আজকের পত্রিকা ডেস্ক

গাজায় ইসরায়েলি নৃশংসতায় আরও অন্তত ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপত্যকাজুড়ে নির্বিচারে বিমান হামলায় প্রাণ গেছে তাদের। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আলজাজিরা জানিয়েছে এ তথ্য।
জাবালিয়ায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে একই পরিবারের ১২ জন। ওই হামলায় আরেকটি পরিবারের ছয় সদস্য নিহত হয়েছে, যাদের মধ্যে চারটি শিশুও রয়েছে।
আজ শুক্রবারও ইসরায়েলি তাণ্ডবে আরও বড় হচ্ছে মৃত্যুর মিছিল। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, সবচেয়ে তীব্র হামলা হচ্ছে দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহে। হামাসের হাতে জিম্মিদের মুক্তি না দিলে হামলার মাত্রা আরও বাড়ানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির।
আলজাজিরার তথ্যমতে, আজও খান ইউনিসের আল-মাওয়াসিতে ইসরায়েলি বোমা হামলায় প্রাণ হারিয়েছে একই পরিবারের পাঁচ সদস্য। অথচ এই অঞ্চলকে ‘সেফ জোন’ বলে চিহ্নিত করে দিয়েছিল ইসরায়েল নিজেই। অবশ্য নিরাপদ ঘোষণা করে ইসরায়েলের আবার সেই অঞ্চলে হামলার নজির নতুন নয়। বরাবরই তারা ফিলিস্তিনিদের জাতিগত নির্মূলের অংশ হিসেবে এই কৌশল ব্যবহার করে আসছে।
গত ২৪ ঘণ্টায় গাজায় বেশ কয়েকটি বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। এখন পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা জানা যায়নি। আশঙ্কা করা হচ্ছে, বহু মানুষ হতাহত হয়েছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু।
তবে, চুপ করে নেই হামাসসহ ফিলিস্তিনের অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো। গতকাল বৃহস্পতিবার ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর হামলায় ইসরায়েলের ৭৯তম ব্যাটালিয়নের একজন ট্যাংক কমান্ডার নিহত হয়েছেন বলে জানা গেছে। আলজাজিরা জানিয়েছে এ তথ্য। আরও এক সেনাসদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় নজিরবিহীন হামলা চালায় হামাস। এর জেরে গাজায় সর্বাত্মক হামলা শুরু করে ইসরায়েল। বহু প্রচেষ্টার পর গত ১৯ জানুয়ারি গাজায় ৪২ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, গত ১ মার্চ যা আনুষ্ঠানিকভাবে শেষ হয়। এরপর দ্বিতীয় ধাপের বিরতি কার্যকরের কথা থাকলেও নানা গড়িমসিতে তা ভেস্তে দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ১৮ মার্চ আবার সর্বাত্মক হামলা শুরু করে নেতানিয়াহুর বাহিনী। নতুন করে শুরু হওয়া হামলায় এক মাসেই প্রাণহানি ছাড়িয়েছে ২ হাজার, আহত আরও অনেক।

গাজায় ইসরায়েলি নৃশংসতায় আরও অন্তত ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপত্যকাজুড়ে নির্বিচারে বিমান হামলায় প্রাণ গেছে তাদের। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আলজাজিরা জানিয়েছে এ তথ্য।
জাবালিয়ায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে একই পরিবারের ১২ জন। ওই হামলায় আরেকটি পরিবারের ছয় সদস্য নিহত হয়েছে, যাদের মধ্যে চারটি শিশুও রয়েছে।
আজ শুক্রবারও ইসরায়েলি তাণ্ডবে আরও বড় হচ্ছে মৃত্যুর মিছিল। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, সবচেয়ে তীব্র হামলা হচ্ছে দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহে। হামাসের হাতে জিম্মিদের মুক্তি না দিলে হামলার মাত্রা আরও বাড়ানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির।
আলজাজিরার তথ্যমতে, আজও খান ইউনিসের আল-মাওয়াসিতে ইসরায়েলি বোমা হামলায় প্রাণ হারিয়েছে একই পরিবারের পাঁচ সদস্য। অথচ এই অঞ্চলকে ‘সেফ জোন’ বলে চিহ্নিত করে দিয়েছিল ইসরায়েল নিজেই। অবশ্য নিরাপদ ঘোষণা করে ইসরায়েলের আবার সেই অঞ্চলে হামলার নজির নতুন নয়। বরাবরই তারা ফিলিস্তিনিদের জাতিগত নির্মূলের অংশ হিসেবে এই কৌশল ব্যবহার করে আসছে।
গত ২৪ ঘণ্টায় গাজায় বেশ কয়েকটি বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। এখন পর্যন্ত হতাহতের প্রকৃত সংখ্যা জানা যায়নি। আশঙ্কা করা হচ্ছে, বহু মানুষ হতাহত হয়েছে, যাদের বেশির ভাগই নারী ও শিশু।
তবে, চুপ করে নেই হামাসসহ ফিলিস্তিনের অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলো। গতকাল বৃহস্পতিবার ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর হামলায় ইসরায়েলের ৭৯তম ব্যাটালিয়নের একজন ট্যাংক কমান্ডার নিহত হয়েছেন বলে জানা গেছে। আলজাজিরা জানিয়েছে এ তথ্য। আরও এক সেনাসদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় নজিরবিহীন হামলা চালায় হামাস। এর জেরে গাজায় সর্বাত্মক হামলা শুরু করে ইসরায়েল। বহু প্রচেষ্টার পর গত ১৯ জানুয়ারি গাজায় ৪২ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, গত ১ মার্চ যা আনুষ্ঠানিকভাবে শেষ হয়। এরপর দ্বিতীয় ধাপের বিরতি কার্যকরের কথা থাকলেও নানা গড়িমসিতে তা ভেস্তে দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ১৮ মার্চ আবার সর্বাত্মক হামলা শুরু করে নেতানিয়াহুর বাহিনী। নতুন করে শুরু হওয়া হামলায় এক মাসেই প্রাণহানি ছাড়িয়েছে ২ হাজার, আহত আরও অনেক।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে এক ছাত্রীকে খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। নিহত ওই শিক্ষার্থীর নাম রুবিনা আমিনিয়ান। বয়স ২৩ বছর। তিনি তেহরানের শারিয়াতি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করছিলেন।
৪৩ মিনিট আগে
সার্জিও গোর ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সারা বিশ্ব ভ্রমণ করেছি এবং আমি হলফ করে বলতে পারি যে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বন্ধুত্ব অত্যন্ত গভীর ও অকৃত্রিম। আমাদের দুই দেশ শুধু অভিন্ন স্বার্থেই নয়, বরং সর্বোচ্চ পর্যায়ের এক দৃঢ় সম্পর্কের...
১ ঘণ্টা আগে
যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
৩ ঘণ্টা আগে
দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
৪ ঘণ্টা আগে