
ঢাকা: সারা বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪ মিলিয়ন বা ৪০ লাখের মাইলফলক অতিক্রম করেছে। মার্কিন সংবাদমাধ্যম রয়টার্সের এক সমীক্ষায় এ তথ্য দেওয়া হয়েছে। অনেক দেশ তাদের জনগণের জন্য টিকা সংগ্রহ করতে লড়ে যাচ্ছে।
যদিও যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে করোনায় নতুন শনাক্ত ও মৃত্যুর সংখ্যা হ্রাস পাচ্ছে, কিন্তু বিশ্বব্যাপী করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট প্রকট হওয়ায় অনেক দেশে টিকার সংকট দেখা দিয়েছে।
রয়টার্সের এক বিশ্লেষণ অনুযায়ী, করোনায় দুই মিলিয়ন বা ২০ লাখ মৃত্যু অতিক্রম করতে এক বছর সময় লেগেছিল, কিন্তু পরের ২০ লাখ মাত্র ১৬৬ দিনে অতিক্রম করেছে।
মৃতের সংখ্যায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, রাশিয়া ও মেক্সিকো। মোট মৃত্যুর ৫০ শতাংশই এই পাঁচ দেশে হয়েছে। অন্যদিকে পেরু, হাঙ্গেরি, বসনিয়া, চেক প্রজাতন্ত্র, জিব্রাল্টারে জনসংখ্যা অনুপাতে মৃত্যুর হার বেশি।
রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, লাতিন আমেরিকার দেশগুলোতে গত মার্চ থেকে সংক্রমণ বেশি হচ্ছে। বিশ্বে আক্রান্ত প্রতি ১০০ জনের মধ্যে ৪৩ জন এই অঞ্চলের। গত সপ্তাহে সর্বাধিক মৃত্যুর তালিকায় লাতিন আমেরিকার ৯টি দেশ ছিল।
বলিভিয়া, চিলি ও উরুগুয়ের হাসপাতালগুলোতে করোনায় আক্রান্তের বেশির ভাগই কম বয়সী। ২৫ থেকে ৪০ বছর বয়সী রোগীর সংখ্যা বেশি দেখা গেছে। অন্যদিকে ব্রাজিলের সাওপাওলোতে আইসিইউতে থাকা ৮০ শতাংশ রোগীই করোনায় আক্রান্ত।
ক্রমবর্ধমান মৃত্যুর কারণে উন্নয়নশীল দেশগুলোতে শ্মশানে জায়গার সংকট দেখা দিয়েছে। সমাধিসৌধগুলো সারিবদ্ধভাবে সম্প্রসারণ করতে বাধ্য হচ্ছে।
গত সাত দিনের হিসাব অনুযায়ী ভারত ও ব্রাজিলে সবচেয়ে বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশগুলো শ্মশানে জায়গার সংকট ও সমাধিস্থানের সমস্যায় পড়েছে। রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী বিশ্বে প্রতিদিন করোনায় মৃত তিনজনের মধ্যে একজন ভারতের।
অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ মনে করেন, বিশ্বব্যাপী মৃতের সংখ্যা অফিশিয়ালি কমিয়ে আনা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গত এক মাসের হিসাবে মৃত্যুর সংখ্যা আরও বেশি হবে।
গত সপ্তাহে ভারতের বিহারে নতুন কিছু মৃত্যুর খবর জানা যায়। ভারতের সামগ্রিক মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেড়েছে, যা উদ্বেগ বাড়িয়ে দেয়।
দরিদ্র দেশগুলো তাদের জনগণকে টিকা দিতে লড়ে যাচ্ছে। তারা ধনী দেশগুলোকে মহামারি নিয়ন্ত্রণে আরও বেশি অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছে। জি-৭ গ্রুপের দেশগুলো দরিদ্র দেশগুলোর জন্য ১ বিলিয়ন করোনা টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ঢাকা: সারা বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪ মিলিয়ন বা ৪০ লাখের মাইলফলক অতিক্রম করেছে। মার্কিন সংবাদমাধ্যম রয়টার্সের এক সমীক্ষায় এ তথ্য দেওয়া হয়েছে। অনেক দেশ তাদের জনগণের জন্য টিকা সংগ্রহ করতে লড়ে যাচ্ছে।
যদিও যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে করোনায় নতুন শনাক্ত ও মৃত্যুর সংখ্যা হ্রাস পাচ্ছে, কিন্তু বিশ্বব্যাপী করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট প্রকট হওয়ায় অনেক দেশে টিকার সংকট দেখা দিয়েছে।
রয়টার্সের এক বিশ্লেষণ অনুযায়ী, করোনায় দুই মিলিয়ন বা ২০ লাখ মৃত্যু অতিক্রম করতে এক বছর সময় লেগেছিল, কিন্তু পরের ২০ লাখ মাত্র ১৬৬ দিনে অতিক্রম করেছে।
মৃতের সংখ্যায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, রাশিয়া ও মেক্সিকো। মোট মৃত্যুর ৫০ শতাংশই এই পাঁচ দেশে হয়েছে। অন্যদিকে পেরু, হাঙ্গেরি, বসনিয়া, চেক প্রজাতন্ত্র, জিব্রাল্টারে জনসংখ্যা অনুপাতে মৃত্যুর হার বেশি।
রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী, লাতিন আমেরিকার দেশগুলোতে গত মার্চ থেকে সংক্রমণ বেশি হচ্ছে। বিশ্বে আক্রান্ত প্রতি ১০০ জনের মধ্যে ৪৩ জন এই অঞ্চলের। গত সপ্তাহে সর্বাধিক মৃত্যুর তালিকায় লাতিন আমেরিকার ৯টি দেশ ছিল।
বলিভিয়া, চিলি ও উরুগুয়ের হাসপাতালগুলোতে করোনায় আক্রান্তের বেশির ভাগই কম বয়সী। ২৫ থেকে ৪০ বছর বয়সী রোগীর সংখ্যা বেশি দেখা গেছে। অন্যদিকে ব্রাজিলের সাওপাওলোতে আইসিইউতে থাকা ৮০ শতাংশ রোগীই করোনায় আক্রান্ত।
ক্রমবর্ধমান মৃত্যুর কারণে উন্নয়নশীল দেশগুলোতে শ্মশানে জায়গার সংকট দেখা দিয়েছে। সমাধিসৌধগুলো সারিবদ্ধভাবে সম্প্রসারণ করতে বাধ্য হচ্ছে।
গত সাত দিনের হিসাব অনুযায়ী ভারত ও ব্রাজিলে সবচেয়ে বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশগুলো শ্মশানে জায়গার সংকট ও সমাধিস্থানের সমস্যায় পড়েছে। রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী বিশ্বে প্রতিদিন করোনায় মৃত তিনজনের মধ্যে একজন ভারতের।
অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ মনে করেন, বিশ্বব্যাপী মৃতের সংখ্যা অফিশিয়ালি কমিয়ে আনা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গত এক মাসের হিসাবে মৃত্যুর সংখ্যা আরও বেশি হবে।
গত সপ্তাহে ভারতের বিহারে নতুন কিছু মৃত্যুর খবর জানা যায়। ভারতের সামগ্রিক মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেড়েছে, যা উদ্বেগ বাড়িয়ে দেয়।
দরিদ্র দেশগুলো তাদের জনগণকে টিকা দিতে লড়ে যাচ্ছে। তারা ধনী দেশগুলোকে মহামারি নিয়ন্ত্রণে আরও বেশি অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছে। জি-৭ গ্রুপের দেশগুলো দরিদ্র দেশগুলোর জন্য ১ বিলিয়ন করোনা টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৩ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৫ ঘণ্টা আগে