
দক্ষিণ আফ্রিকায় গত কয়েক দিনের প্রলয়ংকরী বন্যা ও ঝড়ে অন্তত ৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং ঘরবাড়ি হারিয়েছে প্রায় ৪০ হাজার মানুষ। গত শনিবার থেকে দেশটিতে বৃষ্টিপাত আরও বেড়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দক্ষিণ আফ্রিকার সরকার গতকাল শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, বন্যার কারণে মৃতের সংখ্যা বেড়ে ৩৯৮-এ পৌঁছেছে এবং এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ২৭ জন। এ ছাড়া ঘরবাড়ি ভেসে যাওয়ায় গৃহহীন হয়েছে প্রায় ৪০ হাজার মানুষ।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বন্যার পানিতে এ সপ্তাহে দক্ষিণ আফ্রিকার দক্ষিণ-পূর্ব উপকূলীয় শহর ডারবানের কিছু অংশ তলিয়ে গেছে। রাস্তাগুলো ভেঙে গেছে। অনেক হাসপাতাল ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার মানুষ বন্যার পানিতে আটকা পড়েছে।
বন্যার কারণে দক্ষিণ-পূর্বাঞ্চলের কোয়াজুলু নাটাল (কেজেডএন) প্রদেশে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। এই প্রদেশে প্রায় ৩৫ লাখ মানুষ বাস করে। তাদের উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে ত্রাণ কর্মসূচিও চলছে।
নেটকেয়ার-৯১১ কোম্পানির একজন উদ্ধারকর্মী শন হার্বস্ট এএফপিকে বলেছেন, ‘দুঃখজনকভাবে এখনো অনেক বাড়িঘর থেকে বিশেষ করে গ্রামীণ এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। আজও (রোববার) প্রচুর বৃষ্টি হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে।’
দক্ষিণ আফ্রিকার আবহাওয়া অফিস পুসেলেতসো মোফোকেং জানিয়েছে, এ সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাত কমে আসতে পারে।
সেনা, পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা বন্যার্তদের উদ্ধার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন।
ডারবানের একজন বাসিন্দা ডুমিসানি কানিইলে জানিয়েছেন, তাঁর পরিবারের দশ সদস্য ঝড় ও বন্যায় ভেসে গেছে। তাদের এখনো খুঁজে পাওয়া যায়নি। তিনি বলেছেন, ‘উদ্ধারকারী দল শেষ পর্যন্ত আমাদের এখানে পৌঁছেছে। তবে বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।’

দক্ষিণ আফ্রিকায় গত কয়েক দিনের প্রলয়ংকরী বন্যা ও ঝড়ে অন্তত ৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং ঘরবাড়ি হারিয়েছে প্রায় ৪০ হাজার মানুষ। গত শনিবার থেকে দেশটিতে বৃষ্টিপাত আরও বেড়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দক্ষিণ আফ্রিকার সরকার গতকাল শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, বন্যার কারণে মৃতের সংখ্যা বেড়ে ৩৯৮-এ পৌঁছেছে এবং এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ২৭ জন। এ ছাড়া ঘরবাড়ি ভেসে যাওয়ায় গৃহহীন হয়েছে প্রায় ৪০ হাজার মানুষ।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বন্যার পানিতে এ সপ্তাহে দক্ষিণ আফ্রিকার দক্ষিণ-পূর্ব উপকূলীয় শহর ডারবানের কিছু অংশ তলিয়ে গেছে। রাস্তাগুলো ভেঙে গেছে। অনেক হাসপাতাল ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার মানুষ বন্যার পানিতে আটকা পড়েছে।
বন্যার কারণে দক্ষিণ-পূর্বাঞ্চলের কোয়াজুলু নাটাল (কেজেডএন) প্রদেশে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। এই প্রদেশে প্রায় ৩৫ লাখ মানুষ বাস করে। তাদের উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে ত্রাণ কর্মসূচিও চলছে।
নেটকেয়ার-৯১১ কোম্পানির একজন উদ্ধারকর্মী শন হার্বস্ট এএফপিকে বলেছেন, ‘দুঃখজনকভাবে এখনো অনেক বাড়িঘর থেকে বিশেষ করে গ্রামীণ এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। আজও (রোববার) প্রচুর বৃষ্টি হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে।’
দক্ষিণ আফ্রিকার আবহাওয়া অফিস পুসেলেতসো মোফোকেং জানিয়েছে, এ সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাত কমে আসতে পারে।
সেনা, পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা বন্যার্তদের উদ্ধার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন।
ডারবানের একজন বাসিন্দা ডুমিসানি কানিইলে জানিয়েছেন, তাঁর পরিবারের দশ সদস্য ঝড় ও বন্যায় ভেসে গেছে। তাদের এখনো খুঁজে পাওয়া যায়নি। তিনি বলেছেন, ‘উদ্ধারকারী দল শেষ পর্যন্ত আমাদের এখানে পৌঁছেছে। তবে বৃষ্টির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।’

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন, ইরান যদি তাঁকে হত্যার চেষ্টা করে, তাহলে তিনি ‘এই পৃথিবীর বুক থেকে দেশটিকে মুছে ফেলার নির্দেশ’ দেবেন। মার্কিন সংবাদমাধ্যম নিউজনেশনের অনুষ্ঠান কেটি প্যাভলিচ টু–নাইটে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
২ ঘণ্টা আগে
ভারতের নয়ডায় ৭০ ফুট গভীর গর্তে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিহত ওই যুবক ঘণ্টার পর ঘণ্টা সাহায্যের জন্য চিৎকার করলেও উদ্ধারকর্মীরা পানি ‘খুব ঠান্ডা’ এই অজুহাত দেখিয়ে তাঁকে উদ্ধারের জন্য নামেননি। ইনডিপেনডেন্টের প্রতিবেদনে জানা যায়, গত শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে আবারও আগ্রাসী অবস্থান নেওয়ায়, এক ডেনিশ আইনপ্রণেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করে ভাইরাল হয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের আইনসভা ইউরোপীয় পার্লামেন্টে সাম্প্রতিক এক বিতর্কে পার্লামেন্ট সদস্য আন্দার্স ভিস্তিসেন সরাসরি ট্রাম্পকে উদ্দেশ
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি আরও জোরালো করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ গ্রহণের পথ থেকে যুক্তরাষ্ট্রের ‘পিছু হটার সুযোগ নেই’ এবং ‘গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
৫ ঘণ্টা আগে