ডা. ইফফাত সামরিন মুনা

ডেন্টিস্টের কাছে গিয়ে আপনার সন্তানের প্রথম ডেন্টাল চেকআপ কোন বয়সে করিয়েছেন? কিংবা কোন বয়সে শিশুর প্রথম ডেন্টাল চেকআপ করাতে হয়, সেই বিষয়টি কি নিশ্চয় আপনার জানা আছে?
আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রির সুপারিশ হচ্ছে, শিশুর প্রথম দাঁত ওঠার ৬ মাসের মধ্যেই তাকে ডেন্টিস্টের কাছে চেকআপের জন্য নিয়ে যেতে হবে। আর না হলে অবশ্যই ১২ মাস বয়সের মধ্যে এই চেকআপ করাতে হবে।
অর্থাৎ আপনার শিশুর প্রথম দাঁত ৬ মাস বয়সে উঠলে আপনি ৬, ৭, ৮ এভাবে ১২ মাস বয়সের মধ্যে যেকোনো সময় তার প্রথম ডেন্টাল চেকআপ করাবেন। প্রথম দাঁত ৯ মাস বয়সে উঠলে হাতে আর ৬ মাস সময় থাকে। ৯, ১০, ১১ বা ১২ মাসের মধ্যেই প্রথম ডেন্টাল চেকআপ সেরে ফেলতে হবে।
তারপরেও কিছু সমস্যা থেকেই যায়। সেগুলো প্রশ্ন আকারে দেখা দেয় প্রায় সবার মনে। জেনে নেওয়া যাক বিষয়গুলো।
প্রশ্ন: শিশুর বয়স ১২ মাস চলছে। কিন্তু একটিও দাঁত ওঠেনি। এ অবস্থায় কী করবেন?
উত্তর: এ ক্ষেত্রে ১২ মাস পূর্ণ হলে ডেন্টিস্টের কাছে নিয়ে যেতে হবে।
প্রশ্ন: দাঁত ওঠার আগেই ডেন্টাল চেকআপ করানো যাবে?
উত্তর: হ্যাঁ। কোনো সমস্যার কারণে দাঁত ওঠেনি, নাকি স্বাভাবিকভাবেই দেরি হচ্ছে, এ তথ্য জানতেও চেকআপে যাওয়া জরুরি।
প্রশ্ন: কেন ডেন্টাল চেকআপ গুরুত্বপূর্ণ?
উত্তর: ছোট-বড় সবারই নিয়মিত ডেন্টাল চেকআপ করাতে হয়। যেহেতু আজকের লেখাটি শিশুদের বিষয়ে, তাই শিশুদের ডেন্টাল চেকআপ কেন গুরুত্বপূর্ণ, সেটাই উল্লেখ করছি।
ডা. ইফফাত সামরিন মুনা, কনসালট্যান্ট, হসপিটালিন অ্যাপ

ডেন্টিস্টের কাছে গিয়ে আপনার সন্তানের প্রথম ডেন্টাল চেকআপ কোন বয়সে করিয়েছেন? কিংবা কোন বয়সে শিশুর প্রথম ডেন্টাল চেকআপ করাতে হয়, সেই বিষয়টি কি নিশ্চয় আপনার জানা আছে?
আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রির সুপারিশ হচ্ছে, শিশুর প্রথম দাঁত ওঠার ৬ মাসের মধ্যেই তাকে ডেন্টিস্টের কাছে চেকআপের জন্য নিয়ে যেতে হবে। আর না হলে অবশ্যই ১২ মাস বয়সের মধ্যে এই চেকআপ করাতে হবে।
অর্থাৎ আপনার শিশুর প্রথম দাঁত ৬ মাস বয়সে উঠলে আপনি ৬, ৭, ৮ এভাবে ১২ মাস বয়সের মধ্যে যেকোনো সময় তার প্রথম ডেন্টাল চেকআপ করাবেন। প্রথম দাঁত ৯ মাস বয়সে উঠলে হাতে আর ৬ মাস সময় থাকে। ৯, ১০, ১১ বা ১২ মাসের মধ্যেই প্রথম ডেন্টাল চেকআপ সেরে ফেলতে হবে।
তারপরেও কিছু সমস্যা থেকেই যায়। সেগুলো প্রশ্ন আকারে দেখা দেয় প্রায় সবার মনে। জেনে নেওয়া যাক বিষয়গুলো।
প্রশ্ন: শিশুর বয়স ১২ মাস চলছে। কিন্তু একটিও দাঁত ওঠেনি। এ অবস্থায় কী করবেন?
উত্তর: এ ক্ষেত্রে ১২ মাস পূর্ণ হলে ডেন্টিস্টের কাছে নিয়ে যেতে হবে।
প্রশ্ন: দাঁত ওঠার আগেই ডেন্টাল চেকআপ করানো যাবে?
উত্তর: হ্যাঁ। কোনো সমস্যার কারণে দাঁত ওঠেনি, নাকি স্বাভাবিকভাবেই দেরি হচ্ছে, এ তথ্য জানতেও চেকআপে যাওয়া জরুরি।
প্রশ্ন: কেন ডেন্টাল চেকআপ গুরুত্বপূর্ণ?
উত্তর: ছোট-বড় সবারই নিয়মিত ডেন্টাল চেকআপ করাতে হয়। যেহেতু আজকের লেখাটি শিশুদের বিষয়ে, তাই শিশুদের ডেন্টাল চেকআপ কেন গুরুত্বপূর্ণ, সেটাই উল্লেখ করছি।
ডা. ইফফাত সামরিন মুনা, কনসালট্যান্ট, হসপিটালিন অ্যাপ

বাংলাদেশের ওষুধ শিল্প বর্তমানে গভীর সংকটের মুখে পড়েছে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে, আর এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতি সহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা...
১ দিন আগে
গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, গর্ভবতী নারীদের প্যারাসিটামল সেবন করা উচিত নয়, এতে ক্ষতি হয়। ট্রাম্প দাবি করেন, গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবন নিরাপদ নয় এবং এতে শিশুদের অটিজম, এডিএইচডি বা বিকাশজনিত সমস্যার ঝুঁকি বাড়ে। এই ওষুধ না গ্রহণের পক্ষে নারীদের ‘প্রাণপণে লড়াই’ করা উচিত।
১ দিন আগে
নাক, কান ও গলা—অন্যান্য অঙ্গের মতো এই তিন অঙ্গ আমাদের দৈনন্দিন ব্যবহারিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শ্বাস নেওয়া, কথা বলা, শোনা কিংবা খাবার গ্রহণ—এসব অঙ্গের ওপর নির্ভরশীল। সামান্য অসচেতনতা কিংবা ভুল অভ্যাসের কারণে এগুলোতে জটিল ও দীর্ঘমেয়াদি রোগ দেখা দিতে পারে।
১ দিন আগে
ওজন কমানোর নামে খাবার তালিকা থেকে শর্করা বা কার্বোহাইড্রেট বাদ দেওয়া এখন একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া ডায়াবেটিস বা রক্তে কোলেস্টরেলের মাত্রা নিয়ন্ত্রণেও সবার আগে খাদ্যতালিকা থেকে কার্বোহাইড্রেট বাদ দেওয়া হয়।
১ দিন আগে