
দেশে প্রায় সাড়ে ৪ কোটি মানুষ ফ্যাটিলিভারে আক্রান্ত। বাংলাদেশে বিভিন্ন রোগে যাদের মৃত্যু হয় তাদের মধ্যে ২ দশমিক ৮২ শতাংশরে মৃত্যুর কারণ লিভার বা যকৃতের রোগ। আজ সোমবার দুপুরে রাজধানীর গুলশানের উদয় টাওয়ারে অনুষ্ঠিত কার্নিভাল কেয়ার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটলজি বিভাগের প্রধান অধ্যাপক মামুন আল মাহতাব, বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক এম এ রহিম, কার্নিভাল কেয়ার-এর ডিরেক্টর ওয়ালী উল ইসলাম, কার্নিভাল কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা চিকিৎসক ফারশিদ ভূঁইয়া, ডটলাইনস গ্রুপের চেয়ারম্যান মাহবুবুল মতিন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, লিভার ক্যানসার চিকিৎসায় আরএফএ অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, টেইস অর্থাৎ ট্রান্সআরটারিয়ালকেমো এমবোলাইজেশন, লিভার সিরোসিসের চিকিৎসায় আধুনিক স্টেম সেল থেরাপি, লিভার ডায়ালাইসিস এবং প্লাজমা এক্সচেঞ্জসহ সব লিভার রোগের অত্যাধুনিক চিকিৎসা রয়েছে। যকৃৎ চিকিৎসায় গ্রাম ও শহরের চিকিৎসা সেবার এই বিভাজন দূর করায় অনলাইন সেবা ভূমিকা রাখতে পারে।
বক্তারা জানান, রোগীদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে কার্নিভাল কেয়ার সম্পৃক্ত হয়েছে বিশেষায়িত লিভার সেন্টারের। লিভার সিরোসিস রোগের অন্যতম প্রধান কারণ ফ্যাটিলিভারে আক্রান্ত হওয়া। এ ছাড়া হেপাটাইটিস বি--তে আক্রান্ত দেশের প্রায় শতকরা ১০ শতাংশ মানুষ। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় রয়েছে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, লিভার সিরোসিস এবং লিভার ক্যানসারের অসংখ্য রোগী। যারা যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত।

দেশে প্রায় সাড়ে ৪ কোটি মানুষ ফ্যাটিলিভারে আক্রান্ত। বাংলাদেশে বিভিন্ন রোগে যাদের মৃত্যু হয় তাদের মধ্যে ২ দশমিক ৮২ শতাংশরে মৃত্যুর কারণ লিভার বা যকৃতের রোগ। আজ সোমবার দুপুরে রাজধানীর গুলশানের উদয় টাওয়ারে অনুষ্ঠিত কার্নিভাল কেয়ার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটলজি বিভাগের প্রধান অধ্যাপক মামুন আল মাহতাব, বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক এম এ রহিম, কার্নিভাল কেয়ার-এর ডিরেক্টর ওয়ালী উল ইসলাম, কার্নিভাল কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা চিকিৎসক ফারশিদ ভূঁইয়া, ডটলাইনস গ্রুপের চেয়ারম্যান মাহবুবুল মতিন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, লিভার ক্যানসার চিকিৎসায় আরএফএ অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, টেইস অর্থাৎ ট্রান্সআরটারিয়ালকেমো এমবোলাইজেশন, লিভার সিরোসিসের চিকিৎসায় আধুনিক স্টেম সেল থেরাপি, লিভার ডায়ালাইসিস এবং প্লাজমা এক্সচেঞ্জসহ সব লিভার রোগের অত্যাধুনিক চিকিৎসা রয়েছে। যকৃৎ চিকিৎসায় গ্রাম ও শহরের চিকিৎসা সেবার এই বিভাজন দূর করায় অনলাইন সেবা ভূমিকা রাখতে পারে।
বক্তারা জানান, রোগীদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে কার্নিভাল কেয়ার সম্পৃক্ত হয়েছে বিশেষায়িত লিভার সেন্টারের। লিভার সিরোসিস রোগের অন্যতম প্রধান কারণ ফ্যাটিলিভারে আক্রান্ত হওয়া। এ ছাড়া হেপাটাইটিস বি--তে আক্রান্ত দেশের প্রায় শতকরা ১০ শতাংশ মানুষ। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় রয়েছে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, লিভার সিরোসিস এবং লিভার ক্যানসারের অসংখ্য রোগী। যারা যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত।

বাংলাদেশের ওষুধ শিল্প বর্তমানে গভীর সংকটের মুখে পড়েছে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে, আর এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতি সহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা...
২ দিন আগে
গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, গর্ভবতী নারীদের প্যারাসিটামল সেবন করা উচিত নয়, এতে ক্ষতি হয়। ট্রাম্প দাবি করেন, গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবন নিরাপদ নয় এবং এতে শিশুদের অটিজম, এডিএইচডি বা বিকাশজনিত সমস্যার ঝুঁকি বাড়ে। এই ওষুধ না গ্রহণের পক্ষে নারীদের ‘প্রাণপণে লড়াই’ করা উচিত।
৩ দিন আগে
নাক, কান ও গলা—অন্যান্য অঙ্গের মতো এই তিন অঙ্গ আমাদের দৈনন্দিন ব্যবহারিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শ্বাস নেওয়া, কথা বলা, শোনা কিংবা খাবার গ্রহণ—এসব অঙ্গের ওপর নির্ভরশীল। সামান্য অসচেতনতা কিংবা ভুল অভ্যাসের কারণে এগুলোতে জটিল ও দীর্ঘমেয়াদি রোগ দেখা দিতে পারে।
৩ দিন আগে
ওজন কমানোর নামে খাবার তালিকা থেকে শর্করা বা কার্বোহাইড্রেট বাদ দেওয়া এখন একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া ডায়াবেটিস বা রক্তে কোলেস্টরেলের মাত্রা নিয়ন্ত্রণেও সবার আগে খাদ্যতালিকা থেকে কার্বোহাইড্রেট বাদ দেওয়া হয়।
৩ দিন আগে