ডা. ইফফাত সামরিন মুনা
ডেন্টিস্টের কাছে গিয়ে আপনার সন্তানের প্রথম ডেন্টাল চেকআপ কোন বয়সে করিয়েছেন? কিংবা কোন বয়সে শিশুর প্রথম ডেন্টাল চেকআপ করাতে হয়, সেই বিষয়টি কি নিশ্চয় আপনার জানা আছে?
আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রির সুপারিশ হচ্ছে, শিশুর প্রথম দাঁত ওঠার ৬ মাসের মধ্যেই তাকে ডেন্টিস্টের কাছে চেকআপের জন্য নিয়ে যেতে হবে। আর না হলে অবশ্যই ১২ মাস বয়সের মধ্যে এই চেকআপ করাতে হবে।
অর্থাৎ আপনার শিশুর প্রথম দাঁত ৬ মাস বয়সে উঠলে আপনি ৬, ৭, ৮ এভাবে ১২ মাস বয়সের মধ্যে যেকোনো সময় তার প্রথম ডেন্টাল চেকআপ করাবেন। প্রথম দাঁত ৯ মাস বয়সে উঠলে হাতে আর ৬ মাস সময় থাকে। ৯, ১০, ১১ বা ১২ মাসের মধ্যেই প্রথম ডেন্টাল চেকআপ সেরে ফেলতে হবে।
তারপরেও কিছু সমস্যা থেকেই যায়। সেগুলো প্রশ্ন আকারে দেখা দেয় প্রায় সবার মনে। জেনে নেওয়া যাক বিষয়গুলো।
প্রশ্ন: শিশুর বয়স ১২ মাস চলছে। কিন্তু একটিও দাঁত ওঠেনি। এ অবস্থায় কী করবেন?
উত্তর: এ ক্ষেত্রে ১২ মাস পূর্ণ হলে ডেন্টিস্টের কাছে নিয়ে যেতে হবে।
প্রশ্ন: দাঁত ওঠার আগেই ডেন্টাল চেকআপ করানো যাবে?
উত্তর: হ্যাঁ। কোনো সমস্যার কারণে দাঁত ওঠেনি, নাকি স্বাভাবিকভাবেই দেরি হচ্ছে, এ তথ্য জানতেও চেকআপে যাওয়া জরুরি।
প্রশ্ন: কেন ডেন্টাল চেকআপ গুরুত্বপূর্ণ?
উত্তর: ছোট-বড় সবারই নিয়মিত ডেন্টাল চেকআপ করাতে হয়। যেহেতু আজকের লেখাটি শিশুদের বিষয়ে, তাই শিশুদের ডেন্টাল চেকআপ কেন গুরুত্বপূর্ণ, সেটাই উল্লেখ করছি।
ডা. ইফফাত সামরিন মুনা, কনসালট্যান্ট, হসপিটালিন অ্যাপ
ডেন্টিস্টের কাছে গিয়ে আপনার সন্তানের প্রথম ডেন্টাল চেকআপ কোন বয়সে করিয়েছেন? কিংবা কোন বয়সে শিশুর প্রথম ডেন্টাল চেকআপ করাতে হয়, সেই বিষয়টি কি নিশ্চয় আপনার জানা আছে?
আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রির সুপারিশ হচ্ছে, শিশুর প্রথম দাঁত ওঠার ৬ মাসের মধ্যেই তাকে ডেন্টিস্টের কাছে চেকআপের জন্য নিয়ে যেতে হবে। আর না হলে অবশ্যই ১২ মাস বয়সের মধ্যে এই চেকআপ করাতে হবে।
অর্থাৎ আপনার শিশুর প্রথম দাঁত ৬ মাস বয়সে উঠলে আপনি ৬, ৭, ৮ এভাবে ১২ মাস বয়সের মধ্যে যেকোনো সময় তার প্রথম ডেন্টাল চেকআপ করাবেন। প্রথম দাঁত ৯ মাস বয়সে উঠলে হাতে আর ৬ মাস সময় থাকে। ৯, ১০, ১১ বা ১২ মাসের মধ্যেই প্রথম ডেন্টাল চেকআপ সেরে ফেলতে হবে।
তারপরেও কিছু সমস্যা থেকেই যায়। সেগুলো প্রশ্ন আকারে দেখা দেয় প্রায় সবার মনে। জেনে নেওয়া যাক বিষয়গুলো।
প্রশ্ন: শিশুর বয়স ১২ মাস চলছে। কিন্তু একটিও দাঁত ওঠেনি। এ অবস্থায় কী করবেন?
উত্তর: এ ক্ষেত্রে ১২ মাস পূর্ণ হলে ডেন্টিস্টের কাছে নিয়ে যেতে হবে।
প্রশ্ন: দাঁত ওঠার আগেই ডেন্টাল চেকআপ করানো যাবে?
উত্তর: হ্যাঁ। কোনো সমস্যার কারণে দাঁত ওঠেনি, নাকি স্বাভাবিকভাবেই দেরি হচ্ছে, এ তথ্য জানতেও চেকআপে যাওয়া জরুরি।
প্রশ্ন: কেন ডেন্টাল চেকআপ গুরুত্বপূর্ণ?
উত্তর: ছোট-বড় সবারই নিয়মিত ডেন্টাল চেকআপ করাতে হয়। যেহেতু আজকের লেখাটি শিশুদের বিষয়ে, তাই শিশুদের ডেন্টাল চেকআপ কেন গুরুত্বপূর্ণ, সেটাই উল্লেখ করছি।
ডা. ইফফাত সামরিন মুনা, কনসালট্যান্ট, হসপিটালিন অ্যাপ
ক্ষিতীশ চন্দ্র সাহার এই আবিষ্কার পশ্চিমবঙ্গে ভূগর্ভস্থ পানিতে ব্যাপক আর্সেনিক দূষণ সন্ধানের পথ খুলে দেয়। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আর্সেনিকোসিসকে ‘মানব ইতিহাসের সবচেয়ে বড় বিষক্রিয়ার ঘটনা’ বলে উল্লেখ করে।
১২ ঘণ্টা আগেলাম্পি স্কিন ডিজিজের (এলএসডি) প্রতিষেধক তৈরির ভ্যাকসিন বীজ উৎপাদন করেছে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)। বাংলাদেশে এ রোগ দেখা দেওয়ার সাত বছর পর ভ্যাকসিন বীজ উৎপাদন করল সরকারি এই প্রতিষ্ঠান।
১ দিন আগেসাধারণত সময়ের আগে যে শিশুর জন্ম হয়, তার ওজন কম থাকে। তবে অনেক সময় মায়ের বিভিন্ন শারীরিক সমস্যা বা গর্ভাবস্থার জটিলতার কারণেও সঠিক সময়ে অর্থাৎ ৩৭ সপ্তাহ পূর্ণ করে জন্মানো শিশুরও ওজন কম হতে পারে। এদের বলা হয় স্বল্প ওজনের কিন্তু পূর্ণ গর্ভাবস্থার নবজাতক।
৫ দিন আগেযদি হঠাৎ ব্যথা, তীব্র দৃষ্টি পরিবর্তন, লাল ভাব কিংবা অন্য কোনো অস্বাভাবিক উপসর্গ যদি অনুভব করেন; তাহলে দ্রুততম সময়ে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। কোনোভাবেই অবহেলা করা যাবে না।
৫ দিন আগে