Ajker Patrika

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে ঢামেকে সচেতনতামূলক র‍্যালি

আজকের পত্রিকা ডেস্ক­
বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে ঢামেকে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। ছবি: বিজ্ঞপ্তি
বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে ঢামেকে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। ছবি: বিজ্ঞপ্তি

‘বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস-২০২৫’ উপলক্ষে আজ শনিবার (১৭ মে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে এক সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় এই র‍্যালির আয়োজন করা হয়।

সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতাল প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। এতে অংশ নেন ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল ডা. মো. কামরুল আলম, ভাইস প্রিন্সিপ্যাল ডা. ফারুক আহমাদ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, কার্ডিওলজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. কাজী নজরুল ইসলামসহ বিপুলসংখ্যক চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, নার্স ও শিক্ষার্থী।

র‍্যালির পূর্বে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেন, উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। এই ঘাতক অসংখ্য মানুষের জীবন কেড়ে নিচ্ছে। দেশের চারভাগের একভাগ মানুষ কোনো না কোনোভাবে উচ্চ রক্তচাপে আক্রান্ত। এ ছাড়া অর্ধেকেরও বেশি মানুষের উচ্চ রক্তচাপ সঠিকভাবে নিরূপণ ও নিয়ন্ত্রণ করা হয় না। ফলে উচ্চ রক্তচাপে আক্রান্তদের বহুবিধ মৃত্যুঝুঁকি বেড়েই চলেছে।

বক্তারা আরও বলেন, উচ্চ রক্তচাপ এড়ানোর জন্য শরীরের ওজন ঠিক রাখা, ধূমপান না করা, ব্যালান্সড ফুড গ্রহণ, নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষা এবং দৈনন্দিন জীবনাচারে পরিবর্তন আনতে হবে। সচেতনতা বাড়ালেই এ সমস্যা থেকে অনেকাংশে মুক্ত থাকা সম্ভব বলে বক্তারা মত দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত