-এর নেতৃত্ব দেওয়া জেনারেল পেদ্রো সানচেজ বলেছেন, ‘আমরা যাচ্ছি, তাকে ফিরিয়ে আনতে।’
অবস্থা এমন দাঁড়িয়েছে যে, কলম্বিয়ার সাধারণ মানুষের কাছেও এখন কুকুরটি নায়ক হিসেবে আবির্ভূত হয়েছে। তারা কুকুরটিকে দ্রুত উদ্ধারের দাবি জানাচ্ছেন। কেউ কেউ জানালায় ‘মিসিং উইলসন’ লেখা পোস্টার টানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই #Let'sGoForWilsson এবং #WilsonNationalHero ট্যাগ শেয়ার করেছেন।

প্রায় সিকি শতাব্দী ধরে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী এই নেতার মুখ ও বক্তব্য অহরহ দেখা গেলেও তাঁর ব্যক্তিগত জীবন আজও রয়ে গেছে কঠোর গোপনীয়তার আড়ালে। রাষ্ট্রীয় প্রচারণা যন্ত্রের ছাঁকনি পেরিয়ে পুতিনের পারিবারিক জীবনের খুব কম তথ্যই জনসমক্ষ
৫ ঘণ্টা আগে
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রকে ‘শয়তান’ হিসেবে অভিহিত করে বলেন, ইরানি জাতি বরাবরের মতোই শত্রুদের হতাশ করবে।
৫ ঘণ্টা আগে
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তাঁর আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদি-বিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদি-বিদ্বেষী ঘি ঢালার সমান।
৬ ঘণ্টা আগে
গত মাসে এসটিসি এই অঞ্চলটি দখলের পর সৌদি জোটের পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি প্রাণঘাতী হামলা। এর আগে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী হাজরামাউতের সামরিক স্থাপনাগুলো ‘শান্তিপূর্ণভাবে’ নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেয়। কিন্তু ওই ঘোষণা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিমান হামলা শুরু হয়।
৭ ঘণ্টা আগে