ডা. তাহমিদা খানম

প্রশ্ন: আমার বয়স ২৫ বছর। ৫-৬ বছর ধরে অ্যাকনির সমস্যার কারণে অনেক ওষুধ খেয়েছি। এখনো এ সমস্যায় ভুগছি। খাদ্যাভ্যাসও পরিবর্তন করেছি। পোরস অনেক বেড়ে যাচ্ছে। লেজার করার কথা ভাবছি। কিন্তু বুঝতে পারছি না, এটা করা ঠিক হবে কি না। ব্রণের জন্য অনেক গর্ত দেখা যাচ্ছে। মুখের দাগ ও হাই পিগমেন্টেশনও যাচ্ছে না। লেজার করা কি ঠিক হবে?
খোদেজা আমিনা, বরিশাল
ব্রণ থেকে যে গর্ত বা দাগ হয়, সাধারণত ব্রণ সারানোর জন্য ব্যবহার করা ওষুধে সেগুলো নিরাময় হয় না। প্রচলিত ওষুধ এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন আপনার ত্বকে নতুন ব্রণ হতে প্রতিরোধ করবে। কিন্তু আগে থেকেই যে পিগমেন্টেশন আছে বা ত্বকের গর্তগুলোর চিকিৎসা হিসেবে আপনি লেজার করাতে পারেন।
প্রশ্ন: আমার বয়স ৪৪ বছর। চাকরি করি। ছয় মাসের মতো হলো বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা। এটা মাঝে মাঝে কমে। মনে হয়, সেরে গেছে। আবার বাড়ে। চেয়ারে বসে থাকতে হয় দীর্ঘক্ষণ। চেয়ার থেকে উঠে দাঁড়াতে বা হাঁটতে ভীষণ কষ্ট হয়। সকালে শরীরচর্চা করি। শরীরচর্চার সময় ব্যথাটা চলে যায়। বিশ্রাম নেওয়ার পর সেটা আবার ফিরে আসে। এ বিষয়ে কী করতে পারি?
বরকত আলী, রংপুর
পায়ের গোড়ালিতে ব্যথা কয়েকটি কারণে হতে পারে। অনেক সময় গোড়ালির বড় হাড়, যেটিকে ক্যালকেনিয়াম বলে, সেটি থেকে হাড় বৃদ্ধি পায়। সে জন্যও ব্যথা হতে পারে। আবার রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে ব্যথা হতে পারে। তা ছাড়া যেকোনো প্রদাহজনিত বাত বা বয়সজনিত বাতেও সেই জয়েন্ট আক্রান্ত হতে পারে। অতিরিক্ত ওজন বৃদ্ধির জন্যও এ ধরনের ব্যথা হতে পারে। আপনি একজন অর্থোপেডিক বা হাড় ও সন্ধি বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারেন।
পরামর্শ দিয়েছেন, ডা. তাহমিদা খানম,মেডিসিন বিশেষজ্ঞ, খুলনা মেডিকেল কলেজ

প্রশ্ন: আমার বয়স ২৫ বছর। ৫-৬ বছর ধরে অ্যাকনির সমস্যার কারণে অনেক ওষুধ খেয়েছি। এখনো এ সমস্যায় ভুগছি। খাদ্যাভ্যাসও পরিবর্তন করেছি। পোরস অনেক বেড়ে যাচ্ছে। লেজার করার কথা ভাবছি। কিন্তু বুঝতে পারছি না, এটা করা ঠিক হবে কি না। ব্রণের জন্য অনেক গর্ত দেখা যাচ্ছে। মুখের দাগ ও হাই পিগমেন্টেশনও যাচ্ছে না। লেজার করা কি ঠিক হবে?
খোদেজা আমিনা, বরিশাল
ব্রণ থেকে যে গর্ত বা দাগ হয়, সাধারণত ব্রণ সারানোর জন্য ব্যবহার করা ওষুধে সেগুলো নিরাময় হয় না। প্রচলিত ওষুধ এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন আপনার ত্বকে নতুন ব্রণ হতে প্রতিরোধ করবে। কিন্তু আগে থেকেই যে পিগমেন্টেশন আছে বা ত্বকের গর্তগুলোর চিকিৎসা হিসেবে আপনি লেজার করাতে পারেন।
প্রশ্ন: আমার বয়স ৪৪ বছর। চাকরি করি। ছয় মাসের মতো হলো বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা। এটা মাঝে মাঝে কমে। মনে হয়, সেরে গেছে। আবার বাড়ে। চেয়ারে বসে থাকতে হয় দীর্ঘক্ষণ। চেয়ার থেকে উঠে দাঁড়াতে বা হাঁটতে ভীষণ কষ্ট হয়। সকালে শরীরচর্চা করি। শরীরচর্চার সময় ব্যথাটা চলে যায়। বিশ্রাম নেওয়ার পর সেটা আবার ফিরে আসে। এ বিষয়ে কী করতে পারি?
বরকত আলী, রংপুর
পায়ের গোড়ালিতে ব্যথা কয়েকটি কারণে হতে পারে। অনেক সময় গোড়ালির বড় হাড়, যেটিকে ক্যালকেনিয়াম বলে, সেটি থেকে হাড় বৃদ্ধি পায়। সে জন্যও ব্যথা হতে পারে। আবার রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে ব্যথা হতে পারে। তা ছাড়া যেকোনো প্রদাহজনিত বাত বা বয়সজনিত বাতেও সেই জয়েন্ট আক্রান্ত হতে পারে। অতিরিক্ত ওজন বৃদ্ধির জন্যও এ ধরনের ব্যথা হতে পারে। আপনি একজন অর্থোপেডিক বা হাড় ও সন্ধি বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারেন।
পরামর্শ দিয়েছেন, ডা. তাহমিদা খানম,মেডিসিন বিশেষজ্ঞ, খুলনা মেডিকেল কলেজ

বাংলাদেশের ওষুধ শিল্প বর্তমানে গভীর সংকটের মুখে পড়েছে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে, আর এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতি সহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা...
৪ দিন আগে
গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, গর্ভবতী নারীদের প্যারাসিটামল সেবন করা উচিত নয়, এতে ক্ষতি হয়। ট্রাম্প দাবি করেন, গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবন নিরাপদ নয় এবং এতে শিশুদের অটিজম, এডিএইচডি বা বিকাশজনিত সমস্যার ঝুঁকি বাড়ে। এই ওষুধ না গ্রহণের পক্ষে নারীদের ‘প্রাণপণে লড়াই’ করা উচিত।
৪ দিন আগে
নাক, কান ও গলা—অন্যান্য অঙ্গের মতো এই তিন অঙ্গ আমাদের দৈনন্দিন ব্যবহারিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শ্বাস নেওয়া, কথা বলা, শোনা কিংবা খাবার গ্রহণ—এসব অঙ্গের ওপর নির্ভরশীল। সামান্য অসচেতনতা কিংবা ভুল অভ্যাসের কারণে এগুলোতে জটিল ও দীর্ঘমেয়াদি রোগ দেখা দিতে পারে।
৪ দিন আগে
ওজন কমানোর নামে খাবার তালিকা থেকে শর্করা বা কার্বোহাইড্রেট বাদ দেওয়া এখন একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া ডায়াবেটিস বা রক্তে কোলেস্টরেলের মাত্রা নিয়ন্ত্রণেও সবার আগে খাদ্যতালিকা থেকে কার্বোহাইড্রেট বাদ দেওয়া হয়।
৪ দিন আগে