ডা. মো. আরমান হোসেন রনি

অন্যান্য মৌসুমের তুলনায় শীতের মৌসুমে চোখের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে বেশি। এ সময় বাতাসে আর্দ্রতা কম থাকে বলে চোখ শুষ্ক হতে পারে এবং বিভিন্ন ধরনের অস্বস্তি ও জ্বালাপোড়ার সৃষ্টি হয়। তবে কয়েকটি বিষয় বিবেচনায় রাখলে এ ধরনের সমস্যা এড়িয়ে চলা সম্ভব।
যা মেনে চলবেন
» চোখ পরিষ্কার রাখুন। চোখে ধুলাবালি জমতে দেবেন না। বাইরে থেকে এসে ঠান্ডা পানিতে চোখ ধুয়ে ফেলতে হবে।
» শরীরে পানির ঘাটতি রাখা যাবে না। পানির ঘাটতি চোখের সমস্যা বাড়িয়ে তোলে। চোখ আর্দ্র রাখতে শীতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। আপনি চাইলে স্যুপও খেতে পারেন।
» দীর্ঘক্ষণ কম্পিউটার বা ল্যাপটপের পর্দার দিকে তাকিয়ে থাকবেন না। এতে চোখের ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি থাকে। তাই ২০ মিনিট পরপর ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট দূরে তাকাতে হবে।
» নির্দিষ্ট সময়ের জন্য কন্টাক্ট লেন্স ব্যবহার করুন। এটি ব্যবহারে শুষ্ক চোখে সমস্যা আরও বাড়তে পারে। তাই দিনে পাঁচ থেকে ছয় ঘণ্টার বেশি চোখে কন্টাক্ট লেন্স ব্যবহার করবেন না।
» ঘন ঘন চোখ ঘষা এড়িয়ে চলুন। এটি আপনার চোখের লেন্স বা কর্নিয়ার ক্ষতি করতে পারে। শীতকালে এই সমস্যা বাড়তে পারে। তাই সতর্ক থাকতে হবে।
» ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ খাবার খান। এ ধরনের খাবার চোখের জন্য উপকারী। এই খাবারগুলো চোখে বেশি পরিমাণে জলীয় পদার্থ তৈরি করে। ফলে চোখ শুকিয়ে যাওয়ার প্রবণতা কমে যায়। সমুদ্রের তৈলাক্ত মাছে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়।
» ধূমপান শুষ্ক চোখের সমস্যায় সরাসরি প্রভাব ফেলে। দীর্ঘস্থায়ী ধূমপায়ীদের শুষ্ক চোখের প্রবণতা বেশি থাকে। এ জন্য চোখের সুরক্ষায় ধূমপান ছাড়তে হবে।
» ঘরের আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য এয়ার হিউমিডিফায়ার ব্যবহার করতে হবে।
» শীতকালে নিয়মিত সানগ্লাস ব্যবহার করতে হবে। এ সময় এর গুরুত্ব অনেক বেশি। বিশেষজ্ঞদের মতে, ঠান্ডার দিনগুলোতে সূর্যের অতিবেগুনি রশ্মি চোখের মারাত্মক ক্ষতি করে।
» চোখ শুষ্ক হওয়ার সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শে চোখের ড্রপ ব্যবহার করতে হবে।
ডা. মো. আরমান হোসেন রনি, কনসালট্যান্ট (চক্ষু), দীন মো. আই হসপিটাল, সোবহানবাগ, ঢাকা

অন্যান্য মৌসুমের তুলনায় শীতের মৌসুমে চোখের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে বেশি। এ সময় বাতাসে আর্দ্রতা কম থাকে বলে চোখ শুষ্ক হতে পারে এবং বিভিন্ন ধরনের অস্বস্তি ও জ্বালাপোড়ার সৃষ্টি হয়। তবে কয়েকটি বিষয় বিবেচনায় রাখলে এ ধরনের সমস্যা এড়িয়ে চলা সম্ভব।
যা মেনে চলবেন
» চোখ পরিষ্কার রাখুন। চোখে ধুলাবালি জমতে দেবেন না। বাইরে থেকে এসে ঠান্ডা পানিতে চোখ ধুয়ে ফেলতে হবে।
» শরীরে পানির ঘাটতি রাখা যাবে না। পানির ঘাটতি চোখের সমস্যা বাড়িয়ে তোলে। চোখ আর্দ্র রাখতে শীতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। আপনি চাইলে স্যুপও খেতে পারেন।
» দীর্ঘক্ষণ কম্পিউটার বা ল্যাপটপের পর্দার দিকে তাকিয়ে থাকবেন না। এতে চোখের ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি থাকে। তাই ২০ মিনিট পরপর ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট দূরে তাকাতে হবে।
» নির্দিষ্ট সময়ের জন্য কন্টাক্ট লেন্স ব্যবহার করুন। এটি ব্যবহারে শুষ্ক চোখে সমস্যা আরও বাড়তে পারে। তাই দিনে পাঁচ থেকে ছয় ঘণ্টার বেশি চোখে কন্টাক্ট লেন্স ব্যবহার করবেন না।
» ঘন ঘন চোখ ঘষা এড়িয়ে চলুন। এটি আপনার চোখের লেন্স বা কর্নিয়ার ক্ষতি করতে পারে। শীতকালে এই সমস্যা বাড়তে পারে। তাই সতর্ক থাকতে হবে।
» ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ খাবার খান। এ ধরনের খাবার চোখের জন্য উপকারী। এই খাবারগুলো চোখে বেশি পরিমাণে জলীয় পদার্থ তৈরি করে। ফলে চোখ শুকিয়ে যাওয়ার প্রবণতা কমে যায়। সমুদ্রের তৈলাক্ত মাছে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়।
» ধূমপান শুষ্ক চোখের সমস্যায় সরাসরি প্রভাব ফেলে। দীর্ঘস্থায়ী ধূমপায়ীদের শুষ্ক চোখের প্রবণতা বেশি থাকে। এ জন্য চোখের সুরক্ষায় ধূমপান ছাড়তে হবে।
» ঘরের আর্দ্রতা নিয়ন্ত্রণের জন্য এয়ার হিউমিডিফায়ার ব্যবহার করতে হবে।
» শীতকালে নিয়মিত সানগ্লাস ব্যবহার করতে হবে। এ সময় এর গুরুত্ব অনেক বেশি। বিশেষজ্ঞদের মতে, ঠান্ডার দিনগুলোতে সূর্যের অতিবেগুনি রশ্মি চোখের মারাত্মক ক্ষতি করে।
» চোখ শুষ্ক হওয়ার সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শে চোখের ড্রপ ব্যবহার করতে হবে।
ডা. মো. আরমান হোসেন রনি, কনসালট্যান্ট (চক্ষু), দীন মো. আই হসপিটাল, সোবহানবাগ, ঢাকা

বাংলাদেশের ওষুধ শিল্প বর্তমানে গভীর সংকটের মুখে পড়েছে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে, আর এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতি সহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা...
৩ দিন আগে
গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, গর্ভবতী নারীদের প্যারাসিটামল সেবন করা উচিত নয়, এতে ক্ষতি হয়। ট্রাম্প দাবি করেন, গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবন নিরাপদ নয় এবং এতে শিশুদের অটিজম, এডিএইচডি বা বিকাশজনিত সমস্যার ঝুঁকি বাড়ে। এই ওষুধ না গ্রহণের পক্ষে নারীদের ‘প্রাণপণে লড়াই’ করা উচিত।
৩ দিন আগে
নাক, কান ও গলা—অন্যান্য অঙ্গের মতো এই তিন অঙ্গ আমাদের দৈনন্দিন ব্যবহারিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শ্বাস নেওয়া, কথা বলা, শোনা কিংবা খাবার গ্রহণ—এসব অঙ্গের ওপর নির্ভরশীল। সামান্য অসচেতনতা কিংবা ভুল অভ্যাসের কারণে এগুলোতে জটিল ও দীর্ঘমেয়াদি রোগ দেখা দিতে পারে।
৪ দিন আগে
ওজন কমানোর নামে খাবার তালিকা থেকে শর্করা বা কার্বোহাইড্রেট বাদ দেওয়া এখন একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া ডায়াবেটিস বা রক্তে কোলেস্টরেলের মাত্রা নিয়ন্ত্রণেও সবার আগে খাদ্যতালিকা থেকে কার্বোহাইড্রেট বাদ দেওয়া হয়।
৪ দিন আগে