আজকের পত্রিকা ডেস্ক

ইসরায়েলজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৬৩ জন। ইসরায়েলের দাবি, ইরান অন্তত দেড় শ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত এক ইসরায়েলি নারী আজ শনিবার সকালে মারা গেছেন। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ অথোরিটি গতকাল শুক্রবার রাতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর গুম ডান এলাকা থেকে ১০২ জরুরি হটলাইনে অসংখ্য ফোন আসে।
হামলায় অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর তেল আবিব ও জামাত গানে ফায়ার ফাইটিং দল পাঠানো হয়। বিবৃতি অনুযায়ী, তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানে মানুষ আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জামাত গানেও কাঠামোগত ক্ষতির পাশাপাশি অনেক মানুষ আটকা পড়েছে।
ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা বিষয়ক সংস্থা ম্যাজেন ডেভিড অ্যাডাম (এমডিএ) ৬৩ জন আহতকে চিকিৎসা দিয়েছে। এই সংবাদ লেখা পর্যন্ত ২৬ জনকে শেবা মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং দুজন মাঝারি অবস্থায় আছেন। বেলিনসন হাসপাতালে নেওয়া হয়েছে ১৩ জনকে, তাদের মধ্যে একজন আশঙ্কাজনক ও দুজন মাঝারি অবস্থায় আছেন। ইচিলভ মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে ১৯ জনকে, তাদের মধ্যে চারজন মাঝারি অবস্থায় আছেন।
এদিকে, দখলদার ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানের ১৫০ টির বেশি ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলজুড়ে সাইরেন বাজানো হয়েছে। এর আগে শুক্রবার ইসরায়েলি ভূখণ্ডের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র আসার সময় আইডিএফ বেসামরিক নাগরিকদের নিরাপদে আশ্রয় নিতে প্রাথমিক সতর্কতা পাঠিয়েছিল।
প্রাথমিক প্রতিরক্ষা মূল্যায়ন অনুযায়ী, ইরান ইসরায়েলি ভূখণ্ডের দিকে অন্তত কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আইডিএফ জানিয়েছে, প্রথম দফা ক্ষেপণাস্ত্র হামলার কয়েক মিনিট পরই ইরান আরেকটি হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জেরুজালেম পোস্টকে ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আটকের খবর দিয়েছেন।

ইসরায়েলজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৬৩ জন। ইসরায়েলের দাবি, ইরান অন্তত দেড় শ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত এক ইসরায়েলি নারী আজ শনিবার সকালে মারা গেছেন। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ অথোরিটি গতকাল শুক্রবার রাতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর গুম ডান এলাকা থেকে ১০২ জরুরি হটলাইনে অসংখ্য ফোন আসে।
হামলায় অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর তেল আবিব ও জামাত গানে ফায়ার ফাইটিং দল পাঠানো হয়। বিবৃতি অনুযায়ী, তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানে মানুষ আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জামাত গানেও কাঠামোগত ক্ষতির পাশাপাশি অনেক মানুষ আটকা পড়েছে।
ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা বিষয়ক সংস্থা ম্যাজেন ডেভিড অ্যাডাম (এমডিএ) ৬৩ জন আহতকে চিকিৎসা দিয়েছে। এই সংবাদ লেখা পর্যন্ত ২৬ জনকে শেবা মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং দুজন মাঝারি অবস্থায় আছেন। বেলিনসন হাসপাতালে নেওয়া হয়েছে ১৩ জনকে, তাদের মধ্যে একজন আশঙ্কাজনক ও দুজন মাঝারি অবস্থায় আছেন। ইচিলভ মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে ১৯ জনকে, তাদের মধ্যে চারজন মাঝারি অবস্থায় আছেন।
এদিকে, দখলদার ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানের ১৫০ টির বেশি ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলজুড়ে সাইরেন বাজানো হয়েছে। এর আগে শুক্রবার ইসরায়েলি ভূখণ্ডের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র আসার সময় আইডিএফ বেসামরিক নাগরিকদের নিরাপদে আশ্রয় নিতে প্রাথমিক সতর্কতা পাঠিয়েছিল।
প্রাথমিক প্রতিরক্ষা মূল্যায়ন অনুযায়ী, ইরান ইসরায়েলি ভূখণ্ডের দিকে অন্তত কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আইডিএফ জানিয়েছে, প্রথম দফা ক্ষেপণাস্ত্র হামলার কয়েক মিনিট পরই ইরান আরেকটি হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জেরুজালেম পোস্টকে ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আটকের খবর দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি এই মর্মে ‘আশ্বস্ত’ করা হয়েছে যে—ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ হয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তেহরানের পক্ষ থেকে ফাঁসি কার্যকর করার ‘কোনো পরিকল্পনা নেই।’
১ মিনিট আগে
ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ফাঁসি দিতে শুরু করে, তাহলে ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকির পর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে ইরান।
৮ ঘণ্টা আগে
ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, দেশটির সেনাবাহিনীতে প্রায় দুই লাখ সেনা অনুমতি ছাড়াই নিজ নিজ অবস্থান ত্যাগ করেছেন। পাশাপাশি সামরিক আইন এড়ানোর অভিযোগে প্রায় ২০ লাখ ইউক্রেনীয় নাগরিক বর্তমানে ‘ওয়ান্টেড’ হিসেবে তালিকাভুক্ত।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। আজ বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
৯ ঘণ্টা আগে