নিজস্ব প্রতিবেদক

আমাদের দেশে অনেক ধরনের ওষুধ তৈরি হচ্ছে। এবার ওষুধের মতো ভ্যাক্সিনও দেশেই তৈরির চেষ্টা করা হচ্ছে। ভ্যাক্সিন তৈরির জন্য একটি কারখানা দেখা হয়েছে এবং আমরা সেদিকে এগোচ্ছি বলে জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। অতিদ্রুত দেশেই টিকা উৎপাদনের জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বলেও জানান তিনি।
রোববার (২১ মার্চ) তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) নবনির্মিত ভবনের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন ভবন নির্মাণের ফলে স্টোরের যে জায়গা সংকীর্ণতা ছিল, তা দূর হওয়ার পাশাপাশি সেবার মান বাড়বে। বর্তমানে ৬০০টির বেশি হাসপাতাল, ২০ হাজারের বেশি স্বাস্থ্যসেবা ইউনিট রয়েছে। সব হাসপাতালে যন্ত্রপাতি, ওষুধ পৌঁছে দেয়ও একটি গুরুত্বপূর্ণ কাজ।
স্বাস্থ্যসেবার মান উন্নত করতে হলে যেমন ডাক্তার ও নার্স প্রয়োজন তেমনি সঠিক সময়ে যন্ত্রপাতি ও ওষুধ পৌঁছে দেওয়ার কাজটি করছে সিএমএসডি'র। তাদের কাজ বৃদ্ধি পেয়েছে। দেশে ৮টি মেডিকেল কলেজ থেকে এখন ৩২টি হয়েছে। এছাড়া জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে বেড সংখ্যা বাড়ছে। ফলে সিএমএসডির কাজের পরিধিও বাড়ছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি না মানায় বাড়ছে করোনা। বর্তমানে সংক্রমণ ২ থেকে ১০ শতাংশে উঠেছে। জনগণের সহযোগিতা না পেলে করোনা সংক্রমণ কমানো সম্ভব না। স্বাস্থ্যবিধি মেনে চলুন না হলে মোবাইল কোর্ট এর জরিমানার মুখে পড়তে হবে এবং করোনা আক্রান্ত হবেন বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় অতিরিক্ত সচিব ও সিএমএসডির পরিচালক আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের দুই অতিরিক্ত মহাপরিচালক সেব্রিনা ফ্লোরা ও নাসিমা সুলতানা।

আমাদের দেশে অনেক ধরনের ওষুধ তৈরি হচ্ছে। এবার ওষুধের মতো ভ্যাক্সিনও দেশেই তৈরির চেষ্টা করা হচ্ছে। ভ্যাক্সিন তৈরির জন্য একটি কারখানা দেখা হয়েছে এবং আমরা সেদিকে এগোচ্ছি বলে জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। অতিদ্রুত দেশেই টিকা উৎপাদনের জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বলেও জানান তিনি।
রোববার (২১ মার্চ) তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) নবনির্মিত ভবনের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নতুন ভবন নির্মাণের ফলে স্টোরের যে জায়গা সংকীর্ণতা ছিল, তা দূর হওয়ার পাশাপাশি সেবার মান বাড়বে। বর্তমানে ৬০০টির বেশি হাসপাতাল, ২০ হাজারের বেশি স্বাস্থ্যসেবা ইউনিট রয়েছে। সব হাসপাতালে যন্ত্রপাতি, ওষুধ পৌঁছে দেয়ও একটি গুরুত্বপূর্ণ কাজ।
স্বাস্থ্যসেবার মান উন্নত করতে হলে যেমন ডাক্তার ও নার্স প্রয়োজন তেমনি সঠিক সময়ে যন্ত্রপাতি ও ওষুধ পৌঁছে দেওয়ার কাজটি করছে সিএমএসডি'র। তাদের কাজ বৃদ্ধি পেয়েছে। দেশে ৮টি মেডিকেল কলেজ থেকে এখন ৩২টি হয়েছে। এছাড়া জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে বেড সংখ্যা বাড়ছে। ফলে সিএমএসডির কাজের পরিধিও বাড়ছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি না মানায় বাড়ছে করোনা। বর্তমানে সংক্রমণ ২ থেকে ১০ শতাংশে উঠেছে। জনগণের সহযোগিতা না পেলে করোনা সংক্রমণ কমানো সম্ভব না। স্বাস্থ্যবিধি মেনে চলুন না হলে মোবাইল কোর্ট এর জরিমানার মুখে পড়তে হবে এবং করোনা আক্রান্ত হবেন বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় অতিরিক্ত সচিব ও সিএমএসডির পরিচালক আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের দুই অতিরিক্ত মহাপরিচালক সেব্রিনা ফ্লোরা ও নাসিমা সুলতানা।

নাক, কান ও গলা—অন্যান্য অঙ্গের মতো এই তিন অঙ্গ আমাদের দৈনন্দিন ব্যবহারিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শ্বাস নেওয়া, কথা বলা, শোনা কিংবা খাবার গ্রহণ—এসব অঙ্গের ওপর নির্ভরশীল। সামান্য অসচেতনতা কিংবা ভুল অভ্যাসের কারণে এগুলোতে জটিল ও দীর্ঘমেয়াদি রোগ দেখা দিতে পারে।
৪ ঘণ্টা আগে
ওজন কমানোর নামে খাবার তালিকা থেকে শর্করা বা কার্বোহাইড্রেট বাদ দেওয়া এখন একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া ডায়াবেটিস বা রক্তে কোলেস্টরেলের মাত্রা নিয়ন্ত্রণেও সবার আগে খাদ্যতালিকা থেকে কার্বোহাইড্রেট বাদ দেওয়া হয়।
৪ ঘণ্টা আগে
আমরা আমাদের জীবনের প্রায় এক-তৃতীয়াংশ সময় ঘুমিয়ে কাটাই। অথচ আমরা কীভাবে ঘুমাচ্ছি, তার ওপর আমাদের মেরুদণ্ডের স্বাস্থ্য, শ্বাস-প্রশ্বাস এবং ঘুমের মান গভীরভাবে নির্ভরশীল।
৫ ঘণ্টা আগে
কখনো কি আয়নার দিকে তাকিয়ে মনে হয়েছে, বয়সের তুলনায় ত্বকে বয়সের ছাপ পড়ছে বেশি? আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজির তথ্যমতে, ২৫ থেকে ৬৫ বছর বয়সী প্রায় ৫০ শতাংশ মানুষ ব্রণ, দাগ, শুষ্কতা, নিষ্প্রভতা ও অকাল বার্ধক্যের মতো ত্বকের সমস্যায় ভোগেন।
৬ ঘণ্টা আগে