আজকের পত্রিকা ডেস্ক

শহরের ব্যস্ত রাস্তায় লুটিয়ে পড়েছে একটি হাড্ডিসার ঘোড়া। জুড়িগাড়ির অপর ঘোড়াটি দাঁড়িয়ে আছে। আর চালক মাটিতে শুয়ে পড়া ঘোড়াটিকে চড়–থাপ্পড় মেরে দাঁড় করানোর চেষ্টা করা করছেন।
নির্মম এই আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি পশ্চিমবঙ্গের কলকাতার। এ নিয়ে শুরু হয়েছে তোলপাড়। ভারতে বিশেষ করে শহুরে পরিবেশে পশুদের সঙ্গে কেমন আচরণ করা হয় তা নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা–সমালোচনা।
প্রাণী অধিকার বিষয়ক যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস—পিইটিএ বা পেটা এক্সে ভিডিওটি পোস্ট করেছে। তারা এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে লিখেছে, ‘ঘোড়া কোনো পর্যটন আকর্ষণ নয়। বিশেষ করে সেটি যখন মারাত্মক পানিশূন্যতা, ওজনস্বল্পতা আর যন্ত্রণায় ভুগতে থাকে। মাননীয় মমতা ব্যানার্জি, স্বপন দেবনাথ (প্রাণিসম্পদ মন্ত্রী) এবং কলকাতা পুলিশ, আপনারা দয়া করে এই ঘোড়াটিকে কোনো নিরাপদ আশ্রয়ে পাঠানোর ব্যবস্থা করুন এবং ঘোড়ার গাড়ির নামে এই নির্যাতন বন্ধ করার ব্যবস্থা করুন।’
পশুর প্রতি এই নির্মম আচরণ নিয়ে প্রতিবাদের ঢেউ পৌঁছে গেছে বলিউড পর্যন্ত। প্রতিবাদ জানিয়েছেন আলিয়া ভাটের বড় বোন বলিউডের প্রযোজক পূজা ভাট। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ঘোড়ার গাড়ি নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। এক্স পোস্টে তিনি লিখেছেন, ‘কলকাতার গরমে ক্লান্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ার পরও একটি ঘোড়াকে মারধর করে আবার চলতে বাধ্য করা হয়েছে! কী হৃদয়বিদারক! মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, স্বপন দেবনাথ, আপনারা দয়া করে এই নিষ্ঠুরতা বন্ধ করতে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ করে ব্যাটারিচালিত গাড়ি নামান রাস্তায়।’
সামাজিক মাধ্যম এক্সে আরও এক ব্যবহারকারী লিখেছেন, ‘এটি চরম নিষ্ঠুরতা। ঘোড়াগুলোকে খেতে দেয় বলেও মনে হচ্ছে না। খুবই নির্দয়। এ ধরনের মানুষকে শাস্তির আওতায় আনা উচিত।’
পেটার অভিযোগ এবং নেটিজেনদের তোপের মুখে ঘোড়ার মালিকের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। ভবানীপুর থানায় গত ২৪ এপ্রিল মামলাটি করা হয়। সামাজিক মাধ্যম এক্সে কলকাতা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। তারা আরও জানায়, ঘোড়াটি এখন চিকিৎসাধীন ও পশুচিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে।

শহরের ব্যস্ত রাস্তায় লুটিয়ে পড়েছে একটি হাড্ডিসার ঘোড়া। জুড়িগাড়ির অপর ঘোড়াটি দাঁড়িয়ে আছে। আর চালক মাটিতে শুয়ে পড়া ঘোড়াটিকে চড়–থাপ্পড় মেরে দাঁড় করানোর চেষ্টা করা করছেন।
নির্মম এই আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি পশ্চিমবঙ্গের কলকাতার। এ নিয়ে শুরু হয়েছে তোলপাড়। ভারতে বিশেষ করে শহুরে পরিবেশে পশুদের সঙ্গে কেমন আচরণ করা হয় তা নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা–সমালোচনা।
প্রাণী অধিকার বিষয়ক যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস—পিইটিএ বা পেটা এক্সে ভিডিওটি পোস্ট করেছে। তারা এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে লিখেছে, ‘ঘোড়া কোনো পর্যটন আকর্ষণ নয়। বিশেষ করে সেটি যখন মারাত্মক পানিশূন্যতা, ওজনস্বল্পতা আর যন্ত্রণায় ভুগতে থাকে। মাননীয় মমতা ব্যানার্জি, স্বপন দেবনাথ (প্রাণিসম্পদ মন্ত্রী) এবং কলকাতা পুলিশ, আপনারা দয়া করে এই ঘোড়াটিকে কোনো নিরাপদ আশ্রয়ে পাঠানোর ব্যবস্থা করুন এবং ঘোড়ার গাড়ির নামে এই নির্যাতন বন্ধ করার ব্যবস্থা করুন।’
পশুর প্রতি এই নির্মম আচরণ নিয়ে প্রতিবাদের ঢেউ পৌঁছে গেছে বলিউড পর্যন্ত। প্রতিবাদ জানিয়েছেন আলিয়া ভাটের বড় বোন বলিউডের প্রযোজক পূজা ভাট। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ঘোড়ার গাড়ি নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। এক্স পোস্টে তিনি লিখেছেন, ‘কলকাতার গরমে ক্লান্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ার পরও একটি ঘোড়াকে মারধর করে আবার চলতে বাধ্য করা হয়েছে! কী হৃদয়বিদারক! মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, স্বপন দেবনাথ, আপনারা দয়া করে এই নিষ্ঠুরতা বন্ধ করতে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ করে ব্যাটারিচালিত গাড়ি নামান রাস্তায়।’
সামাজিক মাধ্যম এক্সে আরও এক ব্যবহারকারী লিখেছেন, ‘এটি চরম নিষ্ঠুরতা। ঘোড়াগুলোকে খেতে দেয় বলেও মনে হচ্ছে না। খুবই নির্দয়। এ ধরনের মানুষকে শাস্তির আওতায় আনা উচিত।’
পেটার অভিযোগ এবং নেটিজেনদের তোপের মুখে ঘোড়ার মালিকের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। ভবানীপুর থানায় গত ২৪ এপ্রিল মামলাটি করা হয়। সামাজিক মাধ্যম এক্সে কলকাতা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। তারা আরও জানায়, ঘোড়াটি এখন চিকিৎসাধীন ও পশুচিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে।

প্রতিবেশী দেশ বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের মতো গণ-অভ্যুত্থানের মাধ্যমে ভারতের বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানিয়ে বিতর্কের মুখে পড়েছেন ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের (আইএনএলডি) প্রধান অভয় সিং চৌতালা।
৪০ মিনিট আগে
আইপিএল ২০২৬ মৌসুমের জন্য কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়ায় ভারতে বিতর্ক তুঙ্গে। শিবসেনার পর অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম উমর আহমেদ ইলিয়াসি এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন।
১ ঘণ্টা আগে
লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আকাশ ফুঁড়ে উঠছে ধোঁয়ার কুণ্ডলী। সেখানে অবস্থানরত আল–জাজিরার প্রতিনিধি বিষয়টি নিশ্চিত করেছেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটল।
১ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ—আইপিএলের ২০২৬ সিজনের জন্য শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দলে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে নেওয়ার সিদ্ধান্ত ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ নিয়েছেন কংগ্রেস এমপি শশী থারুর।
১ ঘণ্টা আগে