
ব্রিটেনে অভিবাসন প্রত্যাশীদের আফ্রিকার দেশ রুয়ান্ডা পাঠিয়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছে দেশটির সরকার। গত বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন মানবপাচার, চোরাচালান নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং ইংলিশ চ্যানেলে অভিবাসন প্রত্যাশীদের ঢল ঠেকানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্স এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার একাধিক প্রতিবেদন থেকে এ বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া গেছে।
ব্রিটেনে আগত অবৈধ অভিবাসীদের রুয়ান্ডা পাঠানোর লক্ষ্যে এরই মধ্য দেশটির সঙ্গে ব্রিটেন সরকারে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুসারে ব্রিটেনে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসন প্রত্যাশীদের ওয়ান ওয়ে বিমান টিকিট দিয়ে রুয়ান্ডায় পাঠিয়ে দেওয়া হতে পারে।
সম্প্রতি প্রধানমন্ত্রী জনসন দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের শহর কেন্টে এক ভাষণে বলেছিলেন, ‘আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে—যুক্তরাজ্যে আশ্রয় পাওয়ার একমাত্র পথ হতে হবে নিরাপদ ও আইনসম্মত। যারা অভিবাসনের ক্ষেত্রে আমাদের ব্যবস্থার অপব্যবহার করবে তারা অবশ্যই এখন থেকে আমাদের দেশে প্রবেশের ক্ষেত্রে আর কোনো “স্বয়ংক্রিয় পথ” খুঁজে পাবে না বরং তাদের দ্রুত নিজ দেশ কিংবা মানবিকভাবে নিরাপদ তৃতীয় কোনো দেশে স্থানান্তর করা হবে।’
বরিস জনসন তাঁর ভাষণে জানিয়েছেন, গত ১ জানুয়ারি থেকে অবৈধভাবে ব্রিটেনে প্রবেশ করা যে কাউকে এখন থেকে রুয়ান্ডায় স্থানান্তরিত করা হতে পারে। জনসনের বিবেচনায় এই সিদ্ধান্ত মানব পাচারকারী চক্রের ব্যবসায়িক মডেলকে ব্যাহত করবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী তাঁর ভাষণে আরও বলেন, ‘আমরা যে চুক্তিটি করেছি সেটি বাস্তবায়নের জন্য প্রস্তুত। চুক্তির ফলে সামনের বছরগুলোতে রুয়ান্ডায় আমরা অন্তত ১০ হাজার লোকের পুনর্বাসন করতে পারব।’
২০১৬ সালের ব্রেক্সিট গণভোটের সময় অভিবাসন নীতি বড় ইস্যুতে পরিণত হয়। জনসন সেসময় বলেছিলেন, তিনি ব্রিটেনের সীমান্তে নিয়ন্ত্রণ ব্যবস্থা ফিরিয়ে আনবেন। তবে তাঁর এই সিদ্ধান্ত বিরোধী দল এবং মানবাধিকার সংস্থাগুলোর দিক থেকে কড়া সমালোচনার মুখোমুখি হয়।
ব্রিটেনের লেবার পার্টির ছায়া মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার এই পরিকল্পনার বিরোধিতা করে বলেছেন, ‘এটি ব্যয়বহুল, অকার্যকর এবং অনৈতিক।’ জাতিসংঘের শরণার্থী সংস্থাও (ইউএনএইচসিআর) এ সিদ্ধান্তের বিরোধিতা করেছে।
ইউএনএইচসিআরের সহকারী হাইকমিশনার জিলিয়ান ট্রিগস বলেছেন, ‘যুদ্ধ, সংঘাত এবং নিপীড়ন থেকে পালিয়ে আসা লোকদের সহানুভূতি প্রাপ্য। তাঁদের পণ্যের মতো লেনদেন করা উচিত নয় এবং প্রক্রিয়াকরণের জন্য অন্য দেশে স্থানান্তর করা অনুচিত, অমানবিক।’
এদিকে জনসন সরকার অবৈধ অভিবাসীদের স্থানান্তর করবে বলে চুক্তি করেছে যেই রুয়ান্ডার সঙ্গে, সেই দেশের মানবাধিকার রেকর্ড নিয়েও গত বছর উদ্বেগ প্রকাশ করেছিল খোদ ব্রিটিশ সরকার।
হিউম্যান রাইটস ওয়াচ বলছে, রুয়ান্ডা বেশ কিছু মৌলিক মানবাধিকারের প্রতি কোনো ধরনের দায়বদ্ধতা প্রদর্শন করে না, সম্মান করে না।
এ প্রসঙ্গে হিউম্যান রাইটস ওয়াচের মধ্য আফ্রিকার পরিচালক লুইস মুজ বলেন, ‘রুয়ান্ডায় উদ্বাস্তুরা নির্যাতিত হয়। রুয়ান্ডায় অবস্থানরত শরণার্থীদের কেউ পালানোর চেষ্টা করলে দেশের বাইরে থেকে অপহরণ করে আনার ঘটনাও আছে। বিনা বিচারে আটকে রাখা এবং দুর্ব্যবহার নিত্যদিনের ঘটনা।

ব্রিটেনে অভিবাসন প্রত্যাশীদের আফ্রিকার দেশ রুয়ান্ডা পাঠিয়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছে দেশটির সরকার। গত বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন মানবপাচার, চোরাচালান নেটওয়ার্ক ভেঙে দেওয়া এবং ইংলিশ চ্যানেলে অভিবাসন প্রত্যাশীদের ঢল ঠেকানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্স এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার একাধিক প্রতিবেদন থেকে এ বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া গেছে।
ব্রিটেনে আগত অবৈধ অভিবাসীদের রুয়ান্ডা পাঠানোর লক্ষ্যে এরই মধ্য দেশটির সঙ্গে ব্রিটেন সরকারে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুসারে ব্রিটেনে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসন প্রত্যাশীদের ওয়ান ওয়ে বিমান টিকিট দিয়ে রুয়ান্ডায় পাঠিয়ে দেওয়া হতে পারে।
সম্প্রতি প্রধানমন্ত্রী জনসন দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের শহর কেন্টে এক ভাষণে বলেছিলেন, ‘আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে—যুক্তরাজ্যে আশ্রয় পাওয়ার একমাত্র পথ হতে হবে নিরাপদ ও আইনসম্মত। যারা অভিবাসনের ক্ষেত্রে আমাদের ব্যবস্থার অপব্যবহার করবে তারা অবশ্যই এখন থেকে আমাদের দেশে প্রবেশের ক্ষেত্রে আর কোনো “স্বয়ংক্রিয় পথ” খুঁজে পাবে না বরং তাদের দ্রুত নিজ দেশ কিংবা মানবিকভাবে নিরাপদ তৃতীয় কোনো দেশে স্থানান্তর করা হবে।’
বরিস জনসন তাঁর ভাষণে জানিয়েছেন, গত ১ জানুয়ারি থেকে অবৈধভাবে ব্রিটেনে প্রবেশ করা যে কাউকে এখন থেকে রুয়ান্ডায় স্থানান্তরিত করা হতে পারে। জনসনের বিবেচনায় এই সিদ্ধান্ত মানব পাচারকারী চক্রের ব্যবসায়িক মডেলকে ব্যাহত করবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী তাঁর ভাষণে আরও বলেন, ‘আমরা যে চুক্তিটি করেছি সেটি বাস্তবায়নের জন্য প্রস্তুত। চুক্তির ফলে সামনের বছরগুলোতে রুয়ান্ডায় আমরা অন্তত ১০ হাজার লোকের পুনর্বাসন করতে পারব।’
২০১৬ সালের ব্রেক্সিট গণভোটের সময় অভিবাসন নীতি বড় ইস্যুতে পরিণত হয়। জনসন সেসময় বলেছিলেন, তিনি ব্রিটেনের সীমান্তে নিয়ন্ত্রণ ব্যবস্থা ফিরিয়ে আনবেন। তবে তাঁর এই সিদ্ধান্ত বিরোধী দল এবং মানবাধিকার সংস্থাগুলোর দিক থেকে কড়া সমালোচনার মুখোমুখি হয়।
ব্রিটেনের লেবার পার্টির ছায়া মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার এই পরিকল্পনার বিরোধিতা করে বলেছেন, ‘এটি ব্যয়বহুল, অকার্যকর এবং অনৈতিক।’ জাতিসংঘের শরণার্থী সংস্থাও (ইউএনএইচসিআর) এ সিদ্ধান্তের বিরোধিতা করেছে।
ইউএনএইচসিআরের সহকারী হাইকমিশনার জিলিয়ান ট্রিগস বলেছেন, ‘যুদ্ধ, সংঘাত এবং নিপীড়ন থেকে পালিয়ে আসা লোকদের সহানুভূতি প্রাপ্য। তাঁদের পণ্যের মতো লেনদেন করা উচিত নয় এবং প্রক্রিয়াকরণের জন্য অন্য দেশে স্থানান্তর করা অনুচিত, অমানবিক।’
এদিকে জনসন সরকার অবৈধ অভিবাসীদের স্থানান্তর করবে বলে চুক্তি করেছে যেই রুয়ান্ডার সঙ্গে, সেই দেশের মানবাধিকার রেকর্ড নিয়েও গত বছর উদ্বেগ প্রকাশ করেছিল খোদ ব্রিটিশ সরকার।
হিউম্যান রাইটস ওয়াচ বলছে, রুয়ান্ডা বেশ কিছু মৌলিক মানবাধিকারের প্রতি কোনো ধরনের দায়বদ্ধতা প্রদর্শন করে না, সম্মান করে না।
এ প্রসঙ্গে হিউম্যান রাইটস ওয়াচের মধ্য আফ্রিকার পরিচালক লুইস মুজ বলেন, ‘রুয়ান্ডায় উদ্বাস্তুরা নির্যাতিত হয়। রুয়ান্ডায় অবস্থানরত শরণার্থীদের কেউ পালানোর চেষ্টা করলে দেশের বাইরে থেকে অপহরণ করে আনার ঘটনাও আছে। বিনা বিচারে আটকে রাখা এবং দুর্ব্যবহার নিত্যদিনের ঘটনা।

কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের খবরে বলা হয়েছে, ইরানের জন্য পরিচালিত যুক্তরাষ্ট্রের ‘ভার্চুয়াল অ্যাম্বাসি’ ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, ‘এখনই ইরান ত্যাগ করুন।’ এতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার ওপর নির্ভর না করে ইরান ছাড়ার জন্য নিজস্ব পরিকল্পনা রাখুন।’
১ ঘণ্টা আগে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, তাঁর দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত। চাইলে, ওয়াশিংটন ‘যাচাই’ করে দেখতে পারে। তবে ইরান আলোচনার জন্য উন্মুক্ত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান বিক্ষোভ দমনের জবাবে সামরিক পদক্ষেপ নেওয়ার...
১ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কয়েকটি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে। সূত্র জানিয়েছে, বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
২ ঘণ্টা আগে
হাসান আলী প্রশ্ন করেন—কেন তাঁর বাবাকে দুই দেশের মধ্যে এভাবে ছোড়াছুড়ি করা হচ্ছে। তিনি বলেন, ‘আমার দেশ আমার বাবাকে বাংলাদেশি বলে ঘোষণা করেছে। কিন্তু বাংলাদেশ তাঁকে দুইবার ফেরত পাঠিয়েছে। তাহলে আমাদের দেশ কোনটা? আমাদের দেশ আছে কি?’
৪ ঘণ্টা আগে