
মস্তিষ্কের বিভিন্ন টিউমার ও ব্রেইন অ্যানিউরিজমের মতো গুরুতর রোগ সারাতে সক্ষম ক্ষুদ্র রোবট আবিষ্কার করেছেন চীনা বিজ্ঞানীরা। এই ‘মাইক্রোফাইবারবট’ ক্ষুদ্র রোবটটি ব্রেইন অ্যানিউরিজমে এবং টিউমার কোষে রক্তপ্রবাহে বাঁধা দিয়ে সেই অ্যানিউরিজম বা টিউমারকে মেরে ফেলে।
গত বুধবার বিজ্ঞান বিষয়ক জার্নাল সায়েন্স রোবোটিকসে এ বিষয়ে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। মানুষের মস্তিষ্কে অ্যানিউরিজম ও টিউমারের কারণে প্রতিবছর অন্তত ৭ লাখ ৫০ হাজার মানুষ মারা যায়। ব্রেইন অ্যানিউরিজম হলো মানুষের মস্তিষ্কের বিদ্যমান ধমনির একটি স্ফীত অংশ। যা আসলে স্বাভাবিক নয়। এই স্ফীত অংশের ত্বক অনেক পাতলা হয়। যার ফলে অনেক সময় এসব অ্যানিউরিজম ফেটে গিয়ে মস্তিষ্কে রক্ত ছড়িয়ে পড়ে।
অ্যানিউরিজমের চিকিৎসায় এমবোলিজম পদ্ধতি অন্যতম প্রচলিত পদ্ধতি। এই পদ্ধতিতে অ্যানিউরিজমে বাইরে থেকে কোনো নিরেট একটা কিছু রাখা হয়। ফলে সেখানে আর রক্ত জমতে পারে না। কিন্তু এই পদ্ধতির বেশ কিছু সীমাবদ্ধতা আছে। কারণ, ধমনির অনেক দূর প্রান্তে এই পদ্ধতি বেশির ভাগ ক্ষেত্রেই ব্যর্থ হয়। আর এক্স-রের সাহায্য নিয়ে এই পদ্ধতি বাস্তবায়ন করা হয় বলে মানুষের শরীরে বিকিরণের একটা ক্ষতিকারক প্রভাবও পড়ে।
এই সংকট কাটিয়ে উঠতেই মূলত বিজ্ঞানীরা মাইক্রোফাইবারবট তৈরি করেছেন চীনের উহানের হুয়াঝং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হেফেইয়ের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চায়না এবং সাংহাই জাও তং ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। তাদের আবিষ্কৃত এই রোবোটটিকে শরীরের বাইরে থেকে চুম্বকের সাহায্যে নিয়ন্ত্রণ করা যাবে। বিজ্ঞানীরা বলছেন, এই মাইক্রোফাইবার বটের সাহায্যে রোবোটিক এমবোলাইজেশন পদ্ধতিতে অ্যানিউরিজম ও টিউমার চিকিৎসা করা যাবে। এমনকি দেহের সবচেয়ে জটিল অঙ্গ গুলোতেও।
এ বিষয়ে সায়েন্স রোবোটিকস জার্নালের অ্যাসোসিয়েট এডিটর মেলিসা ইয়াশিনস্কি বলেছেন, ‘এই মাইক্রোফাইবারবটটি এক ধরনের চুম্বকীয় তন্তু দিয়ে তৈরি সর্পিলাকার একটি রোবট। এটিকে প্রয়োজন অনুসারে বিভিন্ন রূপ দেওয়া যায়। এবং দেহের বাইরে থেকে চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে একটি পরিচালনা করা যায়। তিনি আরও বলেছেন, ‘এই রোবটটি বিদ্যমান ক্যাথেটারভিত্তিক এমবোলাইজেশনের একটি দারুণ বিকল্প হতে পারে।’
বিজ্ঞানীরা বলছেন, এই মাইক্রোফাইবারবটের দৈর্ঘ্য মাত্র দশমিক ৫ মিলিমিটার। প্রয়োজন অনুসারে এটির আকৃতি বদলে দেওয়া যায় এবং চৌম্বকের সাহায্যে বাইরে থেকে এটিকে ওপর-নিচে পরিচালনা করা যায়। তাঁরা আরও বলছেন, এই রোবট ধমনির ভেতরে দিয়ে অনেক দূর পর্যন্ত যেতে পারে এবং কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে রক্তপ্রবাহে প্রয়োজনীয় বাধা তৈরি করতে পারে।

মস্তিষ্কের বিভিন্ন টিউমার ও ব্রেইন অ্যানিউরিজমের মতো গুরুতর রোগ সারাতে সক্ষম ক্ষুদ্র রোবট আবিষ্কার করেছেন চীনা বিজ্ঞানীরা। এই ‘মাইক্রোফাইবারবট’ ক্ষুদ্র রোবটটি ব্রেইন অ্যানিউরিজমে এবং টিউমার কোষে রক্তপ্রবাহে বাঁধা দিয়ে সেই অ্যানিউরিজম বা টিউমারকে মেরে ফেলে।
গত বুধবার বিজ্ঞান বিষয়ক জার্নাল সায়েন্স রোবোটিকসে এ বিষয়ে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। মানুষের মস্তিষ্কে অ্যানিউরিজম ও টিউমারের কারণে প্রতিবছর অন্তত ৭ লাখ ৫০ হাজার মানুষ মারা যায়। ব্রেইন অ্যানিউরিজম হলো মানুষের মস্তিষ্কের বিদ্যমান ধমনির একটি স্ফীত অংশ। যা আসলে স্বাভাবিক নয়। এই স্ফীত অংশের ত্বক অনেক পাতলা হয়। যার ফলে অনেক সময় এসব অ্যানিউরিজম ফেটে গিয়ে মস্তিষ্কে রক্ত ছড়িয়ে পড়ে।
অ্যানিউরিজমের চিকিৎসায় এমবোলিজম পদ্ধতি অন্যতম প্রচলিত পদ্ধতি। এই পদ্ধতিতে অ্যানিউরিজমে বাইরে থেকে কোনো নিরেট একটা কিছু রাখা হয়। ফলে সেখানে আর রক্ত জমতে পারে না। কিন্তু এই পদ্ধতির বেশ কিছু সীমাবদ্ধতা আছে। কারণ, ধমনির অনেক দূর প্রান্তে এই পদ্ধতি বেশির ভাগ ক্ষেত্রেই ব্যর্থ হয়। আর এক্স-রের সাহায্য নিয়ে এই পদ্ধতি বাস্তবায়ন করা হয় বলে মানুষের শরীরে বিকিরণের একটা ক্ষতিকারক প্রভাবও পড়ে।
এই সংকট কাটিয়ে উঠতেই মূলত বিজ্ঞানীরা মাইক্রোফাইবারবট তৈরি করেছেন চীনের উহানের হুয়াঝং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হেফেইয়ের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চায়না এবং সাংহাই জাও তং ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। তাদের আবিষ্কৃত এই রোবোটটিকে শরীরের বাইরে থেকে চুম্বকের সাহায্যে নিয়ন্ত্রণ করা যাবে। বিজ্ঞানীরা বলছেন, এই মাইক্রোফাইবার বটের সাহায্যে রোবোটিক এমবোলাইজেশন পদ্ধতিতে অ্যানিউরিজম ও টিউমার চিকিৎসা করা যাবে। এমনকি দেহের সবচেয়ে জটিল অঙ্গ গুলোতেও।
এ বিষয়ে সায়েন্স রোবোটিকস জার্নালের অ্যাসোসিয়েট এডিটর মেলিসা ইয়াশিনস্কি বলেছেন, ‘এই মাইক্রোফাইবারবটটি এক ধরনের চুম্বকীয় তন্তু দিয়ে তৈরি সর্পিলাকার একটি রোবট। এটিকে প্রয়োজন অনুসারে বিভিন্ন রূপ দেওয়া যায়। এবং দেহের বাইরে থেকে চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে একটি পরিচালনা করা যায়। তিনি আরও বলেছেন, ‘এই রোবটটি বিদ্যমান ক্যাথেটারভিত্তিক এমবোলাইজেশনের একটি দারুণ বিকল্প হতে পারে।’
বিজ্ঞানীরা বলছেন, এই মাইক্রোফাইবারবটের দৈর্ঘ্য মাত্র দশমিক ৫ মিলিমিটার। প্রয়োজন অনুসারে এটির আকৃতি বদলে দেওয়া যায় এবং চৌম্বকের সাহায্যে বাইরে থেকে এটিকে ওপর-নিচে পরিচালনা করা যায়। তাঁরা আরও বলছেন, এই রোবট ধমনির ভেতরে দিয়ে অনেক দূর পর্যন্ত যেতে পারে এবং কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে রক্তপ্রবাহে প্রয়োজনীয় বাধা তৈরি করতে পারে।

বাংলাদেশের ওষুধ শিল্প বর্তমানে গভীর সংকটের মুখে পড়েছে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে, আর এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতি সহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা...
৩ দিন আগে
গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, গর্ভবতী নারীদের প্যারাসিটামল সেবন করা উচিত নয়, এতে ক্ষতি হয়। ট্রাম্প দাবি করেন, গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবন নিরাপদ নয় এবং এতে শিশুদের অটিজম, এডিএইচডি বা বিকাশজনিত সমস্যার ঝুঁকি বাড়ে। এই ওষুধ না গ্রহণের পক্ষে নারীদের ‘প্রাণপণে লড়াই’ করা উচিত।
৩ দিন আগে
নাক, কান ও গলা—অন্যান্য অঙ্গের মতো এই তিন অঙ্গ আমাদের দৈনন্দিন ব্যবহারিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শ্বাস নেওয়া, কথা বলা, শোনা কিংবা খাবার গ্রহণ—এসব অঙ্গের ওপর নির্ভরশীল। সামান্য অসচেতনতা কিংবা ভুল অভ্যাসের কারণে এগুলোতে জটিল ও দীর্ঘমেয়াদি রোগ দেখা দিতে পারে।
৪ দিন আগে
ওজন কমানোর নামে খাবার তালিকা থেকে শর্করা বা কার্বোহাইড্রেট বাদ দেওয়া এখন একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া ডায়াবেটিস বা রক্তে কোলেস্টরেলের মাত্রা নিয়ন্ত্রণেও সবার আগে খাদ্যতালিকা থেকে কার্বোহাইড্রেট বাদ দেওয়া হয়।
৪ দিন আগে