ডা. ইফফাত সামরিন মুনা

ডেন্টিস্টের কাছে গিয়ে আপনার সন্তানের প্রথম ডেন্টাল চেকআপ কোন বয়সে করিয়েছেন? কিংবা কোন বয়সে শিশুর প্রথম ডেন্টাল চেকআপ করাতে হয়, সেই বিষয়টি কি নিশ্চয় আপনার জানা আছে?
আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রির সুপারিশ হচ্ছে, শিশুর প্রথম দাঁত ওঠার ৬ মাসের মধ্যেই তাকে ডেন্টিস্টের কাছে চেকআপের জন্য নিয়ে যেতে হবে। আর না হলে অবশ্যই ১২ মাস বয়সের মধ্যে এই চেকআপ করাতে হবে।
অর্থাৎ আপনার শিশুর প্রথম দাঁত ৬ মাস বয়সে উঠলে আপনি ৬, ৭, ৮ এভাবে ১২ মাস বয়সের মধ্যে যেকোনো সময় তার প্রথম ডেন্টাল চেকআপ করাবেন। প্রথম দাঁত ৯ মাস বয়সে উঠলে হাতে আর ৬ মাস সময় থাকে। ৯, ১০, ১১ বা ১২ মাসের মধ্যেই প্রথম ডেন্টাল চেকআপ সেরে ফেলতে হবে।
তারপরেও কিছু সমস্যা থেকেই যায়। সেগুলো প্রশ্ন আকারে দেখা দেয় প্রায় সবার মনে। জেনে নেওয়া যাক বিষয়গুলো।
প্রশ্ন: শিশুর বয়স ১২ মাস চলছে। কিন্তু একটিও দাঁত ওঠেনি। এ অবস্থায় কী করবেন?
উত্তর: এ ক্ষেত্রে ১২ মাস পূর্ণ হলে ডেন্টিস্টের কাছে নিয়ে যেতে হবে।
প্রশ্ন: দাঁত ওঠার আগেই ডেন্টাল চেকআপ করানো যাবে?
উত্তর: হ্যাঁ। কোনো সমস্যার কারণে দাঁত ওঠেনি, নাকি স্বাভাবিকভাবেই দেরি হচ্ছে, এ তথ্য জানতেও চেকআপে যাওয়া জরুরি।
প্রশ্ন: কেন ডেন্টাল চেকআপ গুরুত্বপূর্ণ?
উত্তর: ছোট-বড় সবারই নিয়মিত ডেন্টাল চেকআপ করাতে হয়। যেহেতু আজকের লেখাটি শিশুদের বিষয়ে, তাই শিশুদের ডেন্টাল চেকআপ কেন গুরুত্বপূর্ণ, সেটাই উল্লেখ করছি।
ডা. ইফফাত সামরিন মুনা, কনসালট্যান্ট, হসপিটালিন অ্যাপ

ডেন্টিস্টের কাছে গিয়ে আপনার সন্তানের প্রথম ডেন্টাল চেকআপ কোন বয়সে করিয়েছেন? কিংবা কোন বয়সে শিশুর প্রথম ডেন্টাল চেকআপ করাতে হয়, সেই বিষয়টি কি নিশ্চয় আপনার জানা আছে?
আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রির সুপারিশ হচ্ছে, শিশুর প্রথম দাঁত ওঠার ৬ মাসের মধ্যেই তাকে ডেন্টিস্টের কাছে চেকআপের জন্য নিয়ে যেতে হবে। আর না হলে অবশ্যই ১২ মাস বয়সের মধ্যে এই চেকআপ করাতে হবে।
অর্থাৎ আপনার শিশুর প্রথম দাঁত ৬ মাস বয়সে উঠলে আপনি ৬, ৭, ৮ এভাবে ১২ মাস বয়সের মধ্যে যেকোনো সময় তার প্রথম ডেন্টাল চেকআপ করাবেন। প্রথম দাঁত ৯ মাস বয়সে উঠলে হাতে আর ৬ মাস সময় থাকে। ৯, ১০, ১১ বা ১২ মাসের মধ্যেই প্রথম ডেন্টাল চেকআপ সেরে ফেলতে হবে।
তারপরেও কিছু সমস্যা থেকেই যায়। সেগুলো প্রশ্ন আকারে দেখা দেয় প্রায় সবার মনে। জেনে নেওয়া যাক বিষয়গুলো।
প্রশ্ন: শিশুর বয়স ১২ মাস চলছে। কিন্তু একটিও দাঁত ওঠেনি। এ অবস্থায় কী করবেন?
উত্তর: এ ক্ষেত্রে ১২ মাস পূর্ণ হলে ডেন্টিস্টের কাছে নিয়ে যেতে হবে।
প্রশ্ন: দাঁত ওঠার আগেই ডেন্টাল চেকআপ করানো যাবে?
উত্তর: হ্যাঁ। কোনো সমস্যার কারণে দাঁত ওঠেনি, নাকি স্বাভাবিকভাবেই দেরি হচ্ছে, এ তথ্য জানতেও চেকআপে যাওয়া জরুরি।
প্রশ্ন: কেন ডেন্টাল চেকআপ গুরুত্বপূর্ণ?
উত্তর: ছোট-বড় সবারই নিয়মিত ডেন্টাল চেকআপ করাতে হয়। যেহেতু আজকের লেখাটি শিশুদের বিষয়ে, তাই শিশুদের ডেন্টাল চেকআপ কেন গুরুত্বপূর্ণ, সেটাই উল্লেখ করছি।
ডা. ইফফাত সামরিন মুনা, কনসালট্যান্ট, হসপিটালিন অ্যাপ

ঘাড়ের পেছনে বা বগলের নিচে ত্বক কুঁচকে কালো হয়ে যাওয়া মানেই সেটি সব সময় অপরিচ্ছন্নতার লক্ষণ নয়। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় এটি অনেক সময় ‘অ্যাকান্থোসিস নিগ্রিকান্স’ হতে পারে। সাধারণভাবে এটি ক্ষতিকর না হলেও, অনেক ক্ষেত্রে এটি ইনসুলিন রেজিস্ট্যান্স, হরমোনের ভারসাম্যহীনতা বা অন্যান্য বিপাকীয় সমস্যার
৭ ঘণ্টা আগে
দেশের স্বাস্থ্য খাতে এক নতুন দিগন্তের সূচনা হলো। সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমাতে এবং ওষুধের বাজার নিয়ন্ত্রণে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি উপদেষ্টা পরিষদে জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা (ইডিএল) সম্প্রসারণ এবং এগুলোর মূল্য নির্ধারণের নতুন গাইডলাইন অনুমোদন করা হয়েছে।
৩ দিন আগে
কোষ্ঠকাঠিন্য নিয়ে আমাদের সবার কমবেশি জানাশোনা আছে। তবে এটি জেনে রাখা ভালো যে অন্যান্য ঋতুর চেয়ে শীতকালে কোষ্ঠকাঠিন্য বেশি হয়। এ ছাড়া বয়স্ক মানুষ ও নারীদের এটি হওয়ার হার বেশি। ফলে শীতকালে অন্য সময়ের চেয়ে বেশি সতর্ক থাকতে হয়। প্রশ্ন হলো, কোষ্ঠকাঠিন্য কেন হয়? এর অনেক কারণ রয়েছে।
৪ দিন আগে
শীতের হিমেল হাওয়া আমাদের ত্বকে টান ধরায়। শুধু তা-ই নয়, এটি আমাদের কানের স্বাস্থ্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। শীতকালীন ঠান্ডা ও আর্দ্রতা কানে ইনফেকশন থেকে শুরু করে শ্রবণশক্তির দীর্ঘমেয়াদি ক্ষতিও করতে পারে।
৪ দিন আগে