
আদালত অবমাননার দায়ে কারাদণ্ডপ্রাপ্ত দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা (৭৯) পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। গত বুধবার মধ্যরাতে তিনি আত্মসমর্পণ করেন। কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্টকে কারাভোগ করতে হচ্ছে। গত ২৯ জুন জুমাকে ১৫ মাসের কারাদণ্ড দেন আদালত। তাঁর বিরুদ্ধে চলমান দুর্নীতির তথ্য–প্রমাণ দিয়ে তদন্তকারীদের সহযোগিতা না করায় তাঁকে এ দণ্ড দেওয়া হয়।
কারাগার কর্তৃপক্ষ জ্যাকব জুমার আত্মসমর্পণ নিশ্চিত করে জানায়, তার নিজ প্রদেশ কোয়াজুলু এস্টকোর্ট সংশোধনকেন্দ্রে ১৫ মাসের জেল খাটতে শুরু করেছেন জুমা।
করোনা মহামারির মধ্যে গত রোববার আত্মসমর্পণে অস্বীকৃতি জানান জুমা। এরপর গত বুধবার মধ্যরাত পর্যন্ত গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দেন আদালত। পুলিশের পক্ষ থেকেও সতর্ক করে বলা হয়, জুমা বুধবারের মধ্যে আত্মসমর্পণ না করলে তাঁকে গ্রেপ্তার করা হবে।
বেঁধে দেওয়া সময়ের কয়েক মিনিট আগেই জুমা ফাউন্ডেশনের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, কারাগারের আদেশ মেনে চলার সিদ্ধান্ত নিয়েছেন জুমা।
জুমার কন্যা দুদু জুমা-সাম্বুদলা একটি টুইট বার্তায় বলেন, (বাবা কারাগারের পথে) যাত্রা করেছেন। তিনি ব্যাপক উজ্জীবিত রয়েছেন।
২০০৯ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হন জ্যাকব জুমা। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুর্নীতির অভিযোগ ওঠার পর পদত্যাগ করেন তিনি। তাঁর বিরুদ্ধে প্রধান অভিযোগ, তিনি রাষ্ট্রীয় অর্থ লোপাট করেছেন এবং ব্যবসায়ীদের রাজনীতিতে নাক গলানোর সুযোগ করে দিয়েছেন।

আদালত অবমাননার দায়ে কারাদণ্ডপ্রাপ্ত দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা (৭৯) পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। গত বুধবার মধ্যরাতে তিনি আত্মসমর্পণ করেন। কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্টকে কারাভোগ করতে হচ্ছে। গত ২৯ জুন জুমাকে ১৫ মাসের কারাদণ্ড দেন আদালত। তাঁর বিরুদ্ধে চলমান দুর্নীতির তথ্য–প্রমাণ দিয়ে তদন্তকারীদের সহযোগিতা না করায় তাঁকে এ দণ্ড দেওয়া হয়।
কারাগার কর্তৃপক্ষ জ্যাকব জুমার আত্মসমর্পণ নিশ্চিত করে জানায়, তার নিজ প্রদেশ কোয়াজুলু এস্টকোর্ট সংশোধনকেন্দ্রে ১৫ মাসের জেল খাটতে শুরু করেছেন জুমা।
করোনা মহামারির মধ্যে গত রোববার আত্মসমর্পণে অস্বীকৃতি জানান জুমা। এরপর গত বুধবার মধ্যরাত পর্যন্ত গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দেন আদালত। পুলিশের পক্ষ থেকেও সতর্ক করে বলা হয়, জুমা বুধবারের মধ্যে আত্মসমর্পণ না করলে তাঁকে গ্রেপ্তার করা হবে।
বেঁধে দেওয়া সময়ের কয়েক মিনিট আগেই জুমা ফাউন্ডেশনের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, কারাগারের আদেশ মেনে চলার সিদ্ধান্ত নিয়েছেন জুমা।
জুমার কন্যা দুদু জুমা-সাম্বুদলা একটি টুইট বার্তায় বলেন, (বাবা কারাগারের পথে) যাত্রা করেছেন। তিনি ব্যাপক উজ্জীবিত রয়েছেন।
২০০৯ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হন জ্যাকব জুমা। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুর্নীতির অভিযোগ ওঠার পর পদত্যাগ করেন তিনি। তাঁর বিরুদ্ধে প্রধান অভিযোগ, তিনি রাষ্ট্রীয় অর্থ লোপাট করেছেন এবং ব্যবসায়ীদের রাজনীতিতে নাক গলানোর সুযোগ করে দিয়েছেন।

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
৪ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
৬ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৭ ঘণ্টা আগে