
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) ছড়িয়ে পড়েছে জাতিসংঘবিরোধী বিক্ষোভ। বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়। বিক্ষোভে জাতিসংঘের শান্তিরক্ষীসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।
আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘবিরোধী আন্দোলনের দ্বিতীয় দিনে এসে কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে হতাহতের এ ঘটনা ঘটে। কঙ্গোর সশস্ত্র দলগুলোকে নিয়ন্ত্রণে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন ব্যর্থ হয়েছে এমন অভিযোগ এনে গত সোমবার উত্তর কিভু প্রদেশের গোমা শহরের রাস্তায় নেমে আসে মানুষ। মঙ্গলবার আন্দোলন ছড়িয়ে পড়ে বেনি ও বুতেম্বতে।
সরকারের মুখপাত্র প্যাট্রিক মুয়ায়া জানান, গোমায় পাঁচজন নিহত এবং প্রায় ৫০ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশপ্রধান কর্নেল পল এনগোমা বলেছেন, বুতেম্বতে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাত বেসামরিক নাগরিক, জাতিসংঘের দুই পুলিশ সদস্য ও এক শান্তিরক্ষী রয়েছেন। জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলা ঠেকাতে বিক্ষোভকারীদের ওপর ‘সতর্কতামূলক গুলি’ ছোড়ে নিরাপত্তা বাহিনী।
এক বিবৃতিতে জাতিসংঘ বলেছে, বিক্ষোভকারীরা কঙ্গোর পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয় এবং শান্তিরক্ষী বাহিনীর ওপর গুলিবর্ষণ করে। এ ছাড়া বিক্ষোভকারীরা পাথর ও পেট্রলবোমা নিক্ষেপ করে। ব্যাপক ভাঙচুর করে লুটপাট চালায়।
সহিংসতার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলা যুদ্ধাপরাধের শামিল। কঙ্গোর কর্তৃপক্ষকে এ ঘটনার তদন্ত করতে এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাই।’
জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র ফারহান হক সাংবাদিকদের বলেন, পরিস্থিতি এখনো বেশ অস্থিতিশীল। জাতিসংঘের বাহিনীকে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি।

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) ছড়িয়ে পড়েছে জাতিসংঘবিরোধী বিক্ষোভ। বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়। বিক্ষোভে জাতিসংঘের শান্তিরক্ষীসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন।
আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘবিরোধী আন্দোলনের দ্বিতীয় দিনে এসে কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে হতাহতের এ ঘটনা ঘটে। কঙ্গোর সশস্ত্র দলগুলোকে নিয়ন্ত্রণে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন ব্যর্থ হয়েছে এমন অভিযোগ এনে গত সোমবার উত্তর কিভু প্রদেশের গোমা শহরের রাস্তায় নেমে আসে মানুষ। মঙ্গলবার আন্দোলন ছড়িয়ে পড়ে বেনি ও বুতেম্বতে।
সরকারের মুখপাত্র প্যাট্রিক মুয়ায়া জানান, গোমায় পাঁচজন নিহত এবং প্রায় ৫০ জন আহত হয়েছেন। স্থানীয় পুলিশপ্রধান কর্নেল পল এনগোমা বলেছেন, বুতেম্বতে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাত বেসামরিক নাগরিক, জাতিসংঘের দুই পুলিশ সদস্য ও এক শান্তিরক্ষী রয়েছেন। জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলা ঠেকাতে বিক্ষোভকারীদের ওপর ‘সতর্কতামূলক গুলি’ ছোড়ে নিরাপত্তা বাহিনী।
এক বিবৃতিতে জাতিসংঘ বলেছে, বিক্ষোভকারীরা কঙ্গোর পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয় এবং শান্তিরক্ষী বাহিনীর ওপর গুলিবর্ষণ করে। এ ছাড়া বিক্ষোভকারীরা পাথর ও পেট্রলবোমা নিক্ষেপ করে। ব্যাপক ভাঙচুর করে লুটপাট চালায়।
সহিংসতার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, ‘জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলা যুদ্ধাপরাধের শামিল। কঙ্গোর কর্তৃপক্ষকে এ ঘটনার তদন্ত করতে এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাই।’
জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র ফারহান হক সাংবাদিকদের বলেন, পরিস্থিতি এখনো বেশ অস্থিতিশীল। জাতিসংঘের বাহিনীকে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি শক্তিশালী ‘সনিক উইপন’ (শব্দাস্ত্র) ব্যবহার করেছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অস্ত্রটি বিশেষ। এটা আর কারও কাছে নেই। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির...
৬ ঘণ্টা আগে
গত বছরের জুলাইয়ে স্কটল্যান্ডের টার্নবেরিতে ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির মূল লক্ষ্য ছিল ইউরোপীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা এবং লবস্টারসহ (একধরনের সামুদ্রিক মাছে) নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের
৭ ঘণ্টা আগে
ফোরামে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আমরা একটি চুক্তির খুব কাছাকাছি আছি। আমি বিশ্বাস করি, তাঁরা এখন এমন এক জায়গায় আছে, যেখান থেকে এক হয়ে চুক্তি সম্পন্ন করতে পারে। আর যদি তাঁরা তা না করে, তবে তাঁরা স্টুপিড। আমি জানি তাঁরা আসলে নির্বোধ নন, কিন্তু এই সমাধান করতে না পারলে তাঁদের নির্বোধই বলতে হবে।’
৮ ঘণ্টা আগে
বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে আবারও গ্রিনল্যান্ড দখলের ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার ফোরামে দেওয়া ভাষণে তিনি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ইউরোপীয় মিত্রদের প্রতি হুঁশিয়ারি...
৮ ঘণ্টা আগে