আজকের পত্রিকা ডেস্ক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টিতে ভিজে কলকাতায় এক বিশাল প্রতিবাদ মিছিল করেছেন। বিজেপিশাসিত রাজ্যগুলোতে বাংলাভাষী মানুষের ওপর কথিত হয়রানির প্রতিবাদে তিনি তাঁর বাঙালি পরিচয়ের রাজনীতিকে আবারও সামনে নিয়ে এসেছেন। খবর ইন্ডিয়া টুডের।
কলকাতার কেন্দ্রে অনুষ্ঠিত এই প্রতিবাদ মিছিলে শাসক দল তৃণমূল কংগ্রেসের (টিএমসি) শীর্ষস্থানীয় সব নেতা ছিলেন। অবিরাম বৃষ্টির মধ্যেও প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ পথে তৃণমূল নেত্রী ও অন্য নেতারা হাঁটেন। এ সময় ‘বিজেপি, ছি ছি’ স্লোগানে মুখরিত হয় এলাকা।
র্যালির পর সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মমতা কেন্দ্রকে তাঁকে ডিটেনশন ক্যাম্পে রাখার চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এখন থেকে আরও বেশি বাংলায় কথা বলব। আমাকে ডিটেনশন ক্যাম্পে রাখুন। বিজেপি, খেলা হবে। অপেক্ষা করুন।’
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ওডিশায় পরিযায়ী শ্রমিকদের আটক, ভাষাগত প্রোফাইলিং ও দিল্লিতে উচ্ছেদ অভিযানের খবর টিএমসি ও বিজেপির মধ্যে সর্বশেষ উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি ওডিশার ঝারসুগুডায় ৪৪৪ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটকের ঘটনায় এই প্রতিবাদ মিছিলের সূত্রপাত। টিএমসি দাবি করেছে, তাঁদের মধ্যে ২০০ জনই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক। টিএমসি মুহূর্তটি কাজে লাগাতে দেরি করেনি। তারা বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের অধিকার ও মর্যাদার পক্ষে রাস্তায় নেমে এসেছে। কলকাতা ও পশ্চিমবঙ্গের প্রায় ২২ লাখ বাংলাভাষী শ্রমিক ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করেন বলে জানা গেছে।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘বিজেপি সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছে, সন্দেহভাজন বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার করে ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে। এটি সব বিজেপিশাসিত রাজ্যে পাঠানো হয়েছে। আমরা সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করব। যারা বাংলায় কথা বলে, তাদের সবাইকে কীভাবে জেলে পাঠাবেন?’
মমতা আরও বলেন, ‘পশ্চিমবঙ্গের নাগরিকদের আইডি কার্ড আছে। তাদের দক্ষতা আছে বলেই তারা অন্য রাজ্যে কাজ করছে। তাদের কাজ করাবে, কিন্তু বাংলায় কথা বললেই গ্রেপ্তার করবে? আপনাদের এই অধিকার কে দিয়েছে? বাংলা কি ভারতের অংশ নয়?’
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ‘রাস্তার রাজনীতিতে’ ফিরে আসার সময়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য সফরের কয়েক দিন আগে ঘটল। এই ঘটনা ইঙ্গিত দেয়, টিএমসি ২০২৬ সালের নির্বাচনে আক্রমণাত্মক বিজেপিকে মোকাবিলায় বাঙালি গর্বের আবেগপূর্ণ ইস্যুটিকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করছে।
এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এটি দারুণ কাজ করেছিল। সে ময় টিএমসি ‘বাংলা নিজের মেয়েকে চায়’ স্লোগানের মাধ্যমে উপজাতীয়তাবাদী আবেগ জাগিয়ে তুলেছিল। এটি বিজেপির আক্রমণাত্মক হিন্দুত্ববাদী প্রচারকে ভোঁতা করতে সাহায্য করেছিল।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টিতে ভিজে কলকাতায় এক বিশাল প্রতিবাদ মিছিল করেছেন। বিজেপিশাসিত রাজ্যগুলোতে বাংলাভাষী মানুষের ওপর কথিত হয়রানির প্রতিবাদে তিনি তাঁর বাঙালি পরিচয়ের রাজনীতিকে আবারও সামনে নিয়ে এসেছেন। খবর ইন্ডিয়া টুডের।
কলকাতার কেন্দ্রে অনুষ্ঠিত এই প্রতিবাদ মিছিলে শাসক দল তৃণমূল কংগ্রেসের (টিএমসি) শীর্ষস্থানীয় সব নেতা ছিলেন। অবিরাম বৃষ্টির মধ্যেও প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ পথে তৃণমূল নেত্রী ও অন্য নেতারা হাঁটেন। এ সময় ‘বিজেপি, ছি ছি’ স্লোগানে মুখরিত হয় এলাকা।
র্যালির পর সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মমতা কেন্দ্রকে তাঁকে ডিটেনশন ক্যাম্পে রাখার চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এখন থেকে আরও বেশি বাংলায় কথা বলব। আমাকে ডিটেনশন ক্যাম্পে রাখুন। বিজেপি, খেলা হবে। অপেক্ষা করুন।’
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ওডিশায় পরিযায়ী শ্রমিকদের আটক, ভাষাগত প্রোফাইলিং ও দিল্লিতে উচ্ছেদ অভিযানের খবর টিএমসি ও বিজেপির মধ্যে সর্বশেষ উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি ওডিশার ঝারসুগুডায় ৪৪৪ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটকের ঘটনায় এই প্রতিবাদ মিছিলের সূত্রপাত। টিএমসি দাবি করেছে, তাঁদের মধ্যে ২০০ জনই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক। টিএমসি মুহূর্তটি কাজে লাগাতে দেরি করেনি। তারা বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের অধিকার ও মর্যাদার পক্ষে রাস্তায় নেমে এসেছে। কলকাতা ও পশ্চিমবঙ্গের প্রায় ২২ লাখ বাংলাভাষী শ্রমিক ভারতের বিভিন্ন রাজ্যে কাজ করেন বলে জানা গেছে।
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘বিজেপি সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছে, সন্দেহভাজন বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার করে ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে। এটি সব বিজেপিশাসিত রাজ্যে পাঠানো হয়েছে। আমরা সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করব। যারা বাংলায় কথা বলে, তাদের সবাইকে কীভাবে জেলে পাঠাবেন?’
মমতা আরও বলেন, ‘পশ্চিমবঙ্গের নাগরিকদের আইডি কার্ড আছে। তাদের দক্ষতা আছে বলেই তারা অন্য রাজ্যে কাজ করছে। তাদের কাজ করাবে, কিন্তু বাংলায় কথা বললেই গ্রেপ্তার করবে? আপনাদের এই অধিকার কে দিয়েছে? বাংলা কি ভারতের অংশ নয়?’
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ‘রাস্তার রাজনীতিতে’ ফিরে আসার সময়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য সফরের কয়েক দিন আগে ঘটল। এই ঘটনা ইঙ্গিত দেয়, টিএমসি ২০২৬ সালের নির্বাচনে আক্রমণাত্মক বিজেপিকে মোকাবিলায় বাঙালি গর্বের আবেগপূর্ণ ইস্যুটিকে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করছে।
এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এটি দারুণ কাজ করেছিল। সে ময় টিএমসি ‘বাংলা নিজের মেয়েকে চায়’ স্লোগানের মাধ্যমে উপজাতীয়তাবাদী আবেগ জাগিয়ে তুলেছিল। এটি বিজেপির আক্রমণাত্মক হিন্দুত্ববাদী প্রচারকে ভোঁতা করতে সাহায্য করেছিল।

সুইজারল্যান্ডের অভিজাত স্কি রিসোর্ট ক্র্যান-মন্টানায় থার্টিফার্স্ট নাইটের এক জনাকীর্ণ বারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন। আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ড পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।
৪২ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ–আইপিএলে বাংলাদেশে ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমানকে দলে ভেড়ানোর কারণে বলিউড অভিনেতা ও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে গাদ্দার বা দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
চলতি বছরের শুরুর দিকে ভারত-পাকিস্তানের মধ্যকার সামরিক সংঘাতের সময় যুদ্ধবিরতি অর্জনে মধ্যস্থতা করেছে চীন—এমনটাই দাবি করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তবে চীনের মধ্যস্থতার এই দাবি প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লির সরকারি সূত্রগুলো। কিন্তু কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো আসেনি।
২ ঘণ্টা আগে
গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধের আবহের মধ্যেই ২০২৫ সালে ৬৯ হাজারেরও বেশি নাগরিক দেশ ছেড়েছেন। গতকাল বুধবার প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (সিবিএস) জানিয়েছে, এর ফলে টানা দ্বিতীয় বছরের মতো ইসরায়েলে অভিবাসনের ভারসাম্য ঋণাত্মক পর্যায়ে পৌঁছেছে।
৪ ঘণ্টা আগে