আজকের পত্রিকা ডেস্ক

কঠোর নিরাপত্তা বেষ্টিত জম্মু বিমানবন্দর এলাকায় পাকিস্তান লোটারিং যুদ্ধাস্ত্র (আত্মঘাতী ড্রোন) ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ভারত। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের বলা হয়েছে, ভারতীয় আকাশ প্রতিরক্ষা বাহিনী পাকিস্তানের হামলার জবাব দিয়েছে। এখন পর্যন্ত আটটি ড্রোন ও একটি এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারতের আকাশ প্রতিরক্ষা বাহিনী।
এই হামলার পর জম্মুসহ রাজস্থান ও পাঞ্জাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ব্ল্যাকআউট জারি করা হয়েছে এসব এলাকায়। এদিকে, ধর্মশালায় বাতিল করা হয়েছে আইপিএল ম্যাচ। মাঠের আলো নিভিয়ে দেওয়া হয়েছে, মাঠ ছাড়তে বলা হয়েছে দর্শকদের।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় থেকে জম্মু বিমানবন্দর ও অন্যান্য স্থানে বিস্ফোরণের মতো বিকট শব্দ শোনা যায়। প্রত্যক্ষ্যদর্শীরা বলেছেন, হামাস যেভাবে ইসরায়েলে হামলা চালিয়েছিল, ঠিক সেভাবে হামলা চালাচ্ছে পাকিস্তান।
হামলার পরপরই শহর জুড়ে সাইরেন বাজতে শুরু করে এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। কিশতোয়ার, আখনূর এবং সাম্বা জেলাতেও ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে।
ভারতের প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা বলছেন, পাকিস্তানি হামলা শনাক্ত করার পর তাৎক্ষণিকভাবে পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে। আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত নিজস্ব সিস্টেম এস-৪০০ এর সাহায্যে পাকিস্তানের লোটারিং যুদ্ধাস্ত্র, ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তারা দাবি করেন, ভারতীয় অ্যান্টি-ড্রোন সিস্টেম ব্যবহার করে বেশ কয়েকটি পাকিস্তানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এরমধ্যে একটি এফ ১৬ যুদ্ধবিমান ও একটি জেএফ ১৭ যুদ্ধবিমানও ভূপাতিত দকরা হয়েছে বলে দাবি করেছেন প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা। প্রত্যক্ষদর্শীরাও জানান, বিমানবন্দরের বাইরে একটি ড্রোন পড়তে দেখেছেন।
দুই সপ্তাহ আগে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। এর পরিপ্রেক্ষিতেই ৬-৭ মে (মঙ্গল-বুধবার) পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি স্থানে সন্ত্রাসীদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এরপর থেকেই প্রতিবেশী দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে।

কঠোর নিরাপত্তা বেষ্টিত জম্মু বিমানবন্দর এলাকায় পাকিস্তান লোটারিং যুদ্ধাস্ত্র (আত্মঘাতী ড্রোন) ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ভারত। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের বলা হয়েছে, ভারতীয় আকাশ প্রতিরক্ষা বাহিনী পাকিস্তানের হামলার জবাব দিয়েছে। এখন পর্যন্ত আটটি ড্রোন ও একটি এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারতের আকাশ প্রতিরক্ষা বাহিনী।
এই হামলার পর জম্মুসহ রাজস্থান ও পাঞ্জাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ব্ল্যাকআউট জারি করা হয়েছে এসব এলাকায়। এদিকে, ধর্মশালায় বাতিল করা হয়েছে আইপিএল ম্যাচ। মাঠের আলো নিভিয়ে দেওয়া হয়েছে, মাঠ ছাড়তে বলা হয়েছে দর্শকদের।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় থেকে জম্মু বিমানবন্দর ও অন্যান্য স্থানে বিস্ফোরণের মতো বিকট শব্দ শোনা যায়। প্রত্যক্ষ্যদর্শীরা বলেছেন, হামাস যেভাবে ইসরায়েলে হামলা চালিয়েছিল, ঠিক সেভাবে হামলা চালাচ্ছে পাকিস্তান।
হামলার পরপরই শহর জুড়ে সাইরেন বাজতে শুরু করে এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। কিশতোয়ার, আখনূর এবং সাম্বা জেলাতেও ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে।
ভারতের প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা বলছেন, পাকিস্তানি হামলা শনাক্ত করার পর তাৎক্ষণিকভাবে পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে। আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত নিজস্ব সিস্টেম এস-৪০০ এর সাহায্যে পাকিস্তানের লোটারিং যুদ্ধাস্ত্র, ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তারা দাবি করেন, ভারতীয় অ্যান্টি-ড্রোন সিস্টেম ব্যবহার করে বেশ কয়েকটি পাকিস্তানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এরমধ্যে একটি এফ ১৬ যুদ্ধবিমান ও একটি জেএফ ১৭ যুদ্ধবিমানও ভূপাতিত দকরা হয়েছে বলে দাবি করেছেন প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা। প্রত্যক্ষদর্শীরাও জানান, বিমানবন্দরের বাইরে একটি ড্রোন পড়তে দেখেছেন।
দুই সপ্তাহ আগে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে। এর পরিপ্রেক্ষিতেই ৬-৭ মে (মঙ্গল-বুধবার) পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি স্থানে সন্ত্রাসীদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এরপর থেকেই প্রতিবেশী দুই দেশের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে এক ছাত্রীকে খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। নিহত ওই শিক্ষার্থীর নাম রুবিনা আমিনিয়ান। বয়স ২৩ বছর। তিনি তেহরানের শারিয়াতি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করছিলেন।
২৪ মিনিট আগে
সার্জিও গোর ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সারা বিশ্ব ভ্রমণ করেছি এবং আমি হলফ করে বলতে পারি যে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বন্ধুত্ব অত্যন্ত গভীর ও অকৃত্রিম। আমাদের দুই দেশ শুধু অভিন্ন স্বার্থেই নয়, বরং সর্বোচ্চ পর্যায়ের এক দৃঢ় সম্পর্কের...
১ ঘণ্টা আগে
যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
৩ ঘণ্টা আগে
দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
৩ ঘণ্টা আগে