Ajker Patrika

করোনার উৎস খোঁজার এটাই শেষ সুযোগ হতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

করোনার উৎস খোঁজার এটাই শেষ সুযোগ হতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

করোনার উৎস খুঁজতে নতুন একটি টাস্কফোর্স গঠন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল বুধবার এই টাস্কফোর্স গঠন হয়। নতুন টাস্কফোর্স গঠনের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, এটি হতে পারে করোনার উৎস খোঁজার শেষ সুযোগ। পাশাপাশি চীনকেও করোনার প্রথম দিকের তথ্য দিয়ে সাহায্য করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২৬ বিশেষজ্ঞকে মনোনয়ন দেওয়া হয়েছে দ্য অরিজিন অন নোভেল প্যাথোজেনস (সাগো) নামের টাস্কফোর্সটিতে।  বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ জরুরি বিশেষজ্ঞ মাইক রায়ান বলেন, নবগঠিত উপদেষ্টা গোষ্ঠীই সম্ভবত কোভিড-১৯ ভাইরাসের উৎপত্তিস্থল নির্ধারণের শেষ সুযোগ হতে পারে। 

দেড় বছরের বেশি সময় আগে চীনের উহান শহরে প্রথম করোনা শনাক্ত হয়। তবে কীভাবে এটি ছড়িয়েছে সেটি এখনো জানা যায়নি। 

ধারণা করা হয়, উহানের একটি বাজারে প্রাণী থেকে মানবদেহে ছড়িয়েছে এই ভাইরাস। আবার অনেক বিশেষজ্ঞই বলেছেন, উহানের ল্যাব থেকে দুর্ঘটনাবশত ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন টাস্কফোর্সও করোনার উৎস খুঁজতে এই দুটি দিক নিয়ে পর্যবেক্ষণ করবে। 

তবে ল্যাব থেকে করোনা ছড়ানোর বিষয়টি অস্বীকার করে চীন। গত ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি তদন্ত দল করোনার উৎস খুঁজে বের করতে চীন গিয়েছিল। ওই দলের পক্ষ থেকে বলা হয়, বাদুড় থেকেই এসেছে করোনা তবে কীভাবে এসেছে তা নিয়ে বিস্তারিত তাঁরা জানাতে পারেননি।

পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, চীনের স্বচ্ছতার অভাবে তদন্ত দলের কাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া কেন এত কঠিন

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত