
আদালত অবমাননার দায়ে কারাদণ্ডপ্রাপ্ত দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা (৭৯) পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। গত বুধবার মধ্যরাতে তিনি আত্মসমর্পণ করেন। কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্টকে কারাভোগ করতে হচ্ছে। গত ২৯ জুন জুমাকে ১৫ মাসের কারাদণ্ড দেন আদালত। তাঁর বিরুদ্ধে চলমান দুর্নীতির তথ্য–প্রমাণ দিয়ে তদন্তকারীদের সহযোগিতা না করায় তাঁকে এ দণ্ড দেওয়া হয়।
কারাগার কর্তৃপক্ষ জ্যাকব জুমার আত্মসমর্পণ নিশ্চিত করে জানায়, তার নিজ প্রদেশ কোয়াজুলু এস্টকোর্ট সংশোধনকেন্দ্রে ১৫ মাসের জেল খাটতে শুরু করেছেন জুমা।
করোনা মহামারির মধ্যে গত রোববার আত্মসমর্পণে অস্বীকৃতি জানান জুমা। এরপর গত বুধবার মধ্যরাত পর্যন্ত গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দেন আদালত। পুলিশের পক্ষ থেকেও সতর্ক করে বলা হয়, জুমা বুধবারের মধ্যে আত্মসমর্পণ না করলে তাঁকে গ্রেপ্তার করা হবে।
বেঁধে দেওয়া সময়ের কয়েক মিনিট আগেই জুমা ফাউন্ডেশনের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, কারাগারের আদেশ মেনে চলার সিদ্ধান্ত নিয়েছেন জুমা।
জুমার কন্যা দুদু জুমা-সাম্বুদলা একটি টুইট বার্তায় বলেন, (বাবা কারাগারের পথে) যাত্রা করেছেন। তিনি ব্যাপক উজ্জীবিত রয়েছেন।
২০০৯ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হন জ্যাকব জুমা। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুর্নীতির অভিযোগ ওঠার পর পদত্যাগ করেন তিনি। তাঁর বিরুদ্ধে প্রধান অভিযোগ, তিনি রাষ্ট্রীয় অর্থ লোপাট করেছেন এবং ব্যবসায়ীদের রাজনীতিতে নাক গলানোর সুযোগ করে দিয়েছেন।

আদালত অবমাননার দায়ে কারাদণ্ডপ্রাপ্ত দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা (৭৯) পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। গত বুধবার মধ্যরাতে তিনি আত্মসমর্পণ করেন। কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
দক্ষিণ আফ্রিকায় এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্টকে কারাভোগ করতে হচ্ছে। গত ২৯ জুন জুমাকে ১৫ মাসের কারাদণ্ড দেন আদালত। তাঁর বিরুদ্ধে চলমান দুর্নীতির তথ্য–প্রমাণ দিয়ে তদন্তকারীদের সহযোগিতা না করায় তাঁকে এ দণ্ড দেওয়া হয়।
কারাগার কর্তৃপক্ষ জ্যাকব জুমার আত্মসমর্পণ নিশ্চিত করে জানায়, তার নিজ প্রদেশ কোয়াজুলু এস্টকোর্ট সংশোধনকেন্দ্রে ১৫ মাসের জেল খাটতে শুরু করেছেন জুমা।
করোনা মহামারির মধ্যে গত রোববার আত্মসমর্পণে অস্বীকৃতি জানান জুমা। এরপর গত বুধবার মধ্যরাত পর্যন্ত গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দেন আদালত। পুলিশের পক্ষ থেকেও সতর্ক করে বলা হয়, জুমা বুধবারের মধ্যে আত্মসমর্পণ না করলে তাঁকে গ্রেপ্তার করা হবে।
বেঁধে দেওয়া সময়ের কয়েক মিনিট আগেই জুমা ফাউন্ডেশনের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়, কারাগারের আদেশ মেনে চলার সিদ্ধান্ত নিয়েছেন জুমা।
জুমার কন্যা দুদু জুমা-সাম্বুদলা একটি টুইট বার্তায় বলেন, (বাবা কারাগারের পথে) যাত্রা করেছেন। তিনি ব্যাপক উজ্জীবিত রয়েছেন।
২০০৯ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হন জ্যাকব জুমা। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুর্নীতির অভিযোগ ওঠার পর পদত্যাগ করেন তিনি। তাঁর বিরুদ্ধে প্রধান অভিযোগ, তিনি রাষ্ট্রীয় অর্থ লোপাট করেছেন এবং ব্যবসায়ীদের রাজনীতিতে নাক গলানোর সুযোগ করে দিয়েছেন।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৯ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
১০ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
১১ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
১৩ ঘণ্টা আগে