Ajker Patrika

এক দিনে দ্বিগুণের বেশি বেড়ে ডেঙ্গু আক্রান্ত ৩৫২ জন, মৃত্যু ১

অনলাইন ডেস্ক
আপডেট : ২১ জুন ২০২৫, ২১: ২৭
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী। ছবি: আজকের পত্রিকা
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী। ছবি: আজকের পত্রিকা

দেশে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩৫২ রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) এই হিসাব পাওয়া গেছে।

আজ শনিবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল (২০ জুন) ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছিল। অর্থ্যাৎ এক দিনে ডেঙ্গু আক্রান্ত ব্যক্তির সংখ্যা দ্বিগুণের বেশি হয়েছে। এর আগে ১৯ জুন ২৪৮ জন, ১৭ জুন ২৪৪ জন, ১৬ জুন ২৩৪ জন এবং ১৫ জুন ২৪৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

এ নিয়ে চলতি বছর জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৪২৯। আর মৃত্যু হলো ৩১ জনের।

হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আজ একজন নারীর মৃত্যুর খবর দিয়েছে। ২৫ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়েছে কুমিল্লা ট্রমা সেন্টারে। তাঁর বাড়ি কুমিল্লা জেলার বরুড়ার নলুয়ায়।

এ বছর বরিশাল বিভাগের জেলাগুলোয় ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। আজকের হিসাবে ৩৫২ জনের মধ্যে ১৬৭ জনই বরিশাল বিভাগের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪ জন রয়েছে। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৪১৩ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২১ বছর বয়সেই ব্যবসায় বাজিমাত, দুই বছরে বিক্রি আড়াই কোটির বেশি

নিহতের ফোনের ভিডিওতে মিলল ৫ আগস্ট যাত্রাবাড়ীতে হত্যাকাণ্ডের ভয়াবহ চিত্র: বিবিসির অনুসন্ধান

ইন্টারনেট ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী

জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন হাসিনা, ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে জানাল বিবিসি

চীন-পাকিস্তান-বাংলাদেশের স্বার্থ মিলে গেলে ভারতের নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে: জেনারেল অনিল চৌহান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত