বিবিসি

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের ‘অপারেশন সিন্দুর’ নামের হামলার প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, ‘এটা লজ্জাজনক’।
ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা মাত্র খবরটি শুনলাম, ঠিক ওভাল অফিসে ঢোকার সময়।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি শুধু চাই এটা খুব তাড়াতাড়ি শেষ হোক।’ তার এই মন্তব্যে স্পষ্ট হয়েছে যে, দক্ষিণ এশিয়ার এই দ্বন্দ্ব মার্কিন নেতৃত্বের নজর এড়াচ্ছে না এবং পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র।
এ ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে এই সামরিক উত্তেজনা এক নতুন মোড় নিয়েছে, যা গোটা দক্ষিণ এশিয়া অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এর আগে ভারত সরকার দাবি করেছে, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পাকিস্তানি জঙ্গিদের হাতে ২৬ জন নিরীহ পর্যটক নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে তারা পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ৯টি সুনির্দিষ্ট জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে।
তবে ভারতের ভাষ্য অনুযায়ী, হামলাগুলো ছিল ‘সুনির্দিষ্ট’, ‘মাপা’ এবং ‘উসকানিমূলক নয়’। কোনো সামরিক স্থাপনায় আঘাত হানা হয়নি বলেও তারা জানিয়েছে।
অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, ভারতের হামলায় কোটলি, বাহাওয়ালপুর, মুরিদকে, বাঘ ও মুজাফফরাবাদে বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, হামলায় দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছে এবং ১২ জন আহত হয়েছে। তিনি আরও দাবি করেন, একটি পরিবার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।
হামলার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তান দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।
কাশ্মীর সীমান্তে গোলাবিনিময় চলছে এবং স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ ও যুদ্ধবিমান চলাচলের কারণে আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন।
বিশ্লেষকেরা বলছেন, ভারত-পাকিস্তান উত্তেজনার এই নতুন অধ্যায় শুধু অঞ্চল নয়, আন্তর্জাতিক নিরাপত্তার জন্যও হুমকি তৈরি করতে পারে। তাই বিশ্বনেতাদের কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করার সময় এখনই।
আরও খবর পড়ুন:

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের ‘অপারেশন সিন্দুর’ নামের হামলার প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, ‘এটা লজ্জাজনক’।
ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা মাত্র খবরটি শুনলাম, ঠিক ওভাল অফিসে ঢোকার সময়।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি শুধু চাই এটা খুব তাড়াতাড়ি শেষ হোক।’ তার এই মন্তব্যে স্পষ্ট হয়েছে যে, দক্ষিণ এশিয়ার এই দ্বন্দ্ব মার্কিন নেতৃত্বের নজর এড়াচ্ছে না এবং পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র।
এ ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে এই সামরিক উত্তেজনা এক নতুন মোড় নিয়েছে, যা গোটা দক্ষিণ এশিয়া অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এর আগে ভারত সরকার দাবি করেছে, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পাকিস্তানি জঙ্গিদের হাতে ২৬ জন নিরীহ পর্যটক নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে তারা পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ৯টি সুনির্দিষ্ট জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে।
তবে ভারতের ভাষ্য অনুযায়ী, হামলাগুলো ছিল ‘সুনির্দিষ্ট’, ‘মাপা’ এবং ‘উসকানিমূলক নয়’। কোনো সামরিক স্থাপনায় আঘাত হানা হয়নি বলেও তারা জানিয়েছে।
অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, ভারতের হামলায় কোটলি, বাহাওয়ালপুর, মুরিদকে, বাঘ ও মুজাফফরাবাদে বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, হামলায় দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছে এবং ১২ জন আহত হয়েছে। তিনি আরও দাবি করেন, একটি পরিবার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।
হামলার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তান দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।
কাশ্মীর সীমান্তে গোলাবিনিময় চলছে এবং স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ ও যুদ্ধবিমান চলাচলের কারণে আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন।
বিশ্লেষকেরা বলছেন, ভারত-পাকিস্তান উত্তেজনার এই নতুন অধ্যায় শুধু অঞ্চল নয়, আন্তর্জাতিক নিরাপত্তার জন্যও হুমকি তৈরি করতে পারে। তাই বিশ্বনেতাদের কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করার সময় এখনই।
আরও খবর পড়ুন:

ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
১৪ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৪২ মিনিট আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সরকার বিক্ষোভকারীদের কথা ‘শুনতে প্রস্তুত।’ তবে একই সঙ্গে তিনি জনগণকে সতর্ক করে দিয়েছেন যেন ‘দাঙ্গাকারী’ এবং ‘সন্ত্রাসী উপাদানগুলো’ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। খবর আল–জাজিরার।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপসহ ‘কঠোর পদক্ষেপের’ কথা বিবেচনা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে