Ajker Patrika

নাইজেরিয়ায় মসজিদে গুলি, নিহত কমপক্ষে ১৮

নাইজেরিয়ায় মসজিদে গুলি, নিহত কমপক্ষে ১৮

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাইজার প্রদেশের একটি মসজিদে গুলির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। সেখানকার স্থানীয় দুজন বাসিন্দার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারীরা মোটরবাইকে করে আসে। তাঁরা এবং গুলি করে মুসল্লিদের হত্যা করে। বন্দুকধারীরা সোমবার ভোরে মাশেগু লোকাল গভর্নমেন্ট এলাকার মাজা-কুকা কমিউনিটিতে অবস্থিত ওই মসজিদে এসে পৌঁছায়। 

স্থানীয় বাসিন্দা আব্দুল গানি হাসান রয়টার্সকে বলেন, 'বন্দুকধারীরা এসে সোজা মসজিদে প্রবেশ করে। তাঁরা কাউকে রেহাই দেয়নি। তাঁরা মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি চালায়। বন্দুকধারীরা ১০ জনেরও বেশি মানুষকে অপহরণ করেছে। হামলায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।' 

নাইজার প্রদেশের পুলিশ এ বিষয়ে এখনো কিছু জানায়নি। 

উল্লেখ্য, গত এক যুগ ধরে নাইজেরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের বিরুদ্ধে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা লড়াই করছে।    

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

জামায়াত লড়বে ১৭৯ আসনে, জোটের সমঝোতা ২৫৩টিতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত