আজকের পত্রিকা ডেস্ক

প্রতিদিন এক কাপ অতিরিক্ত ইনস্ট্যান্ট কফি খাওয়া চোখের মারাত্মক রোগ ড্রাই বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশনের (ড্রাই এএমডি) ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দিতে পারে। সম্প্রতি প্রকাশিত একটি জেনেটিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক বৈজ্ঞানিক গবেষণা সাময়িকী ‘ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন’বে প্রকাশিত এই গবেষণায় ৫ লাখেরও বেশি মানুষের জিনোম ডেটা সেট ব্যবহৃত হয়েছে। এই গবেষণায় দেখা গেছে, ইনস্ট্যান্ট কফি গ্রহণের পরিমাণ বাড়লে ড্রাই এএমডির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। প্রতিটি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইনস্ট্যান্ট কফি খাওয়ার সঙ্গে ড্রাই এএমডির ঝুঁকি প্রায় ৭ দশমিক ৯ গুণ বেড়ে যায়।
অন্যদিকে, গ্রাউন্ড কফি বা ডিক্যাফ কফির সঙ্গে এ ধরনের কোনো সম্পর্ক পাওয়া যায়নি।
উল্লেখ্য, ইনস্ট্যান্ট কফি তৈরির জন্য কফির বীজ বিভিন্ন প্রক্রিয়ায় শুকিয়ে পাউডার বা দানাদার রূপে রূপান্তর করা হয়। এটি গরম পানিতে গুলে দ্রুত পানীয় কফি তৈরির জন্য ব্যবহৃত হয়। এই কফি দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা যায়। এগুলো অতিরিক্ত প্রসেসিং করানোর কারণে এতে ক্ষতিকর উপাদান যুক্ত হতে পারে।
অন্যদিকে, গ্রাউন্ড কফি হলো—ভাজা কফি বীজকে চূর্ণ করে তৈরি করা প্রাকৃতিক কফি, যেটি ফিল্টার, প্রেস বা এসপ্রেসো মেশিনে ব্রিউ করে বানাতে হয়। এতে তেমন কোনো প্রক্রিয়াজাতকরণ হয় না এবং এর স্বাদ ও ঘ্রাণ ইনস্ট্যান্ট কফির তুলনায় অনেক বেশি তীব্র।
গবেষকেরা মনে করছেন, ইনস্ট্যান্ট কফি প্রস্তুতের সময় তৈরি হওয়া কিছু রাসায়নিক উপাদান (যেমন: অ্যাক্রিলামাইড, অক্সিডাইজ লিপিড ও অ্যাডভান্সড গ্লাইকেশন অ্যান্ড প্রোডাক্টস) রেটিনাল কোষে জমে প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করতে পারে, যা এএমডির জন্য ঝুঁকিপূর্ণ।
এ ছাড়া, ইনস্ট্যান্ট কফি প্রক্রিয়াকরণে ব্যবহৃত পানিশূন্যকরণ ও পুনর্গঠন প্রক্রিয়াগুলোও সমস্যা তৈরি করতে পারে বলে গবেষণায় ধারণা করা হয়েছে।
অন্যদিকে, গ্রাউন্ড কফি বা ডিক্যাফ কফিতে এসব পদার্থ নেই বলে তারা মনে করছেন।
গবেষণাটি জেনেটিক কোরিলেশন ও মেন্ডেলিয়ান র্যান্ডমাইজেশন পদ্ধতি ব্যবহার করে নিশ্চিত করেছে যে, ইনস্ট্যান্ট কফি পান করাই এই রোগের ঝুঁকির সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। তবে গবেষণায় কোনো ডিএনএ ভ্যারিয়েন্ট পাওয়া যায়নি, যা একই সঙ্গে ইনস্ট্যান্ট কফি গ্রহণ ও এএমডির জন্য দায়ী। ফলে ধারণা করা হচ্ছে, কফির প্রক্রিয়াজাতকরণ থেকে আসা রাসায়নিক পদার্থই ঝুঁকি বাড়াচ্ছে।
এএমডি কী এবং যে কারণে উদ্বেগজনক
ড্রাই এএমডি হলো চোখের এমন একটি অবক্ষয়জনিত রোগ, যেখানে ম্যাকুলা (চোখের কেন্দ্রীয় অংশ) ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। এতে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায় এবং সময়ের সঙ্গে সঙ্গে আরও খারাপ হয়। বর্তমানে বিশ্বের প্রায় ৮ দশমিক ৭ শতাংশ বয়স্ক মানুষ এএমিডিতে আক্রান্ত (২০২০ সালে আনুমানিক ১৯৬ মিলিয়ন) এবং ২০৪০ সালের মধ্যে তা বেড়ে দাঁড়াতে পারে প্রায় ২৪০ মিলিয়নে।
এএমডি একবার দেখা দিলে তা পুরোপুরি নিরাময় সম্ভব নয়, কেবল চিকিৎসা ও খাদ্যতালিকা দিয়ে এর গতি কিছুটা ধীর করা যায়। ফলে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়াই সবচেয়ে কার্যকর উপায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গবেষকেরা বলছেন, যাদের এএমডি হওয়ার পারিবারিক ইতিহাস আছে বা যাদের প্রাথমিক পর্যায়ে চোখে সমস্যা দেখা যাচ্ছে, তাদের ইনস্ট্যান্ট কফি খাওয়া কমানো উচিত। তারা চাইলে গ্রাউন্ড কফি বা ডিক্যাফ বেছে নিতে পারেন।
এই গবেষণায় বিশালসংখ্যক মানুষের জেনেটিক (বংশগত) তথ্য ব্যবহার করা হয়েছে, যা সংগ্রহ করা হয়েছে যুক্তরাজ্যের ইউকে বায়োব্যাংক ও ফিনল্যান্ডের ফিনজেন (Finngen) নামক দুটি বড় গবেষণা প্রকল্প থেকে।
গবেষণায় মেন্ডেলিয়ান র্যান্ডমাইজেশন (এমআর) পদ্ধতি অনুসরণ করা হয়েছে, যা জীববিজ্ঞানের একধরনের পদ্ধতি, যেখানে জিনগত ভিন্নতা ব্যবহার করে স্বাস্থ্য আচরণ (যেমন: কফি খাওয়া) ও রোগের মধ্যে সম্পর্ক নির্ণয় করা হয়। এতে অন্যান্য জীবনের অভ্যাসগত বিভ্রান্তি (যেমন খাদ্যাভ্যাস বা ধূমপান) কম প্রভাব ফেলে।

প্রতিদিন এক কাপ অতিরিক্ত ইনস্ট্যান্ট কফি খাওয়া চোখের মারাত্মক রোগ ড্রাই বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশনের (ড্রাই এএমডি) ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দিতে পারে। সম্প্রতি প্রকাশিত একটি জেনেটিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক বৈজ্ঞানিক গবেষণা সাময়িকী ‘ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন’বে প্রকাশিত এই গবেষণায় ৫ লাখেরও বেশি মানুষের জিনোম ডেটা সেট ব্যবহৃত হয়েছে। এই গবেষণায় দেখা গেছে, ইনস্ট্যান্ট কফি গ্রহণের পরিমাণ বাড়লে ড্রাই এএমডির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। প্রতিটি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইনস্ট্যান্ট কফি খাওয়ার সঙ্গে ড্রাই এএমডির ঝুঁকি প্রায় ৭ দশমিক ৯ গুণ বেড়ে যায়।
অন্যদিকে, গ্রাউন্ড কফি বা ডিক্যাফ কফির সঙ্গে এ ধরনের কোনো সম্পর্ক পাওয়া যায়নি।
উল্লেখ্য, ইনস্ট্যান্ট কফি তৈরির জন্য কফির বীজ বিভিন্ন প্রক্রিয়ায় শুকিয়ে পাউডার বা দানাদার রূপে রূপান্তর করা হয়। এটি গরম পানিতে গুলে দ্রুত পানীয় কফি তৈরির জন্য ব্যবহৃত হয়। এই কফি দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা যায়। এগুলো অতিরিক্ত প্রসেসিং করানোর কারণে এতে ক্ষতিকর উপাদান যুক্ত হতে পারে।
অন্যদিকে, গ্রাউন্ড কফি হলো—ভাজা কফি বীজকে চূর্ণ করে তৈরি করা প্রাকৃতিক কফি, যেটি ফিল্টার, প্রেস বা এসপ্রেসো মেশিনে ব্রিউ করে বানাতে হয়। এতে তেমন কোনো প্রক্রিয়াজাতকরণ হয় না এবং এর স্বাদ ও ঘ্রাণ ইনস্ট্যান্ট কফির তুলনায় অনেক বেশি তীব্র।
গবেষকেরা মনে করছেন, ইনস্ট্যান্ট কফি প্রস্তুতের সময় তৈরি হওয়া কিছু রাসায়নিক উপাদান (যেমন: অ্যাক্রিলামাইড, অক্সিডাইজ লিপিড ও অ্যাডভান্সড গ্লাইকেশন অ্যান্ড প্রোডাক্টস) রেটিনাল কোষে জমে প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করতে পারে, যা এএমডির জন্য ঝুঁকিপূর্ণ।
এ ছাড়া, ইনস্ট্যান্ট কফি প্রক্রিয়াকরণে ব্যবহৃত পানিশূন্যকরণ ও পুনর্গঠন প্রক্রিয়াগুলোও সমস্যা তৈরি করতে পারে বলে গবেষণায় ধারণা করা হয়েছে।
অন্যদিকে, গ্রাউন্ড কফি বা ডিক্যাফ কফিতে এসব পদার্থ নেই বলে তারা মনে করছেন।
গবেষণাটি জেনেটিক কোরিলেশন ও মেন্ডেলিয়ান র্যান্ডমাইজেশন পদ্ধতি ব্যবহার করে নিশ্চিত করেছে যে, ইনস্ট্যান্ট কফি পান করাই এই রোগের ঝুঁকির সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। তবে গবেষণায় কোনো ডিএনএ ভ্যারিয়েন্ট পাওয়া যায়নি, যা একই সঙ্গে ইনস্ট্যান্ট কফি গ্রহণ ও এএমডির জন্য দায়ী। ফলে ধারণা করা হচ্ছে, কফির প্রক্রিয়াজাতকরণ থেকে আসা রাসায়নিক পদার্থই ঝুঁকি বাড়াচ্ছে।
এএমডি কী এবং যে কারণে উদ্বেগজনক
ড্রাই এএমডি হলো চোখের এমন একটি অবক্ষয়জনিত রোগ, যেখানে ম্যাকুলা (চোখের কেন্দ্রীয় অংশ) ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। এতে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায় এবং সময়ের সঙ্গে সঙ্গে আরও খারাপ হয়। বর্তমানে বিশ্বের প্রায় ৮ দশমিক ৭ শতাংশ বয়স্ক মানুষ এএমিডিতে আক্রান্ত (২০২০ সালে আনুমানিক ১৯৬ মিলিয়ন) এবং ২০৪০ সালের মধ্যে তা বেড়ে দাঁড়াতে পারে প্রায় ২৪০ মিলিয়নে।
এএমডি একবার দেখা দিলে তা পুরোপুরি নিরাময় সম্ভব নয়, কেবল চিকিৎসা ও খাদ্যতালিকা দিয়ে এর গতি কিছুটা ধীর করা যায়। ফলে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়াই সবচেয়ে কার্যকর উপায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গবেষকেরা বলছেন, যাদের এএমডি হওয়ার পারিবারিক ইতিহাস আছে বা যাদের প্রাথমিক পর্যায়ে চোখে সমস্যা দেখা যাচ্ছে, তাদের ইনস্ট্যান্ট কফি খাওয়া কমানো উচিত। তারা চাইলে গ্রাউন্ড কফি বা ডিক্যাফ বেছে নিতে পারেন।
এই গবেষণায় বিশালসংখ্যক মানুষের জেনেটিক (বংশগত) তথ্য ব্যবহার করা হয়েছে, যা সংগ্রহ করা হয়েছে যুক্তরাজ্যের ইউকে বায়োব্যাংক ও ফিনল্যান্ডের ফিনজেন (Finngen) নামক দুটি বড় গবেষণা প্রকল্প থেকে।
গবেষণায় মেন্ডেলিয়ান র্যান্ডমাইজেশন (এমআর) পদ্ধতি অনুসরণ করা হয়েছে, যা জীববিজ্ঞানের একধরনের পদ্ধতি, যেখানে জিনগত ভিন্নতা ব্যবহার করে স্বাস্থ্য আচরণ (যেমন: কফি খাওয়া) ও রোগের মধ্যে সম্পর্ক নির্ণয় করা হয়। এতে অন্যান্য জীবনের অভ্যাসগত বিভ্রান্তি (যেমন খাদ্যাভ্যাস বা ধূমপান) কম প্রভাব ফেলে।

বাংলাদেশের ওষুধ শিল্প বর্তমানে গভীর সংকটের মুখে পড়েছে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে, আর এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতি সহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা...
১ দিন আগে
গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, গর্ভবতী নারীদের প্যারাসিটামল সেবন করা উচিত নয়, এতে ক্ষতি হয়। ট্রাম্প দাবি করেন, গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবন নিরাপদ নয় এবং এতে শিশুদের অটিজম, এডিএইচডি বা বিকাশজনিত সমস্যার ঝুঁকি বাড়ে। এই ওষুধ না গ্রহণের পক্ষে নারীদের ‘প্রাণপণে লড়াই’ করা উচিত।
২ দিন আগে
নাক, কান ও গলা—অন্যান্য অঙ্গের মতো এই তিন অঙ্গ আমাদের দৈনন্দিন ব্যবহারিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শ্বাস নেওয়া, কথা বলা, শোনা কিংবা খাবার গ্রহণ—এসব অঙ্গের ওপর নির্ভরশীল। সামান্য অসচেতনতা কিংবা ভুল অভ্যাসের কারণে এগুলোতে জটিল ও দীর্ঘমেয়াদি রোগ দেখা দিতে পারে।
২ দিন আগে
ওজন কমানোর নামে খাবার তালিকা থেকে শর্করা বা কার্বোহাইড্রেট বাদ দেওয়া এখন একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া ডায়াবেটিস বা রক্তে কোলেস্টরেলের মাত্রা নিয়ন্ত্রণেও সবার আগে খাদ্যতালিকা থেকে কার্বোহাইড্রেট বাদ দেওয়া হয়।
২ দিন আগে