
উত্তর ভারতের অমৃতসরে একটি সামরিক বিমানে ১০৪ জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় বিমানবন্দরের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, আজ বুধবার যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসনবিরোধী নীতির অংশ হিসেবে এই প্রথম ভারতীয়দের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ফেরত আসা ভারতীয়রা বিভিন্ন সময়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, এসব অবৈধ অভিবাসী মূলত উত্তর ও পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা ও গুজরাট রাজ্য থেকে এসেছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, নয়াদিল্লি অবৈধ অভিবাসনের বিরোধী। যুক্তরাষ্ট্রসহ যেকোনো দেশে অবৈধভাবে বসবাসকারী ভারতীয় নাগরিকদের ফেরত নেওয়ার জন্য ভারত প্রস্তুত। কারণ, এই অবৈধ অভিবাসীরা বিভিন্ন ধরনের সংগঠিত অপরাধে জড়িত। তাই যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানোর সিদ্ধান্তে তাদের কোনো আপত্তি নেই।
আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওয়াশিংটন সফরের কথা আছে। এর মধ্যেই অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ঘটনা ঘটেছে। তাই ধারণা করা হচ্ছে, বিষয়টি মোদির সফরে প্রভাব ফেলতে পারে।
এর আগে টেলিফোন আলোচনায় মোদি ও ট্রাম্প অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। এই আলোচনায় ট্রাম্প ভারতকে আমেরিকার তৈরি নিরাপত্তা সরঞ্জাম কিনতে এবং দ্বিপক্ষীয় বাণিজ্যে ন্যায্যতা নিশ্চিত করার গুরুত্বের কথাও বলেন। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে তাঁদের নির্ধারিত বৈঠকে অভিবাসনের বিষয়টি আলোচনায় আসবে।
পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে প্রায় ৭ লাখ ২৫ হাজার ভারতীয় নাগরিক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তাই আরও অনেককে ফেরত পাঠানো হতে পারে।
যদিও মোদি ও ট্রাম্পের মধ্যে সুসম্পর্ক রয়েছে। তবে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর এই ঘটনা দুই দেশের মধ্যে অভিবাসন নীতির একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে।

উত্তর ভারতের অমৃতসরে একটি সামরিক বিমানে ১০৪ জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় বিমানবন্দরের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, আজ বুধবার যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসনবিরোধী নীতির অংশ হিসেবে এই প্রথম ভারতীয়দের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ফেরত আসা ভারতীয়রা বিভিন্ন সময়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, এসব অবৈধ অভিবাসী মূলত উত্তর ও পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা ও গুজরাট রাজ্য থেকে এসেছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, নয়াদিল্লি অবৈধ অভিবাসনের বিরোধী। যুক্তরাষ্ট্রসহ যেকোনো দেশে অবৈধভাবে বসবাসকারী ভারতীয় নাগরিকদের ফেরত নেওয়ার জন্য ভারত প্রস্তুত। কারণ, এই অবৈধ অভিবাসীরা বিভিন্ন ধরনের সংগঠিত অপরাধে জড়িত। তাই যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ ভারতীয় নাগরিকদের ফেরত পাঠানোর সিদ্ধান্তে তাদের কোনো আপত্তি নেই।
আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওয়াশিংটন সফরের কথা আছে। এর মধ্যেই অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ঘটনা ঘটেছে। তাই ধারণা করা হচ্ছে, বিষয়টি মোদির সফরে প্রভাব ফেলতে পারে।
এর আগে টেলিফোন আলোচনায় মোদি ও ট্রাম্প অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। এই আলোচনায় ট্রাম্প ভারতকে আমেরিকার তৈরি নিরাপত্তা সরঞ্জাম কিনতে এবং দ্বিপক্ষীয় বাণিজ্যে ন্যায্যতা নিশ্চিত করার গুরুত্বের কথাও বলেন। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে তাঁদের নির্ধারিত বৈঠকে অভিবাসনের বিষয়টি আলোচনায় আসবে।
পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে প্রায় ৭ লাখ ২৫ হাজার ভারতীয় নাগরিক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তাই আরও অনেককে ফেরত পাঠানো হতে পারে।
যদিও মোদি ও ট্রাম্পের মধ্যে সুসম্পর্ক রয়েছে। তবে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর এই ঘটনা দুই দেশের মধ্যে অভিবাসন নীতির একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে।

আফগানিস্তানে দীর্ঘ খরা শেষে ভারী বৃষ্টি আর তুষারপাত শুরু হয়েছে। এই বৃষ্টি কিছু স্বস্তি দিলেও সেই স্বস্তি দ্রুতই বিষাদে রূপ নিয়েছে। প্রবল বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় দেশটির বিভিন্ন প্রান্তে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও ১১ জন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
বিশ্বের অন্যতম ধনী শহর নিউইয়র্কের বুকে গতকাল বৃহস্পতিবার নতুন বছরের শুরুতে যখন জোহরান মামদানি মেয়র হিসেবে শপথ নেন, তখন দৃশ্যটা ছিল সম্পূর্ণ আলাদা। চারদিকে জনস্রোত, সাত ব্লকজুড়ে উৎসব, আর আকাশ কাঁপানো স্লোগান—‘ধনীদের ওপর কর আরোপ কর’—এভাবেই স্বাগত জানাল শহর তার নতুন নেতৃত্বকে।
২ ঘণ্টা আগে
ইরানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে অন্তত ছয়জন নিহত হয়েছেন। বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় এই প্রাণহানির ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
সুইজারল্যান্ডের একটি অভিজাত স্কি রিসোর্টে নতুন বছর উদ্যাপনের আনন্দ মুহূর্তেই ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রাঁস-মঁতানা স্কি রিসোর্টে নববর্ষের রাতে একটি জনাকীর্ণ বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...
১২ ঘণ্টা আগে