আজকের পত্রিকা ডেস্ক

সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা হটাতে দেশটির নতুন অন্তর্বর্তী সরকার করে বেশ কিছু শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে সন্ত্রাসবাদ দমনে সক্রিয় প্রচেষ্টা অন্যতম। সম্প্রতি মার্কিন সরকার সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের নতুন নীতি গ্রহণ করেছে। গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই মার্কিন নীতি অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বাধীন সিরিয়ার সরকারকে লক্ষ্য করে প্রণীত হয়েছে। এই নীতির আওতায় কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, শর্তগুলোর মধ্যে অন্যতম হলো সিরিয়ার ভূখণ্ডে ফিলিস্তিনি ‘সন্ত্রাসীদের’ আশ্রয় না দেওয়া। একই সঙ্গে তাদের বহিষ্কার করা।
ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত জানিয়েছে, এই শর্তগুলো পূরণ হলে সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা সীমিত পরিসরে শিথিল করা হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিরিয়াকে তাদের রাসায়নিক অস্ত্রের মজুত নিয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে সিরিয়ার কোনো সত্তাকে সরকার হিসেবে স্বীকৃতি দেয় না। তিনি আরও বলেন, সিরিয়ার অন্তর্বর্তী কর্তৃপক্ষের উচিত সন্ত্রাসবাদকে পুরোপুরি অস্বীকার করা এবং দমন করা।
এর আগে চলতি সপ্তাহে খবর আসে, যুক্তরাষ্ট্র সিরিয়ায় তাদের মোতায়েন করা সেনাসংখ্যা অর্ধেক করতে যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্র সম্প্রতি মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়েছে। তারা এই অঞ্চলে বি-২ বোমারু বিমান, যুদ্ধজাহাজ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে।
এর আগে, সাবেক ব্রিটিশ কূটনীতিক ক্রেইগ মারে দাবি করেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে গোপনে প্রতিশ্রুতি দিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। তিনি দাবি করেছেন, আগে আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত আল-শারা যুক্তরাজ্যকে এই প্রতিশ্রুতি দিয়েছেন।
ক্রেইগ মারে দাবি করেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ব্যক্তিগতভাবে যুক্তরাজ্যকে আশ্বাস দিয়েছেন যে, সিরিয়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে। ক্রেইগ মারে জানান, ২০২৬ সালের শেষ নাগাদ সিরিয়া আনুষ্ঠানিকভাবে দখলদার রাষ্ট্রটিকে স্বীকৃতি দেবে এবং রাষ্ট্রদূত বিনিময় করবে। মারে বলেন, ‘হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গোষ্ঠীর নেতা আবু মোহাম্মদ আল-জোলানির এই পদক্ষেপের লক্ষ্য হলো পশ্চিমা দেশগুলোর কাছ থেকে বড় অঙ্কের আর্থিক সহায়তা আনা এবং সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা।’

সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা হটাতে দেশটির নতুন অন্তর্বর্তী সরকার করে বেশ কিছু শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে সন্ত্রাসবাদ দমনে সক্রিয় প্রচেষ্টা অন্যতম। সম্প্রতি মার্কিন সরকার সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের নতুন নীতি গ্রহণ করেছে। গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই মার্কিন নীতি অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বাধীন সিরিয়ার সরকারকে লক্ষ্য করে প্রণীত হয়েছে। এই নীতির আওতায় কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, শর্তগুলোর মধ্যে অন্যতম হলো সিরিয়ার ভূখণ্ডে ফিলিস্তিনি ‘সন্ত্রাসীদের’ আশ্রয় না দেওয়া। একই সঙ্গে তাদের বহিষ্কার করা।
ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত জানিয়েছে, এই শর্তগুলো পূরণ হলে সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা সীমিত পরিসরে শিথিল করা হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিরিয়াকে তাদের রাসায়নিক অস্ত্রের মজুত নিয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে সিরিয়ার কোনো সত্তাকে সরকার হিসেবে স্বীকৃতি দেয় না। তিনি আরও বলেন, সিরিয়ার অন্তর্বর্তী কর্তৃপক্ষের উচিত সন্ত্রাসবাদকে পুরোপুরি অস্বীকার করা এবং দমন করা।
এর আগে চলতি সপ্তাহে খবর আসে, যুক্তরাষ্ট্র সিরিয়ায় তাদের মোতায়েন করা সেনাসংখ্যা অর্ধেক করতে যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্র সম্প্রতি মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বাড়িয়েছে। তারা এই অঞ্চলে বি-২ বোমারু বিমান, যুদ্ধজাহাজ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে।
এর আগে, সাবেক ব্রিটিশ কূটনীতিক ক্রেইগ মারে দাবি করেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে গোপনে প্রতিশ্রুতি দিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। তিনি দাবি করেছেন, আগে আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত আল-শারা যুক্তরাজ্যকে এই প্রতিশ্রুতি দিয়েছেন।
ক্রেইগ মারে দাবি করেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ব্যক্তিগতভাবে যুক্তরাজ্যকে আশ্বাস দিয়েছেন যে, সিরিয়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে। ক্রেইগ মারে জানান, ২০২৬ সালের শেষ নাগাদ সিরিয়া আনুষ্ঠানিকভাবে দখলদার রাষ্ট্রটিকে স্বীকৃতি দেবে এবং রাষ্ট্রদূত বিনিময় করবে। মারে বলেন, ‘হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গোষ্ঠীর নেতা আবু মোহাম্মদ আল-জোলানির এই পদক্ষেপের লক্ষ্য হলো পশ্চিমা দেশগুলোর কাছ থেকে বড় অঙ্কের আর্থিক সহায়তা আনা এবং সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা।’

ইরানে চলমান অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ
২৮ মিনিট আগে
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর নয়াদিল্লি নিবিড়ভাবে নজর রাখছে এবং কোনো ধরনের ‘ভুল-বোঝাবুঝি বা ভুল ব্যাখ্যা’ এড়াতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের সব চ্যানেল খোলা রাখা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভারতীয় সশস্ত্র বাহিনীর বার্ষিক সং
৪০ মিনিট আগে
তাঁর এই মন্তব্য শুধু সংবেদনশীল সময়ে বিজয়ের পাশে দাঁড়ানোই নয়, একই সঙ্গে জল্পনা আরও জোরদার করেছে যে—রাজ্যে ক্ষমতাসীন দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগামের (ডিএমকে) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেও কংগ্রেস হয়তো বিজয়ের দল তামিলগা ভেত্রি কড়গম বা টিভিকের সঙ্গে রাজনৈতিক সমঝোতার পথ খোলা রাখছে।
২ ঘণ্টা আগে
অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে অভিবাসনের বিরুদ্ধে কঠোর অভিযানের অংশ হিসেবে ২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে শিক্ষার্থী ভিসা রয়েছে প্রায় ৮ হাজারের বেশি। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে স্টেট ডিপার্টমেন্ট জানায়...
৫ ঘণ্টা আগে