
সেন্ট্রাল আফ্রিকার দেশ নিরক্ষীয় গিনির আর্থিক তদন্ত সংস্থার পরিচালক বালতাসার অ্যাবাং এনগোঙ্গাকে অনেকেই ‘বেলো’ নামেও ডাকেন। ইতালি এবং স্প্যানিশ ভাষায় মূলত সুপুরুষ ব্যক্তিদের নির্দেশ করতে এই ডাকনামটি ব্যবহার করা হয়।
রোববার বিবিসি জানিয়েছে, আর্থিক গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তা এনগোঙ্গার কয়েক শ যৌনদৃশ্য অনলাইনে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে তাঁর সঙ্গে সঙ্গমরত অবস্থায় দেশটির অনেক মন্ত্রী-এমপি, এমনকি প্রেসিডেন্টের অনেক ঘনিষ্ঠ আত্মীয়ের স্ত্রীদেরও দেখা গেছে। ভিডিওগুলোর বেশির ভাগই দেশটির অর্থ মন্ত্রণালয়, এনগোঙ্গার অফিস, সরকারি বাংলো এবং বিভিন্ন হোটেল কক্ষে ধারণ করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, চাঞ্চল্যকর এই ফাঁসের ঘটনাটি নিরক্ষীয় গিনি রাজনীতিকে ওলট-পালট করে দিতে পারে। বিষয়টি শেষ পর্যন্ত দেশটির রাজনৈতিক অভিজাতদের মধ্যে ক্ষমতার জন্য একটি বৃহত্তর লড়াইয়ের অংশ হতে পারে।
পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আত্মপ্রকাশ করার সম্ভাবনা ছিল এনগোঙ্গারও। কারণ তিনি দেশটির দীর্ঘদিনের শাসক তিওডোরো ওবিয়াং এনগুয়েমা এমবাসোগোর ভাতিজা। ৮২ বছর বয়সী এমবাসোগো ১৯৭৯ সাল থেকে প্রায় ৪৫ বছর ধরে গিনির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিবিসি জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে গিনির সামাজিক যোগাযোগমাধ্যমগুলো প্লাবিত হয়ে গেছে উচ্চপদস্থ কর্মকর্তাদের স্ত্রী, আত্মীয়-স্বজন সহ অসংখ্য নারীর সঙ্গে এনগোঙ্গার যৌনতার ভিডিওতে। এসব ভিডিও হতবাক করে দিয়েছে দেশটির সাধারণ মানুষকে। কিছু কিছু ভিডিও দেখে মনে হয়েছে, যৌনতায় অংশ নেওয়া নারী ভিডিও ধারণের বিষয়ে সচেতন ছিলেন।
ঘটনার জের ধরে নিরক্ষীয় গিনির আলোচনার কেন্দ্রে এখন এনগোঙ্গা। ইতিমধ্যে তাঁকে পাবলিক ফান্ড আত্মসাৎ এবং গোপনে বিদেশে অর্থপাচারের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থার প্রধানের দায়িত্ব থেকেও। তাঁকে কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফাঁস হওয়া ভিডিওতে প্রেসিডেন্টের এক আত্মীয়াকেও তাঁর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। এ ছাড়া পুলিশের এক শীর্ষ কর্মকর্তার স্ত্রী এবং ভ্রাতৃবধূর সঙ্গেও এনগোঙ্গাকে যৌন সম্পর্কে লিপ্ত হতে দেখা গেছে।
অনেকেই ধারণা করছেন, একটি রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই এনগোঙ্গার সেক্স টেপগুলো ফাঁস করে দেওয়া হয়েছে। কারণ এগুলো প্রেসিডেন্ট এমবাসোগোর উত্তরসূরি হিসাবে তাঁর সম্ভাবনাকে হ্রাস করে দেবে। এমবাসোগোর শাসন নিয়েও ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রেসিডেন্ট এমবাসোগোর ছেলে তেওডোরো ওবিয়াং ম্যাঙ্গু দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ধারণা করা হচ্ছে, সেক্স টেপ ফাঁসের ঘটনায় তাঁরও হাত থাকতে পারে। কারণ তিনি সম্ভবত প্রতিদ্বন্দ্বীদের নির্মূল করতে চাইছেন। যদিও ভিডিওগুলো অনলাইন থেকে সরাতে বিভিন্ন মাধ্যমকে নির্দেশ দিয়েছেন তিনি।
এনগোঙ্গার সেক্স টেপগুলো প্রাথমিকভাবে টেলিগ্রামে প্রচারিত হতে শুরু করেছিল। পরে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও এসব ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বর্তমানে ভিডিওগুলোর ছড়িয়ে পড়া থামাতে টেলিকম কোম্পানিগুলোকে কাজ করার নির্দেশ দিয়েছে দেশটির প্রশাসন।
সেক্স টেপ ফাঁস হওয়ার নেপথ্যে এনগোঙ্গার কোনো আর্থিক জালিয়াতি তদন্তের ঘটনা জড়িত আছে কি-না তা-ও খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে, মন্ত্রী বা মন্ত্রী-পত্নীরা এই ধরনের তদন্তের মুখে ছিলেন কি-না বোঝার চেষ্টা চলেছে। আবার এমনও হতে পারে, এসব তদন্তের জালে ফেলে নারীদের ব্ল্যাকমেল শয্যাসঙ্গী করেছেন এনগোঙ্গা।
টেপগুলো ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নিরক্ষীয় গিনির রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত রয়ে গেছে। ক্ষমতাকেন্দ্রিক অন্তর্দ্বন্দ্ব, দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো দেশটির নেতৃত্বের ওপর দীর্ঘ ছায়া ফেলেছে। গুটি কয়েক অভিজাত দীর্ঘকাল ধরে নিরক্ষীয় গিনির সম্পদ ভোগ করছে। যদিও দেশটির অধিকাংশ মানুষই চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে।

সেন্ট্রাল আফ্রিকার দেশ নিরক্ষীয় গিনির আর্থিক তদন্ত সংস্থার পরিচালক বালতাসার অ্যাবাং এনগোঙ্গাকে অনেকেই ‘বেলো’ নামেও ডাকেন। ইতালি এবং স্প্যানিশ ভাষায় মূলত সুপুরুষ ব্যক্তিদের নির্দেশ করতে এই ডাকনামটি ব্যবহার করা হয়।
রোববার বিবিসি জানিয়েছে, আর্থিক গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তা এনগোঙ্গার কয়েক শ যৌনদৃশ্য অনলাইনে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে তাঁর সঙ্গে সঙ্গমরত অবস্থায় দেশটির অনেক মন্ত্রী-এমপি, এমনকি প্রেসিডেন্টের অনেক ঘনিষ্ঠ আত্মীয়ের স্ত্রীদেরও দেখা গেছে। ভিডিওগুলোর বেশির ভাগই দেশটির অর্থ মন্ত্রণালয়, এনগোঙ্গার অফিস, সরকারি বাংলো এবং বিভিন্ন হোটেল কক্ষে ধারণ করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, চাঞ্চল্যকর এই ফাঁসের ঘটনাটি নিরক্ষীয় গিনি রাজনীতিকে ওলট-পালট করে দিতে পারে। বিষয়টি শেষ পর্যন্ত দেশটির রাজনৈতিক অভিজাতদের মধ্যে ক্ষমতার জন্য একটি বৃহত্তর লড়াইয়ের অংশ হতে পারে।
পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আত্মপ্রকাশ করার সম্ভাবনা ছিল এনগোঙ্গারও। কারণ তিনি দেশটির দীর্ঘদিনের শাসক তিওডোরো ওবিয়াং এনগুয়েমা এমবাসোগোর ভাতিজা। ৮২ বছর বয়সী এমবাসোগো ১৯৭৯ সাল থেকে প্রায় ৪৫ বছর ধরে গিনির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিবিসি জানিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে গিনির সামাজিক যোগাযোগমাধ্যমগুলো প্লাবিত হয়ে গেছে উচ্চপদস্থ কর্মকর্তাদের স্ত্রী, আত্মীয়-স্বজন সহ অসংখ্য নারীর সঙ্গে এনগোঙ্গার যৌনতার ভিডিওতে। এসব ভিডিও হতবাক করে দিয়েছে দেশটির সাধারণ মানুষকে। কিছু কিছু ভিডিও দেখে মনে হয়েছে, যৌনতায় অংশ নেওয়া নারী ভিডিও ধারণের বিষয়ে সচেতন ছিলেন।
ঘটনার জের ধরে নিরক্ষীয় গিনির আলোচনার কেন্দ্রে এখন এনগোঙ্গা। ইতিমধ্যে তাঁকে পাবলিক ফান্ড আত্মসাৎ এবং গোপনে বিদেশে অর্থপাচারের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থার প্রধানের দায়িত্ব থেকেও। তাঁকে কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফাঁস হওয়া ভিডিওতে প্রেসিডেন্টের এক আত্মীয়াকেও তাঁর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। এ ছাড়া পুলিশের এক শীর্ষ কর্মকর্তার স্ত্রী এবং ভ্রাতৃবধূর সঙ্গেও এনগোঙ্গাকে যৌন সম্পর্কে লিপ্ত হতে দেখা গেছে।
অনেকেই ধারণা করছেন, একটি রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই এনগোঙ্গার সেক্স টেপগুলো ফাঁস করে দেওয়া হয়েছে। কারণ এগুলো প্রেসিডেন্ট এমবাসোগোর উত্তরসূরি হিসাবে তাঁর সম্ভাবনাকে হ্রাস করে দেবে। এমবাসোগোর শাসন নিয়েও ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে।
প্রেসিডেন্ট এমবাসোগোর ছেলে তেওডোরো ওবিয়াং ম্যাঙ্গু দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ধারণা করা হচ্ছে, সেক্স টেপ ফাঁসের ঘটনায় তাঁরও হাত থাকতে পারে। কারণ তিনি সম্ভবত প্রতিদ্বন্দ্বীদের নির্মূল করতে চাইছেন। যদিও ভিডিওগুলো অনলাইন থেকে সরাতে বিভিন্ন মাধ্যমকে নির্দেশ দিয়েছেন তিনি।
এনগোঙ্গার সেক্স টেপগুলো প্রাথমিকভাবে টেলিগ্রামে প্রচারিত হতে শুরু করেছিল। পরে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও এসব ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বর্তমানে ভিডিওগুলোর ছড়িয়ে পড়া থামাতে টেলিকম কোম্পানিগুলোকে কাজ করার নির্দেশ দিয়েছে দেশটির প্রশাসন।
সেক্স টেপ ফাঁস হওয়ার নেপথ্যে এনগোঙ্গার কোনো আর্থিক জালিয়াতি তদন্তের ঘটনা জড়িত আছে কি-না তা-ও খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে, মন্ত্রী বা মন্ত্রী-পত্নীরা এই ধরনের তদন্তের মুখে ছিলেন কি-না বোঝার চেষ্টা চলেছে। আবার এমনও হতে পারে, এসব তদন্তের জালে ফেলে নারীদের ব্ল্যাকমেল শয্যাসঙ্গী করেছেন এনগোঙ্গা।
টেপগুলো ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নিরক্ষীয় গিনির রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত রয়ে গেছে। ক্ষমতাকেন্দ্রিক অন্তর্দ্বন্দ্ব, দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো দেশটির নেতৃত্বের ওপর দীর্ঘ ছায়া ফেলেছে। গুটি কয়েক অভিজাত দীর্ঘকাল ধরে নিরক্ষীয় গিনির সম্পদ ভোগ করছে। যদিও দেশটির অধিকাংশ মানুষই চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
৮ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
৮ ঘণ্টা আগে
গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
১২ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
১৪ ঘণ্টা আগে