ভূমিকম্পের ঘটনায় মরক্কোর প্রাচীন শহর মারাকেশ যেন মৃত্যুপুরী। এখন পর্যন্ত ২ হাজারের বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত প্রায় ১ হাজার ৪০০ জন। এ ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটি।
এদিকে এজ রোববার স্পেন মরক্কোতে ৫৬ জন উদ্ধারকারী এবং চারটি অনুসন্ধানী কুকুর পাঠিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, একটি এ-৪০০ সামরিক বিমান উত্তর-পূর্বাঞ্চলীয় শহর জারাগোজার একটি ঘাঁটি থেকে প্রতিবেশী দেশ মরক্কোর মারাকেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সন্ধান ও উদ্ধারে সহায়তার উদ্দেশ্যে রওনা হয়েছে।
এদিকে ফ্রান্স যেকোনো মুহূর্তে মরক্কোতে সাহায্য পাঠাতে প্রস্তুত জানিয়ে ইমানুয়েল মাখোঁ বলেছেন, ‘আমরা সব প্রযুক্তি এবং নিরাপত্তা দলকে প্রস্তুত রেখেছি। মরক্কোর কর্তৃপক্ষ প্রয়োজন জানানো মাত্রই আমরা এসব বাহিনী পাঠাব।’
দেশটির গত ছয় দশকের ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজার ১২ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ২ হাজার ৫৯ জন। আহতদের মধ্যে ১ হাজার ৪০৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
মার্কিন ভূ-জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, শুক্রবার গভীর রাতে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। এর কেন্দ্র ছিল দেশটির ঐতিহাসিক মারাকেশ শহর থেকে দক্ষিণ-পশ্চিমে ৭২ কিলোমিটার দূরে।
ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছে আমিজমিজ গ্রামের বাসিন্দা মোহামেদ আজাও বার্তা সংস্থাটিকে বলেন, ‘যখন বুঝতে পারলাম, পায়ের তলায় মাটি কাঁপছে এবং বাড়িটা হেলে পড়েছে তখন বাচ্চাদের নিয়ে বাইরে বের হই। আমার প্রতিবেশী তা পারেননি। দুর্ভাগ্যবশত প্রতিবেশীর পরিবারে কেউ বেঁচে নেই।’

জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১০ ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভাদেরওয়াহ-চাম্বা আন্তরাজ্য সড়কের ৯ হাজার ফুট উচ্চতাবিশিষ্ট খানি টপ এলাকায় ১৭ থেকে ২১ জন জওয়ানকে বহনকারী একটি বুলেটপ্রুফ সাঁজোয়া সমতল থেকে উঁচু চৌকির দিকে যাচ্ছিল।
১২ মিনিট আগে
বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটিয়ে আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদ। শান্তি পরিষদের সনদ স্বাক্ষরের মূল পর্বে ট্রাম্পের পাশে এসে যোগ দেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।
২৮ মিনিট আগে
একটি দোকান থেকে ৩০টি মানুষের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আগুন থেকে বাঁচতে দোকানদার ও ক্রেতারা দোকানের সাটার নামিয়ে ভেতরে আশ্রয় নিয়েছিলেন। উদ্ধার হওয়া মোবাইল ফোনের লোকেশন থেকেও নিশ্চিত হওয়া গেছে, গত শনিবার রাত থেকে তাঁরা সেখানে আটকা পড়েছিলেন।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বোর্ড অব পিস বা শান্তি পরিষদের সনদ ঘোষণা ও স্বাক্ষর করতে যাচ্ছেন। অনুষ্ঠানটি গ্রিনিচ মান সময় সকাল সাড়ে ৯টা বা বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়ার কথা।
৩ ঘণ্টা আগে