
ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি এবং লস অ্যাঞ্জেলস পুনরায় স্কুল চালুর পরিকল্পনা ঘোষণা করেছে। করোনা সংক্রমণ কমে আসা ও টিকা প্রয়োগ বেড়ে যাওয়ায় সোমবার এ সিদ্ধান্ত জানায় দেশটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ক্লাসে শিক্ষার্থীদের বসার ক্ষেত্রে তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে। আর স্কুল চালু হলেও কোন শিক্ষক বা শিক্ষার্থী চাইলে ঘরে বসেও ক্লাসে অংশ নেওয়ার সুযোগ পাবে।
এ বিষয়ে নিউ ইয়র্কের সিটি মেয়র বিল ডি ব্লেসিও এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, 'সিটির ১১ লাখ শিক্ষার্থী অনলাইনে ক্লাস করছে। এখন সময় এসেছে সকলের ফিরে আসার, সময় এসেছে আমাদের সকলের এক সাথে থাকার, কাজ করার।'
লস অ্যাঞ্জেলসের জেলা সুপার অস্টিন বিটনার রয়টার্সকে বলেন, 'প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে (৬ লাখের বেশি) পুরো সময়ের ক্লাসে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আমরা প্রত্যাশা করি যে, প্রতিদিন বেশিরভাগ শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারী স্কুলে উপস্থিত থাকবেন। তবে কিছু শিক্ষকের ঘরে বসে থাকার বিকল্প ব্যবস্থাও থাকবে।'
তবে বাড়তি স্বাস্থ্য ও সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত না করে স্কুল পুনরায় চালুর বিরোধিতা করছে লস অ্যাঞ্জেলসের বেশিরভাগ শিক্ষকের প্রতিনিধিত্বকারী সংগঠন 'ইউনাইটেড টিচার্স লস অ্যাঞ্জেলস'।
যুক্তরাষ্ট্রের রোগব্যাধি নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী— রোববারের (২৩ মে) আগের এক সপ্তাহে প্রতিদিন গড়ে ২২ হাজার ৮৭৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা দেশটিতে একদিনে সর্বোচ্চ শনাক্ত ২ লাখ ৫০ হাজারের প্রায় ১২ ভাগের একভাগ। যা সংক্রমণ কমে যাওয়ার স্পষ্ট নির্দেশনা দেয়।
রোববারের আগের সপ্তাহে গড়ে ১৭ লাখ লোক টিকা গ্রহণ করেছেন। এপ্রিলে এ সংখ্যা দিনে সর্বোচ্চ ৩৩ লাখ পর্যন্ত পৌঁছেছে। এরই মধ্যে দেশটির অন্তত ৫০ শতাংশ নাগরিক করোনা প্রতিরোধক টিকার অন্তত একটি ডোজ গ্রহণ করেছেন। এই মাসে ১২ বছরের কম বয়সী শিশুদের জন্যও ফাইজার ইনকের করোনা প্রতিরোধক টিকা অনুমোদন করা হচ্ছে বলে জানিয়েছে মডার্না ইনক।
প্রসঙ্গত, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৩ কোটি ৩৯ লাখ ২২ হাজার লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬ লাখ ৪ হাজার ৪১৬ জনের মৃত্যু হয়েছে।

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি এবং লস অ্যাঞ্জেলস পুনরায় স্কুল চালুর পরিকল্পনা ঘোষণা করেছে। করোনা সংক্রমণ কমে আসা ও টিকা প্রয়োগ বেড়ে যাওয়ায় সোমবার এ সিদ্ধান্ত জানায় দেশটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ক্লাসে শিক্ষার্থীদের বসার ক্ষেত্রে তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে। আর স্কুল চালু হলেও কোন শিক্ষক বা শিক্ষার্থী চাইলে ঘরে বসেও ক্লাসে অংশ নেওয়ার সুযোগ পাবে।
এ বিষয়ে নিউ ইয়র্কের সিটি মেয়র বিল ডি ব্লেসিও এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, 'সিটির ১১ লাখ শিক্ষার্থী অনলাইনে ক্লাস করছে। এখন সময় এসেছে সকলের ফিরে আসার, সময় এসেছে আমাদের সকলের এক সাথে থাকার, কাজ করার।'
লস অ্যাঞ্জেলসের জেলা সুপার অস্টিন বিটনার রয়টার্সকে বলেন, 'প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে (৬ লাখের বেশি) পুরো সময়ের ক্লাসে প্রবেশের অনুমতি দেওয়া হবে। আমরা প্রত্যাশা করি যে, প্রতিদিন বেশিরভাগ শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারী স্কুলে উপস্থিত থাকবেন। তবে কিছু শিক্ষকের ঘরে বসে থাকার বিকল্প ব্যবস্থাও থাকবে।'
তবে বাড়তি স্বাস্থ্য ও সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত না করে স্কুল পুনরায় চালুর বিরোধিতা করছে লস অ্যাঞ্জেলসের বেশিরভাগ শিক্ষকের প্রতিনিধিত্বকারী সংগঠন 'ইউনাইটেড টিচার্স লস অ্যাঞ্জেলস'।
যুক্তরাষ্ট্রের রোগব্যাধি নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী— রোববারের (২৩ মে) আগের এক সপ্তাহে প্রতিদিন গড়ে ২২ হাজার ৮৭৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা দেশটিতে একদিনে সর্বোচ্চ শনাক্ত ২ লাখ ৫০ হাজারের প্রায় ১২ ভাগের একভাগ। যা সংক্রমণ কমে যাওয়ার স্পষ্ট নির্দেশনা দেয়।
রোববারের আগের সপ্তাহে গড়ে ১৭ লাখ লোক টিকা গ্রহণ করেছেন। এপ্রিলে এ সংখ্যা দিনে সর্বোচ্চ ৩৩ লাখ পর্যন্ত পৌঁছেছে। এরই মধ্যে দেশটির অন্তত ৫০ শতাংশ নাগরিক করোনা প্রতিরোধক টিকার অন্তত একটি ডোজ গ্রহণ করেছেন। এই মাসে ১২ বছরের কম বয়সী শিশুদের জন্যও ফাইজার ইনকের করোনা প্রতিরোধক টিকা অনুমোদন করা হচ্ছে বলে জানিয়েছে মডার্না ইনক।
প্রসঙ্গত, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৩ কোটি ৩৯ লাখ ২২ হাজার লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬ লাখ ৪ হাজার ৪১৬ জনের মৃত্যু হয়েছে।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে নিহতদের মরদেহ ফেরত দিতে পরিবারের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ দাবি করছে কর্তৃপক্ষ। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
৩১ মিনিট আগে
ইরানের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, এই কর্মকর্তারাই দেশটিতে চলমান বিক্ষোভ দমনের মূল পরিকল্পনাকারী। একই সঙ্গে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের শীর্ষ নেতারা বিদেশি ব্যাংকে যে অর্থ পাঠাচ্ছেন, তা–ও তারা নজরদারিতে রেখেছে।
১ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো হোয়াইট হাউসে বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে ট্রাম্প কী ভূমিকা নেবেন, সে বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবেই মাচাদোর...
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য একটি বোর্ড অব পিস বা শান্তি পরিষদ গঠনের ঘোষণা দিয়েছেন। এটি ইসরায়েলের হাতে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ। তুরস্কের সংবাদ সংস্থা টিআরটি গ্লোবালের প্রতিবেদন থেকে এ
৪ ঘণ্টা আগে