
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন থেকে সুরক্ষা পেতে করোনা টিকার অতিরিক্ত ডোজ লাগবে কি না, তা এখনো নিশ্চিত নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল বৃহস্পতিবার জেনেভায় ডব্লিউএইচও সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থার ভ্যাকসিন বিভাগের প্রধান কেট ও’ব্রায়েন।
এ সময় করোনার রূপান্তরিত ধরন ওমিক্রন ঠেকাতে উন্নত দেশগুলোকে অতিরিক্ত টিকা মজুত করা থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন বিভাগের প্রধান কেট ও’ব্রায়েন বলেন, `বলা হচ্ছে, করোনা টিকার তৃতীয় ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর সুরক্ষা দিতে পারে। এ বিষয়ে আমরা উদ্বিগ্ন। আমাদের উদ্বেগের কারণ হলো, ধনী দেশগুলো নিজেদের জনগণের সুরক্ষা নিশ্চিত করতে যদি ফের টিকা মজুত করা শুরু করে, তাহলে বিশ্বজুড়ে টিকার বণ্টন ও সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’
গত মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক জানিয়েছে, তাদের টিকার তৃতীয় ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর সুরক্ষা দিতে সক্ষম।
কেট ও’ব্রায়েন বলেন, প্রাথমিক তথ্য পরীক্ষা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটি হতে পারে যে অতিরিক্ত ডোজগুলো ওমিক্রনের বিরুদ্ধে অতিরিক্ত সুরক্ষা দেয়। তবে এটি জোর দিয়েছিল বলার সময় আসেনি।
সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন বিভাগের পরিচালক জানান, বিভিন্ন প্রতিকূলতার কারণে এত দিন কোভ্যাক্সের মাধ্যমে দরিদ্র দেশগুলোতে নিয়মিতভাবে টিকা পাঠানো যায়নি। গত দুই মাস ধরে দরিদ্র দেশগুলোতে টিকার ডোজ পাঠানো কিছুটা নিয়মিত হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের এই সরবরাহ অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। আমাদের মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত এই বিশ্ব মহামারিমুক্ত না হচ্ছে, ততক্ষণ আমরা কেউই নিরাপদ নই।’

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন থেকে সুরক্ষা পেতে করোনা টিকার অতিরিক্ত ডোজ লাগবে কি না, তা এখনো নিশ্চিত নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল বৃহস্পতিবার জেনেভায় ডব্লিউএইচও সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থার ভ্যাকসিন বিভাগের প্রধান কেট ও’ব্রায়েন।
এ সময় করোনার রূপান্তরিত ধরন ওমিক্রন ঠেকাতে উন্নত দেশগুলোকে অতিরিক্ত টিকা মজুত করা থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন বিভাগের প্রধান কেট ও’ব্রায়েন বলেন, `বলা হচ্ছে, করোনা টিকার তৃতীয় ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর সুরক্ষা দিতে পারে। এ বিষয়ে আমরা উদ্বিগ্ন। আমাদের উদ্বেগের কারণ হলো, ধনী দেশগুলো নিজেদের জনগণের সুরক্ষা নিশ্চিত করতে যদি ফের টিকা মজুত করা শুরু করে, তাহলে বিশ্বজুড়ে টিকার বণ্টন ও সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’
গত মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক জানিয়েছে, তাদের টিকার তৃতীয় ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর সুরক্ষা দিতে সক্ষম।
কেট ও’ব্রায়েন বলেন, প্রাথমিক তথ্য পরীক্ষা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটি হতে পারে যে অতিরিক্ত ডোজগুলো ওমিক্রনের বিরুদ্ধে অতিরিক্ত সুরক্ষা দেয়। তবে এটি জোর দিয়েছিল বলার সময় আসেনি।
সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন বিভাগের পরিচালক জানান, বিভিন্ন প্রতিকূলতার কারণে এত দিন কোভ্যাক্সের মাধ্যমে দরিদ্র দেশগুলোতে নিয়মিতভাবে টিকা পাঠানো যায়নি। গত দুই মাস ধরে দরিদ্র দেশগুলোতে টিকার ডোজ পাঠানো কিছুটা নিয়মিত হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের এই সরবরাহ অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। আমাদের মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত এই বিশ্ব মহামারিমুক্ত না হচ্ছে, ততক্ষণ আমরা কেউই নিরাপদ নই।’

দেশের স্বাস্থ্য খাতে এক নতুন দিগন্তের সূচনা হলো। সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমাতে এবং ওষুধের বাজার নিয়ন্ত্রণে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি উপদেষ্টা পরিষদে জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা (ইডিএল) সম্প্রসারণ এবং এগুলোর মূল্য নির্ধারণের নতুন গাইডলাইন অনুমোদন করা হয়েছে।
২ দিন আগে
কোষ্ঠকাঠিন্য নিয়ে আমাদের সবার কমবেশি জানাশোনা আছে। তবে এটি জেনে রাখা ভালো যে অন্যান্য ঋতুর চেয়ে শীতকালে কোষ্ঠকাঠিন্য বেশি হয়। এ ছাড়া বয়স্ক মানুষ ও নারীদের এটি হওয়ার হার বেশি। ফলে শীতকালে অন্য সময়ের চেয়ে বেশি সতর্ক থাকতে হয়। প্রশ্ন হলো, কোষ্ঠকাঠিন্য কেন হয়? এর অনেক কারণ রয়েছে।
২ দিন আগে
শীতের হিমেল হাওয়া আমাদের ত্বকে টান ধরায়। শুধু তা-ই নয়, এটি আমাদের কানের স্বাস্থ্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। শীতকালীন ঠান্ডা ও আর্দ্রতা কানে ইনফেকশন থেকে শুরু করে শ্রবণশক্তির দীর্ঘমেয়াদি ক্ষতিও করতে পারে।
৩ দিন আগে
ঘুম ভালো হওয়া সুস্থ জীবনের অন্যতম শর্ত। কিন্তু বিভিন্ন কারণে বর্তমান জীবনে অনিদ্রা অনেকের সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অথচ পর্যাপ্ত ও সময়মতো ঘুম মানসিক স্বাস্থ্যের পাশাপাশি ত্বক এবং শরীরের জন্য উপকারী।
৩ দিন আগে