অধ্যাপক ডা. এস এম এ এরফান

ফিস্টুলা থেকে পরিত্রাণের জন্য এখন আর ভারত বা সিঙ্গাপুর যাওয়ার প্রয়োজন নেই। দেশেই এখন এ রোগের মানসম্মত চিকিৎসা হচ্ছে। ফিস্টুলা বা ফিস্টুলা ইন এনো পায়ুপথের একটি রোগ। যাকে প্রচলিত ভাষায় নালিও বলা হয়। এটি দেখতে নালির মতো, যার একটি মুখ পায়ুপথের বাইরে থাকে, আর একটি মুখ থাকে পায়ুপথের ভেতরের দিকে। এই নালি দিয়ে পুঁজ, রক্ত ইত্যাদি বের হতে থাকে। তারপর ফুলে যাওয়া, ব্যথা করা, পায়খানা করতে সমস্যা ইত্যাদি হতে পারে। বিষয়টি কখনো কখনো বড় উপদ্রবের বিষয় হয়ে দাঁড়ায়।
প্রচলিত চিকিৎসা
এটির প্রচলিত সমাধান হচ্ছে ফিস্টুলোটমি ও ফিস্টুলোকস্টমি। এতে পুরো নালি কেটে ফেলা হয়। এর ফলে বড় একটি ক্ষত তৈরি হয়। সেটি ড্রেসিং করে ভালো করতে হয়। এই ক্ষত শুকাতে দুই থেকে তিন মাস পর্যন্ত সময় লাগে। হাই লেভেল ফিস্টুলা হলে তিন থেকে চার ধাপে অপারেশন করাতে হয়। ফলে রোগীদের অনেক কষ্ট করতে হয়। একাধিক অপারেশন করাতে রোগীদের অনেক অর্থও ব্যয় করতে হয়। এই অপারেশনের একটি পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে, মল ধরে রাখতে সমস্যা হয়। সিটন পদ্ধতি নামেও ফিস্টুলার একটি অপারেশন পদ্ধতি আছে। জটিল ফিস্টুলার ক্ষেত্রে এ পদ্ধতিতে দুই তিন ধাপে অপারেশন করা হয়। প্রতিটি ধাপের মধ্যবর্তী পর্যায়ে ৭ থেকে ১০ দিন বিরতি দেওয়া হয়। সাধারণত কোমরের নিচ থেকে অবশ করে অপারেশন করা হয়। এক-দুই দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়। ফিস্টুলা অপারেশনের পর ঘা শুকাতে চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে । যেকোনো অপারেশনের পর সে জায়গাটি সম্পূর্ণ জীবাণুমুক্ত রাখতে তা ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখা হয়। কিন্তু পায়ুপথের কোনো অপারেশন সম্পূর্ণ জীবাণুমুক্ত করে শেষ করা সম্ভব হয় না। কারণ সেখানে স্বাভাবিকভাবে কোটি কোটি জীবাণু থাকে। এ জন্য প্রতি মুহূর্তে অপারেশনের জায়গাটিতে জীবাণুর সংক্রমণ হয়।
আধুনিক চিকিৎসা
দেশে লেজারের মাধ্যমে কাটাছেঁড়া ছাড়া এবং সহনীয়ভাবে জটিল ফিস্টুলার চিকিৎসা সম্ভব হচ্ছে এখন। দেশের চিকিৎসকেরা দক্ষ হাতে এ রোগের অপারেশন করাচ্ছেন এবং রোগীরা সুস্থ হয়ে উঠছেন। পায়ুপথের বিভিন্ন রোগে সর্বাধুনিক একটি চিকিৎসা হলো লেজার অপারেশন। এর নাম লেজার ফিস্টুলা ক্লোজার। পায়ুপথের এনাল ফিস্টুলা রোগে এ পদ্ধতিতে চিকিৎসা করা যায়। এ প্রক্রিয়ায় কোনো কাটাছেঁড়া করতে হয় না বলে ক্ষত ও রক্তপাত হয় না। ফলে সেলাইও করতে হয় না। এ জন্য পায়ুপথে ব্যথা, ক্ষত ইত্যাদি থাকে না। দীর্ঘদিন ড্রেসিং করা, গরম পানিতে বসা–যা সাধারণত পায়ুপথের বিভিন্ন অপারেশনের পর করতে হয়। অপারেশন। লেজার চিকিৎসায় এসবের প্রয়োজন হয় না।
লেখক: অধ্যাপক ও কলোরেক্টাল সার্জন
চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শ্যামলী, ঢাকা

ফিস্টুলা থেকে পরিত্রাণের জন্য এখন আর ভারত বা সিঙ্গাপুর যাওয়ার প্রয়োজন নেই। দেশেই এখন এ রোগের মানসম্মত চিকিৎসা হচ্ছে। ফিস্টুলা বা ফিস্টুলা ইন এনো পায়ুপথের একটি রোগ। যাকে প্রচলিত ভাষায় নালিও বলা হয়। এটি দেখতে নালির মতো, যার একটি মুখ পায়ুপথের বাইরে থাকে, আর একটি মুখ থাকে পায়ুপথের ভেতরের দিকে। এই নালি দিয়ে পুঁজ, রক্ত ইত্যাদি বের হতে থাকে। তারপর ফুলে যাওয়া, ব্যথা করা, পায়খানা করতে সমস্যা ইত্যাদি হতে পারে। বিষয়টি কখনো কখনো বড় উপদ্রবের বিষয় হয়ে দাঁড়ায়।
প্রচলিত চিকিৎসা
এটির প্রচলিত সমাধান হচ্ছে ফিস্টুলোটমি ও ফিস্টুলোকস্টমি। এতে পুরো নালি কেটে ফেলা হয়। এর ফলে বড় একটি ক্ষত তৈরি হয়। সেটি ড্রেসিং করে ভালো করতে হয়। এই ক্ষত শুকাতে দুই থেকে তিন মাস পর্যন্ত সময় লাগে। হাই লেভেল ফিস্টুলা হলে তিন থেকে চার ধাপে অপারেশন করাতে হয়। ফলে রোগীদের অনেক কষ্ট করতে হয়। একাধিক অপারেশন করাতে রোগীদের অনেক অর্থও ব্যয় করতে হয়। এই অপারেশনের একটি পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে, মল ধরে রাখতে সমস্যা হয়। সিটন পদ্ধতি নামেও ফিস্টুলার একটি অপারেশন পদ্ধতি আছে। জটিল ফিস্টুলার ক্ষেত্রে এ পদ্ধতিতে দুই তিন ধাপে অপারেশন করা হয়। প্রতিটি ধাপের মধ্যবর্তী পর্যায়ে ৭ থেকে ১০ দিন বিরতি দেওয়া হয়। সাধারণত কোমরের নিচ থেকে অবশ করে অপারেশন করা হয়। এক-দুই দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়। ফিস্টুলা অপারেশনের পর ঘা শুকাতে চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে । যেকোনো অপারেশনের পর সে জায়গাটি সম্পূর্ণ জীবাণুমুক্ত রাখতে তা ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখা হয়। কিন্তু পায়ুপথের কোনো অপারেশন সম্পূর্ণ জীবাণুমুক্ত করে শেষ করা সম্ভব হয় না। কারণ সেখানে স্বাভাবিকভাবে কোটি কোটি জীবাণু থাকে। এ জন্য প্রতি মুহূর্তে অপারেশনের জায়গাটিতে জীবাণুর সংক্রমণ হয়।
আধুনিক চিকিৎসা
দেশে লেজারের মাধ্যমে কাটাছেঁড়া ছাড়া এবং সহনীয়ভাবে জটিল ফিস্টুলার চিকিৎসা সম্ভব হচ্ছে এখন। দেশের চিকিৎসকেরা দক্ষ হাতে এ রোগের অপারেশন করাচ্ছেন এবং রোগীরা সুস্থ হয়ে উঠছেন। পায়ুপথের বিভিন্ন রোগে সর্বাধুনিক একটি চিকিৎসা হলো লেজার অপারেশন। এর নাম লেজার ফিস্টুলা ক্লোজার। পায়ুপথের এনাল ফিস্টুলা রোগে এ পদ্ধতিতে চিকিৎসা করা যায়। এ প্রক্রিয়ায় কোনো কাটাছেঁড়া করতে হয় না বলে ক্ষত ও রক্তপাত হয় না। ফলে সেলাইও করতে হয় না। এ জন্য পায়ুপথে ব্যথা, ক্ষত ইত্যাদি থাকে না। দীর্ঘদিন ড্রেসিং করা, গরম পানিতে বসা–যা সাধারণত পায়ুপথের বিভিন্ন অপারেশনের পর করতে হয়। অপারেশন। লেজার চিকিৎসায় এসবের প্রয়োজন হয় না।
লেখক: অধ্যাপক ও কলোরেক্টাল সার্জন
চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শ্যামলী, ঢাকা

বাংলাদেশের ওষুধ শিল্প বর্তমানে গভীর সংকটের মুখে পড়েছে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে, আর এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতি সহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা...
২ দিন আগে
গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, গর্ভবতী নারীদের প্যারাসিটামল সেবন করা উচিত নয়, এতে ক্ষতি হয়। ট্রাম্প দাবি করেন, গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবন নিরাপদ নয় এবং এতে শিশুদের অটিজম, এডিএইচডি বা বিকাশজনিত সমস্যার ঝুঁকি বাড়ে। এই ওষুধ না গ্রহণের পক্ষে নারীদের ‘প্রাণপণে লড়াই’ করা উচিত।
২ দিন আগে
নাক, কান ও গলা—অন্যান্য অঙ্গের মতো এই তিন অঙ্গ আমাদের দৈনন্দিন ব্যবহারিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শ্বাস নেওয়া, কথা বলা, শোনা কিংবা খাবার গ্রহণ—এসব অঙ্গের ওপর নির্ভরশীল। সামান্য অসচেতনতা কিংবা ভুল অভ্যাসের কারণে এগুলোতে জটিল ও দীর্ঘমেয়াদি রোগ দেখা দিতে পারে।
২ দিন আগে
ওজন কমানোর নামে খাবার তালিকা থেকে শর্করা বা কার্বোহাইড্রেট বাদ দেওয়া এখন একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া ডায়াবেটিস বা রক্তে কোলেস্টরেলের মাত্রা নিয়ন্ত্রণেও সবার আগে খাদ্যতালিকা থেকে কার্বোহাইড্রেট বাদ দেওয়া হয়।
২ দিন আগে