ডা. জাহেদ পারভেজ

যেকোনো বয়সে মাথার চুল পড়ে টাক হতে পারে। এটি এখন তেমন কোনো চিন্তার কারণ নয়। এর জন্য আছে আধুনিক চিকিৎসা পদ্ধতি।
চুল পড়ে টাক হয়ে গেলে, তা আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে প্রতিস্থাপনের নাম হলো হেয়ার ট্রান্সপ্লান্ট। এ পদ্ধতিতে মাথার এক অংশ থেকে চুল নিয়ে অন্য অংশে লাগিয়ে দেওয়া হয়। মাথার পেছন দিকে ও কানের দুই পাশের অংশকে বলে পারমানেন্ট জোন। এখানকার চুল সাধারণত পড়ে না। মাথার সামনের অংশ হলো টেম্পোরারি জোন। এই অংশের চুল নানা কারণে ঝরে যায়। ট্রান্সপ্লান্টের সময় পারমানেন্ট জোন থেকে চুল বা ফলিকল তুলে টেম্পোরারি জোনে স্থাপন করা হয়ে থাকে।
চুল পড়ার কারণ
⊲ খুব বেশি তৈলাক্ত খাবার খাওয়া
⊲ বেশি মানসিক চাপ
⊲ দীর্ঘদিন অসুস্থ থাকা
⊲ হরমোনের ভারসাম্যহীনতা
⊲ ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
⊲ চুলের সঠিক পরিচর্যার অভাব
⊲ বংশগত ইতিহাস
চুল প্রতিস্থাপন যাঁদের জন্য
⊲ টাক নিয়ে যাঁরা হীনম্মন্যতায় ভোগেন
⊲ যেসব পুরুষের সামনের অংশের চুল পড়ে গেছে কিন্তু পেছনের অংশের চুল আছে
⊲ যে নারীর অতিরিক্ত চুল পড়ে বা চুল পাতলা হয়ে গেছে
⊲ মাথার ত্বকে আঘাত পেয়ে যাঁদের চুল পড়ে গেছে
⊲ যাঁদের স্থায়ী টাক হয়েছে
⊲ পরচুলা ব্যবহারের কারণে যাঁদের মাথার ত্বকে সংক্রমণ হয়েছিল
করাতে পারবেন না যাঁরা
⊲ দীর্ঘমেয়াদি ওষুধের কারণে যাঁদের চুল পড়ে গেছে
⊲ যাঁদের কেমোথেরাপি দিতে হচ্ছে
⊲ যাঁদের মাথার টাক পুরো মাথাজুড়ে
⊲ ট্রান্সপ্ল্যান্ট করার জন্য যাঁদের মাথার দুই পাশে বা অন্য জায়গায় চুল নেই
⊲ আঘাত বা অস্ত্রোপচারের পর মাথার ত্বকে পুরু ফাইব্রাস কেলয়ডের দাগ হয়েছে হেয়ার ট্রান্সপ্লান্টের পর করণীয়
⊲ হেয়ার ট্রান্সপ্লান্টের পর ক্ষত সারা ও ব্যথা কমানোর জন্য ওষুধ দেওয়া হয়।
⊲ চুল পুনঃবৃদ্ধি করতে চিকিৎসকেরা মিনোক্সিডিল, ফিনাস্টারাইড বা কিছুদিন পর থেকে পিআরপি থেরাপি দিয়ে থাকেন।
⊲ হালকা ড্রেসিং করা হয়, যা প্রতিদিন পরিবর্তন করতে হয়।
⊲ প্রতিস্থাপন করা অংশে রোদ লাগানো যাবে না।
⊲ নিয়মিত ভালো মানের শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে হবে।
⊲ চুল প্রতিস্থাপনের ৩ থেকে ৪ দিন পরে স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন।
সতর্কতা
তবে বিশেষজ্ঞ হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জনকে দিয়ে কাজটি করতে হবে। রোগীকে প্রাথমিক পর্যায়ে কিছু নিয়ম মেনে চলতে হবে। তাই চিকিৎসকের পরামর্শ মতো চলতে হবে।
ডা. জাহেদ পারভেজ, সহকারী অধ্যাপক,ত্বক-চর্ম-যৌন ও হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল

যেকোনো বয়সে মাথার চুল পড়ে টাক হতে পারে। এটি এখন তেমন কোনো চিন্তার কারণ নয়। এর জন্য আছে আধুনিক চিকিৎসা পদ্ধতি।
চুল পড়ে টাক হয়ে গেলে, তা আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে প্রতিস্থাপনের নাম হলো হেয়ার ট্রান্সপ্লান্ট। এ পদ্ধতিতে মাথার এক অংশ থেকে চুল নিয়ে অন্য অংশে লাগিয়ে দেওয়া হয়। মাথার পেছন দিকে ও কানের দুই পাশের অংশকে বলে পারমানেন্ট জোন। এখানকার চুল সাধারণত পড়ে না। মাথার সামনের অংশ হলো টেম্পোরারি জোন। এই অংশের চুল নানা কারণে ঝরে যায়। ট্রান্সপ্লান্টের সময় পারমানেন্ট জোন থেকে চুল বা ফলিকল তুলে টেম্পোরারি জোনে স্থাপন করা হয়ে থাকে।
চুল পড়ার কারণ
⊲ খুব বেশি তৈলাক্ত খাবার খাওয়া
⊲ বেশি মানসিক চাপ
⊲ দীর্ঘদিন অসুস্থ থাকা
⊲ হরমোনের ভারসাম্যহীনতা
⊲ ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
⊲ চুলের সঠিক পরিচর্যার অভাব
⊲ বংশগত ইতিহাস
চুল প্রতিস্থাপন যাঁদের জন্য
⊲ টাক নিয়ে যাঁরা হীনম্মন্যতায় ভোগেন
⊲ যেসব পুরুষের সামনের অংশের চুল পড়ে গেছে কিন্তু পেছনের অংশের চুল আছে
⊲ যে নারীর অতিরিক্ত চুল পড়ে বা চুল পাতলা হয়ে গেছে
⊲ মাথার ত্বকে আঘাত পেয়ে যাঁদের চুল পড়ে গেছে
⊲ যাঁদের স্থায়ী টাক হয়েছে
⊲ পরচুলা ব্যবহারের কারণে যাঁদের মাথার ত্বকে সংক্রমণ হয়েছিল
করাতে পারবেন না যাঁরা
⊲ দীর্ঘমেয়াদি ওষুধের কারণে যাঁদের চুল পড়ে গেছে
⊲ যাঁদের কেমোথেরাপি দিতে হচ্ছে
⊲ যাঁদের মাথার টাক পুরো মাথাজুড়ে
⊲ ট্রান্সপ্ল্যান্ট করার জন্য যাঁদের মাথার দুই পাশে বা অন্য জায়গায় চুল নেই
⊲ আঘাত বা অস্ত্রোপচারের পর মাথার ত্বকে পুরু ফাইব্রাস কেলয়ডের দাগ হয়েছে হেয়ার ট্রান্সপ্লান্টের পর করণীয়
⊲ হেয়ার ট্রান্সপ্লান্টের পর ক্ষত সারা ও ব্যথা কমানোর জন্য ওষুধ দেওয়া হয়।
⊲ চুল পুনঃবৃদ্ধি করতে চিকিৎসকেরা মিনোক্সিডিল, ফিনাস্টারাইড বা কিছুদিন পর থেকে পিআরপি থেরাপি দিয়ে থাকেন।
⊲ হালকা ড্রেসিং করা হয়, যা প্রতিদিন পরিবর্তন করতে হয়।
⊲ প্রতিস্থাপন করা অংশে রোদ লাগানো যাবে না।
⊲ নিয়মিত ভালো মানের শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে হবে।
⊲ চুল প্রতিস্থাপনের ৩ থেকে ৪ দিন পরে স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন।
সতর্কতা
তবে বিশেষজ্ঞ হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জনকে দিয়ে কাজটি করতে হবে। রোগীকে প্রাথমিক পর্যায়ে কিছু নিয়ম মেনে চলতে হবে। তাই চিকিৎসকের পরামর্শ মতো চলতে হবে।
ডা. জাহেদ পারভেজ, সহকারী অধ্যাপক,ত্বক-চর্ম-যৌন ও হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল

দেশের স্বাস্থ্য খাতে এক নতুন দিগন্তের সূচনা হলো। সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমাতে এবং ওষুধের বাজার নিয়ন্ত্রণে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি উপদেষ্টা পরিষদে জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা (ইডিএল) সম্প্রসারণ এবং এগুলোর মূল্য নির্ধারণের নতুন গাইডলাইন অনুমোদন করা হয়েছে।
২ দিন আগে
কোষ্ঠকাঠিন্য নিয়ে আমাদের সবার কমবেশি জানাশোনা আছে। তবে এটি জেনে রাখা ভালো যে অন্যান্য ঋতুর চেয়ে শীতকালে কোষ্ঠকাঠিন্য বেশি হয়। এ ছাড়া বয়স্ক মানুষ ও নারীদের এটি হওয়ার হার বেশি। ফলে শীতকালে অন্য সময়ের চেয়ে বেশি সতর্ক থাকতে হয়। প্রশ্ন হলো, কোষ্ঠকাঠিন্য কেন হয়? এর অনেক কারণ রয়েছে।
৩ দিন আগে
শীতের হিমেল হাওয়া আমাদের ত্বকে টান ধরায়। শুধু তা-ই নয়, এটি আমাদের কানের স্বাস্থ্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। শীতকালীন ঠান্ডা ও আর্দ্রতা কানে ইনফেকশন থেকে শুরু করে শ্রবণশক্তির দীর্ঘমেয়াদি ক্ষতিও করতে পারে।
৩ দিন আগে
ঘুম ভালো হওয়া সুস্থ জীবনের অন্যতম শর্ত। কিন্তু বিভিন্ন কারণে বর্তমান জীবনে অনিদ্রা অনেকের সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অথচ পর্যাপ্ত ও সময়মতো ঘুম মানসিক স্বাস্থ্যের পাশাপাশি ত্বক এবং শরীরের জন্য উপকারী।
৩ দিন আগে