
জাপানে থাকা বিড়ালগুলোকে ভাগ্যবান বলে মনে করা হয়। কারণ, দেশটিতে পোষা প্রাণী হিসেবে এই প্রাণীটি বেশ জনপ্রিয়। মালিকেরা অনেক আদর-যত্নের পাশাপাশি তাদের পেছনে অনেক খরচও করেন। এবার তাদের দুঃখ বোঝারও উপায় খুঁজতে শুরু করেছে জাপান।
টোকিওর একটি প্রযুক্তি ফার্ম এবং একটি বিশ্ববিদ্যালয় হাজার হাজার বিড়ালের ছবিতে অভ্যস্ত একটি অ্যাপ তৈরির জন্য এক হয়েছে। আপনার বিড়াল ব্যথা অনুভব করলে অ্যাপটি তা জানিয়ে দিতে সক্ষম।
অ্যাপটির ডেভেলপার কোম্পানি কেয়ারলজির প্রধান গো সাকিওকা বলেছেন, গত মাসে ‘ক্যাট পেইন ডিটেক্টর’ অ্যাপটি আত্মপ্রকাশ করার পর প্রায় ৪৩ হাজার মানুষ এটি ব্যবহার করেছেন। এসব ব্যবহারকারীর বেশির ভাগই জাপানের। তবে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার অসংখ্য মানুষও এই অ্যাপটি ব্যবহার করেছেন।
অ্যাপ তৈরির প্রথম ধাপে ইউনিভার্সিটি অব নিহনের অন্তর্ভুক্ত কলেজ অব বায়োরিসোর্স সায়েন্সেসের সঙ্গে ছয় হাজার বিড়ালের ছবি সংগ্রহ করার জন্য যৌথভাবে কাজ করেছে কেয়ারলজি। এসব ছবির মাধ্যমে গবেষকেরা বিড়ালের কান, নাক, কাঁপুনি এবং চোখের পাতার অবস্থানগুলো যত্নের সঙ্গে অধ্যয়ন করেন।
পরে তারা সুস্থ বিড়াল এবং অসুস্থতার কারণে ব্যথায় ভুগছে এমন বিড়ালের মধ্যে পার্থক্য পরিমাপ করার জন্য মন্ট্রিল বিশ্ববিদ্যালয় দ্বারা ডিজাইন করা একটি স্কোরিং সিস্টেম ব্যবহার করে।
এরপর অ্যাপ ডেভেলপাররা একটি এআই শনাক্তকরণ সিস্টেমে তথ্যগুলোকে জড়ো করেন। এর সঙ্গে ব্যবহারকারীদের আপলোড করা প্রায় ছয় লাখ ছবি অ্যাপটির দক্ষতাকে আরও বাড়িয়ে তুলছে।
এখন অ্যাপটির সঠিক তথ্য দেওয়ার ক্ষমতা ৯০ শতাংশেরও বেশি বলে দাবি করেছেন সাকিওকা।
জাপান পেট ফুড অ্যাসোসিয়েশনের মতে, ৬০ শতাংশ মালিক তাঁদের বিড়ালকে বছরে একবার পশুচিকিৎসকের কাছে নিয়ে যান। সাকিওকা বলেন, ‘বিড়ালকে পশু হাসপাতালে নিয়ে যেতে হবে কি না মালিককে তা আরও সহজে বুঝতে আমরা সাহায্য করছি।’
জাপানে ইতিমধ্যে কিছু পশুচিকিৎসকও ‘ক্যাট পেইন ডিটেক্টর’ ব্যবহার করতে শুরু করেছে।

জাপানে থাকা বিড়ালগুলোকে ভাগ্যবান বলে মনে করা হয়। কারণ, দেশটিতে পোষা প্রাণী হিসেবে এই প্রাণীটি বেশ জনপ্রিয়। মালিকেরা অনেক আদর-যত্নের পাশাপাশি তাদের পেছনে অনেক খরচও করেন। এবার তাদের দুঃখ বোঝারও উপায় খুঁজতে শুরু করেছে জাপান।
টোকিওর একটি প্রযুক্তি ফার্ম এবং একটি বিশ্ববিদ্যালয় হাজার হাজার বিড়ালের ছবিতে অভ্যস্ত একটি অ্যাপ তৈরির জন্য এক হয়েছে। আপনার বিড়াল ব্যথা অনুভব করলে অ্যাপটি তা জানিয়ে দিতে সক্ষম।
অ্যাপটির ডেভেলপার কোম্পানি কেয়ারলজির প্রধান গো সাকিওকা বলেছেন, গত মাসে ‘ক্যাট পেইন ডিটেক্টর’ অ্যাপটি আত্মপ্রকাশ করার পর প্রায় ৪৩ হাজার মানুষ এটি ব্যবহার করেছেন। এসব ব্যবহারকারীর বেশির ভাগই জাপানের। তবে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার অসংখ্য মানুষও এই অ্যাপটি ব্যবহার করেছেন।
অ্যাপ তৈরির প্রথম ধাপে ইউনিভার্সিটি অব নিহনের অন্তর্ভুক্ত কলেজ অব বায়োরিসোর্স সায়েন্সেসের সঙ্গে ছয় হাজার বিড়ালের ছবি সংগ্রহ করার জন্য যৌথভাবে কাজ করেছে কেয়ারলজি। এসব ছবির মাধ্যমে গবেষকেরা বিড়ালের কান, নাক, কাঁপুনি এবং চোখের পাতার অবস্থানগুলো যত্নের সঙ্গে অধ্যয়ন করেন।
পরে তারা সুস্থ বিড়াল এবং অসুস্থতার কারণে ব্যথায় ভুগছে এমন বিড়ালের মধ্যে পার্থক্য পরিমাপ করার জন্য মন্ট্রিল বিশ্ববিদ্যালয় দ্বারা ডিজাইন করা একটি স্কোরিং সিস্টেম ব্যবহার করে।
এরপর অ্যাপ ডেভেলপাররা একটি এআই শনাক্তকরণ সিস্টেমে তথ্যগুলোকে জড়ো করেন। এর সঙ্গে ব্যবহারকারীদের আপলোড করা প্রায় ছয় লাখ ছবি অ্যাপটির দক্ষতাকে আরও বাড়িয়ে তুলছে।
এখন অ্যাপটির সঠিক তথ্য দেওয়ার ক্ষমতা ৯০ শতাংশেরও বেশি বলে দাবি করেছেন সাকিওকা।
জাপান পেট ফুড অ্যাসোসিয়েশনের মতে, ৬০ শতাংশ মালিক তাঁদের বিড়ালকে বছরে একবার পশুচিকিৎসকের কাছে নিয়ে যান। সাকিওকা বলেন, ‘বিড়ালকে পশু হাসপাতালে নিয়ে যেতে হবে কি না মালিককে তা আরও সহজে বুঝতে আমরা সাহায্য করছি।’
জাপানে ইতিমধ্যে কিছু পশুচিকিৎসকও ‘ক্যাট পেইন ডিটেক্টর’ ব্যবহার করতে শুরু করেছে।

যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
২৫ মিনিট আগে
দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
১ ঘণ্টা আগে
চীনা কিছু অনলাইন ব্যবহারকারী তাইওয়ানের নেতাদের ভেনেজুয়েলা ধাঁচের বজ্রগতির অভিযান চালিয়ে ধরে আনার আহ্বান জানিয়েছেন। তবে বিশ্লেষক, গবেষক ও নিরাপত্তা কর্মকর্তারা বলছেন—চীনের আধুনিকায়ন পথে সেনাবাহিনী এখনো সে পর্যায়ে প্রস্তুত নয়। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে ডেনমার্কের হাতে আছে মাত্র ‘দুটি কুকুরের স্লেজ।’ ইউরোপীয় ন্যাটো সদস্য দেশটির কাছ থেকে দ্বীপটির সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার আলোচনার মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। খবর মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের।
২ ঘণ্টা আগে