
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধে এ পর্যন্ত ৪৮ লাখ ইউক্রেনীয় শিশু উদ্বাস্তু হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের একজন কর্মকর্তা। গতকাল এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের জরুরি কর্মসূচি পরিচালক ম্যানুয়েল ফন্টেইন এ তথ্য জানিয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা এএফপি।
ম্যানুয়েল ফন্টেইন বলেন, ‘ইউক্রেনের ৭৫ লাখ শিশুর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশই বাস্তুচ্যুত হয়েছে। এদের মধ্যে ২৮ লাখ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে এবং ২০ লাখ শরণার্থী হয়ে বিভিন্ন দেশে চলে গেছে। সব মিলিয়ে বর্তমানে ৪৮ লাখ ইউক্রেনীয় শিশু উদ্বাস্তু জীবন কাটাচ্ছে।’
শিশুরা দুর্ভিক্ষের শিকার হচ্ছে বলেও জানান ম্যানুয়েল ফন্টেইন। তিনি বলেন, ‘ঘরবাড়ি হারানো উদ্বাস্তু শিশুরা প্রয়োজনীয় খাবারটুকু পর্যন্ত পাচ্ছে না।’ তবে এখনো আনুমানিক ৩২ লাখ শিশু নিজেদের বাড়িতে রয়েছে বলেও জানান তিনি।
এ ছাড়া ইউক্রেনের নারীদের ওপরেও ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটছে বলে জানিয়েছেন জাতিসংঘের নারী সংস্থার পরিচালক সিমা বাহাউস। গতকাল সোমবার নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি বলেন, ‘ইউক্রেনে নারী ও শিশুদের কোনো সুরক্ষা নেই। ইতিমধ্যে লাখ লাখ শিশু উদ্বাস্তু হয়েছে। সেখানে অব্যাহতভাবে ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনা ঘটছে বলে আমরা শুনছি। এই যুদ্ধ এখনই বন্ধ করতে হবে এবং ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে এই অভিযোগগুলো স্বাধীনভাবে তদন্ত করতে হবে।’
সিমা বাহাউস সম্প্রতি ইউক্রেনের যুদ্ধাবস্থা পরিদর্শন শেষে ফিরে এসে বলেন, ‘সেখানে রুশ সেনাবাহিনী গিজগিজ করছে। বেসামরিক মানুষদের ওপর ব্যাপক নৃশংসতা চালানো হচ্ছে। সবচেয়ে নাজুক অবস্থায় আছে নারী ও শিশুরা।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এসব অভিযোগের তদন্ত করবে কি না, তা এখনো স্পষ্ট নয়। কারণ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ রাশিয়া।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধে এ পর্যন্ত ৪৮ লাখ ইউক্রেনীয় শিশু উদ্বাস্তু হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের একজন কর্মকর্তা। গতকাল এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের জরুরি কর্মসূচি পরিচালক ম্যানুয়েল ফন্টেইন এ তথ্য জানিয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা এএফপি।
ম্যানুয়েল ফন্টেইন বলেন, ‘ইউক্রেনের ৭৫ লাখ শিশুর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশই বাস্তুচ্যুত হয়েছে। এদের মধ্যে ২৮ লাখ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে এবং ২০ লাখ শরণার্থী হয়ে বিভিন্ন দেশে চলে গেছে। সব মিলিয়ে বর্তমানে ৪৮ লাখ ইউক্রেনীয় শিশু উদ্বাস্তু জীবন কাটাচ্ছে।’
শিশুরা দুর্ভিক্ষের শিকার হচ্ছে বলেও জানান ম্যানুয়েল ফন্টেইন। তিনি বলেন, ‘ঘরবাড়ি হারানো উদ্বাস্তু শিশুরা প্রয়োজনীয় খাবারটুকু পর্যন্ত পাচ্ছে না।’ তবে এখনো আনুমানিক ৩২ লাখ শিশু নিজেদের বাড়িতে রয়েছে বলেও জানান তিনি।
এ ছাড়া ইউক্রেনের নারীদের ওপরেও ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটছে বলে জানিয়েছেন জাতিসংঘের নারী সংস্থার পরিচালক সিমা বাহাউস। গতকাল সোমবার নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি বলেন, ‘ইউক্রেনে নারী ও শিশুদের কোনো সুরক্ষা নেই। ইতিমধ্যে লাখ লাখ শিশু উদ্বাস্তু হয়েছে। সেখানে অব্যাহতভাবে ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনা ঘটছে বলে আমরা শুনছি। এই যুদ্ধ এখনই বন্ধ করতে হবে এবং ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে এই অভিযোগগুলো স্বাধীনভাবে তদন্ত করতে হবে।’
সিমা বাহাউস সম্প্রতি ইউক্রেনের যুদ্ধাবস্থা পরিদর্শন শেষে ফিরে এসে বলেন, ‘সেখানে রুশ সেনাবাহিনী গিজগিজ করছে। বেসামরিক মানুষদের ওপর ব্যাপক নৃশংসতা চালানো হচ্ছে। সবচেয়ে নাজুক অবস্থায় আছে নারী ও শিশুরা।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এসব অভিযোগের তদন্ত করবে কি না, তা এখনো স্পষ্ট নয়। কারণ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ রাশিয়া।

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
১ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
১ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
৪ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
৪ ঘণ্টা আগে