ডা. তাওহীদা রহমান ইরিন

চুলে এ সময় বাড়তি শুষ্কতা ও রুক্ষতা আসে। এ সময় চুলের আগা ফেটে যাওয়া অথবা চুল ভেঙে যাওয়ার সমস্যা বেশি হয়। এ সমস্যা থেকে মুক্ত থাকতে জাঁকিয়ে শীত পড়ার আগে চুল ট্রিম করুন। এতে শীতে একটা নতুন লুক আসবে। আর সঙ্গে থাকবে স্বাস্থ্যকর চুল। বাইরে বের হলে পাতলা কাপড় দিয়ে চুল ঢেকে রাখতে পারেন। তাতেও নতুন লুক আসতে পারে। ছেলেরাও চুল রক্ষায় পাতলা কাপড়ের হুডি ব্যবহার করতে পারেন।
শীতে গোসল করার প্রতি একধরনের ভীতি থাকে। নিয়মিত গোসল না করলে চুলে খুশকি ও উকুন হওয়ার আশঙ্কা থাকে। সপ্তাহে তিন দিন শ্যাম্পু করুন চুলের ধরন অনুযায়ী। ত্বকের মতো চুলেরও ময়েশ্চারাইজার প্রয়োজন। চুলের বেলা সেটা কন্ডিশনার। চুল ধোয়ার ২০ মিনিট আগে কোনো প্রাকৃতিক তেল দিয়ে তারপর শ্যাম্পু করুন। এতে মাথার ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। তবে সময় না থাকলে অন্য ব্যবস্থাও নিতে পারেন। চুল ধোয়ার পর কন্ডিশনার বা হেয়ার মাস্ক ব্যবহার করুন। তবে সেটি চুলের গোড়ায় না দিয়ে এক সেন্টিমিটার দূরে ব্যবহার করে ৩-৪ মিনিট পরে ধুয়ে ফেলুন। চুলের যত্নে এটি ভালো কাজ করে।
খুশকি যাঁদের আগে থেকেই আছে, তাঁদের শীতে এ সমস্যা আরও বেড়ে যায়। শীতের সময় অনেকে আলসেমি করে চুল ধুতে চান না। এতে খুশকি বেড়ে যাওয়া থেকে শুরু করে আরও বিভিন্ন ক্ষতি হয়। অনেক সময় কন্ডিশনার ভালোভাবে পরিষ্কার না হলেও খুশকি হয়। কিছু রোগের ক্ষেত্রেও খুশকি বেড়ে যেতে পারে। আর যাঁদের ত্বক শুষ্ক, তাঁদের ক্ষেত্রে খুশকি স্বাভাবিকভাবেই বেড়ে যায়।
খুশকির ক্ষেত্রে সপ্তাহে তিন দিন মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিটোকোনাজল বা জিংক অথবা স্যালেনিয়াম সালফাইডযুক্ত কোনো শ্যাম্পু ব্যবহার করলে ভালো ফল পাবেন। আর যদি খুশকির প্রবণতা আগে থেকেই থাকে, কিন্তু খুশকির পরিমাণ বেশি না হয়, সে ক্ষেত্রে প্রতি সপ্তাহে এক দিন করে অ্যান্টিডেনড্রাফ শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
লেখক: ডার্মাটোলজিস্ট, শিওর সেল মেডিকেল বাংলাদেশ

চুলে এ সময় বাড়তি শুষ্কতা ও রুক্ষতা আসে। এ সময় চুলের আগা ফেটে যাওয়া অথবা চুল ভেঙে যাওয়ার সমস্যা বেশি হয়। এ সমস্যা থেকে মুক্ত থাকতে জাঁকিয়ে শীত পড়ার আগে চুল ট্রিম করুন। এতে শীতে একটা নতুন লুক আসবে। আর সঙ্গে থাকবে স্বাস্থ্যকর চুল। বাইরে বের হলে পাতলা কাপড় দিয়ে চুল ঢেকে রাখতে পারেন। তাতেও নতুন লুক আসতে পারে। ছেলেরাও চুল রক্ষায় পাতলা কাপড়ের হুডি ব্যবহার করতে পারেন।
শীতে গোসল করার প্রতি একধরনের ভীতি থাকে। নিয়মিত গোসল না করলে চুলে খুশকি ও উকুন হওয়ার আশঙ্কা থাকে। সপ্তাহে তিন দিন শ্যাম্পু করুন চুলের ধরন অনুযায়ী। ত্বকের মতো চুলেরও ময়েশ্চারাইজার প্রয়োজন। চুলের বেলা সেটা কন্ডিশনার। চুল ধোয়ার ২০ মিনিট আগে কোনো প্রাকৃতিক তেল দিয়ে তারপর শ্যাম্পু করুন। এতে মাথার ত্বকের আর্দ্রতা বজায় থাকবে। তবে সময় না থাকলে অন্য ব্যবস্থাও নিতে পারেন। চুল ধোয়ার পর কন্ডিশনার বা হেয়ার মাস্ক ব্যবহার করুন। তবে সেটি চুলের গোড়ায় না দিয়ে এক সেন্টিমিটার দূরে ব্যবহার করে ৩-৪ মিনিট পরে ধুয়ে ফেলুন। চুলের যত্নে এটি ভালো কাজ করে।
খুশকি যাঁদের আগে থেকেই আছে, তাঁদের শীতে এ সমস্যা আরও বেড়ে যায়। শীতের সময় অনেকে আলসেমি করে চুল ধুতে চান না। এতে খুশকি বেড়ে যাওয়া থেকে শুরু করে আরও বিভিন্ন ক্ষতি হয়। অনেক সময় কন্ডিশনার ভালোভাবে পরিষ্কার না হলেও খুশকি হয়। কিছু রোগের ক্ষেত্রেও খুশকি বেড়ে যেতে পারে। আর যাঁদের ত্বক শুষ্ক, তাঁদের ক্ষেত্রে খুশকি স্বাভাবিকভাবেই বেড়ে যায়।
খুশকির ক্ষেত্রে সপ্তাহে তিন দিন মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিটোকোনাজল বা জিংক অথবা স্যালেনিয়াম সালফাইডযুক্ত কোনো শ্যাম্পু ব্যবহার করলে ভালো ফল পাবেন। আর যদি খুশকির প্রবণতা আগে থেকেই থাকে, কিন্তু খুশকির পরিমাণ বেশি না হয়, সে ক্ষেত্রে প্রতি সপ্তাহে এক দিন করে অ্যান্টিডেনড্রাফ শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
লেখক: ডার্মাটোলজিস্ট, শিওর সেল মেডিকেল বাংলাদেশ

বাংলাদেশের ওষুধ শিল্প বর্তমানে গভীর সংকটের মুখে পড়েছে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে, আর এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতি সহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা...
২ দিন আগে
গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, গর্ভবতী নারীদের প্যারাসিটামল সেবন করা উচিত নয়, এতে ক্ষতি হয়। ট্রাম্প দাবি করেন, গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবন নিরাপদ নয় এবং এতে শিশুদের অটিজম, এডিএইচডি বা বিকাশজনিত সমস্যার ঝুঁকি বাড়ে। এই ওষুধ না গ্রহণের পক্ষে নারীদের ‘প্রাণপণে লড়াই’ করা উচিত।
৩ দিন আগে
নাক, কান ও গলা—অন্যান্য অঙ্গের মতো এই তিন অঙ্গ আমাদের দৈনন্দিন ব্যবহারিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শ্বাস নেওয়া, কথা বলা, শোনা কিংবা খাবার গ্রহণ—এসব অঙ্গের ওপর নির্ভরশীল। সামান্য অসচেতনতা কিংবা ভুল অভ্যাসের কারণে এগুলোতে জটিল ও দীর্ঘমেয়াদি রোগ দেখা দিতে পারে।
৩ দিন আগে
ওজন কমানোর নামে খাবার তালিকা থেকে শর্করা বা কার্বোহাইড্রেট বাদ দেওয়া এখন একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া ডায়াবেটিস বা রক্তে কোলেস্টরেলের মাত্রা নিয়ন্ত্রণেও সবার আগে খাদ্যতালিকা থেকে কার্বোহাইড্রেট বাদ দেওয়া হয়।
৩ দিন আগে