আজকের পত্রিকা ডেস্ক

কঠোর নিরাপত্তা বেষ্টিত জম্মু বিমানবন্দর এলাকায় পাকিস্তান লোটারিং যুদ্ধাস্ত্র (আত্মঘাতী ড্রোন) ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ভারত। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের বলা হয়েছে, ভারতীয় আকাশ প্রতিরক্ষা বাহিনী পাকিস্তানের হামলার জবাব দিয়েছে। এখন পর্যন্ত আটটি ড্রোন ও একটি এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারতের আকাশ প্রতিরক্ষা বাহিনী।
এই হামলার পর জম্মুসহ রাজস্থান ও পাঞ্জাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ব্ল্যাকআউট জারি করা হয়েছে এসব এলাকায়। এদিকে, ধর্মশালায় বাতিল করা হয়েছে আইপিএল ম্যাচ। মাঠের আলো নিভিয়ে দেওয়া হয়েছে, মাঠ ছাড়তে বলা হয়েছে দর্শকদের।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় থেকে জম্মু বিমানবন্দর ও অন্যান্য স্থানে বিস্ফোরণের মতো বিকট শব্দ শোনা যায়। প্রত্যক্ষ্যদর্শীরা বলেছেন, হামাস যেভাবে ইসরায়েলে হামলা চালিয়েছিল, ঠিক সেভাবে হামলা চালাচ্ছে পাকিস্তান।
হামলার পরপরই শহর জুড়ে সাইরেন বাজতে শুরু করে এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। কিশতোয়ার, আখনূর এবং সাম্বা জেলাতেও ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে।
ভারতের প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা বলছেন, পাকিস্তানি হামলা শনাক্ত করার পর তাৎক্ষণিকভাবে পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে। আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত নিজস্ব সিস্টেম এস-৪০০ এর সাহায্যে পাকিস্তানের লোটারিং যুদ্ধাস্ত্র, ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তারা দাবি করেন, ভারতীয় অ্যান্টি-ড্রোন সিস্টেম ব্যবহার করে বেশ কয়েকটি পাকিস্তানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এরমধ্যে একটি এফ ১৬ যুদ্ধবিমান ও একটি জেএফ ১৭ যুদ্ধবিমানও ভূপাতিত দকরা হয়েছে বলে দাবি করেছেন প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা। প্রত্যক্ষদর্শীরাও জানান, বিমানবন্দরের বাইরে একটি ড্রোন পড়তে দেখেছেন।
দুই সপ্তাহ আগে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। এর পরিপ্রেক্ষিতেই ৬-৭ মে (মঙ্গল-বুধবার) পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি স্থানে সন্ত্রাসীদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এরপর থেকেই প্রতিবেশী দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে।

কঠোর নিরাপত্তা বেষ্টিত জম্মু বিমানবন্দর এলাকায় পাকিস্তান লোটারিং যুদ্ধাস্ত্র (আত্মঘাতী ড্রোন) ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ভারত। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের বলা হয়েছে, ভারতীয় আকাশ প্রতিরক্ষা বাহিনী পাকিস্তানের হামলার জবাব দিয়েছে। এখন পর্যন্ত আটটি ড্রোন ও একটি এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারতের আকাশ প্রতিরক্ষা বাহিনী।
এই হামলার পর জম্মুসহ রাজস্থান ও পাঞ্জাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ব্ল্যাকআউট জারি করা হয়েছে এসব এলাকায়। এদিকে, ধর্মশালায় বাতিল করা হয়েছে আইপিএল ম্যাচ। মাঠের আলো নিভিয়ে দেওয়া হয়েছে, মাঠ ছাড়তে বলা হয়েছে দর্শকদের।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় থেকে জম্মু বিমানবন্দর ও অন্যান্য স্থানে বিস্ফোরণের মতো বিকট শব্দ শোনা যায়। প্রত্যক্ষ্যদর্শীরা বলেছেন, হামাস যেভাবে ইসরায়েলে হামলা চালিয়েছিল, ঠিক সেভাবে হামলা চালাচ্ছে পাকিস্তান।
হামলার পরপরই শহর জুড়ে সাইরেন বাজতে শুরু করে এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। কিশতোয়ার, আখনূর এবং সাম্বা জেলাতেও ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে।
ভারতের প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা বলছেন, পাকিস্তানি হামলা শনাক্ত করার পর তাৎক্ষণিকভাবে পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে। আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত নিজস্ব সিস্টেম এস-৪০০ এর সাহায্যে পাকিস্তানের লোটারিং যুদ্ধাস্ত্র, ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তারা দাবি করেন, ভারতীয় অ্যান্টি-ড্রোন সিস্টেম ব্যবহার করে বেশ কয়েকটি পাকিস্তানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এরমধ্যে একটি এফ ১৬ যুদ্ধবিমান ও একটি জেএফ ১৭ যুদ্ধবিমানও ভূপাতিত দকরা হয়েছে বলে দাবি করেছেন প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা। প্রত্যক্ষদর্শীরাও জানান, বিমানবন্দরের বাইরে একটি ড্রোন পড়তে দেখেছেন।
দুই সপ্তাহ আগে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। এর পরিপ্রেক্ষিতেই ৬-৭ মে (মঙ্গল-বুধবার) পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি স্থানে সন্ত্রাসীদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এরপর থেকেই প্রতিবেশী দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে।

ইরানে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের সময় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। সর্বশেষ, গত শনিবার বিক্ষোভ দমনে অভিযানের সময় অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা।
৪ মিনিট আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা চালাবে। কিন্তু তাঁর এ কথার পুরো উল্টো পথে হাঁটলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
২৪ মিনিট আগে
ইংল্যান্ডের ব্র্যাডফোর্ডের হিটন রোডে অবস্থিত জামিয়া উসমানিয়া মসজিদ সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হচ্ছে। এখানে শুধু নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের জামাতই অনুষ্ঠিত হয় না, পাশাপাশি আধুনিক স্বাস্থ্য সচেতনতার এক বৈশ্বিক কেন্দ্র হিসেবে আলোচনায় উঠে এসেছে এই মসজিদ।
২ ঘণ্টা আগে
ভারতের উত্তর প্রদেশ রাজ্যের গাজিয়াবাদে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সন্দেহভাজন তথাকথিত ‘অবৈধ বাংলাদেশি’ শনাক্ত করতে তাদের পিঠে একটি যন্ত্র রাখার দৃশ্য সামনে এসেছে। পুলিশ সদস্যরাই যন্ত্রটি ব্যবহার করছেন। সেই যন্ত্রের তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ দাবি করছে যে, ওই ব্যক্তি ভারতীয় নন, বরং বাংলাদেশি।
২ ঘণ্টা আগে