Ajker Patrika

দেশে এইচএমপিভি ভাইরাস শনাক্ত, আক্রান্ত একজন নারী

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৯: ০৯
এইচএমপিভি। ছবি: প্রতীকী ছবি
এইচএমপিভি। ছবি: প্রতীকী ছবি

দেশে এ বছরে প্রথম একজন নারীর শরীরে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) শনাক্ত হয়েছে। আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ভাইরোলজি বিভাগের প্রধান ডা. আহমেদ নওশের আলম।

নওশের আলম বলেন, ‘আক্রান্ত নারী একজন গৃহিণী। তাঁর বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস নেই। তাঁর স্বামী বিদেশে থাকেন। তবে অতি সম্প্রতি ওই নারীর স্বামীও দেশে আসেননি।’

তবে এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই জানিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। তাঁরা বলেন, ‘এই ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই। এটি আগেও দেশে পাওয়া গেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার হার খুবই কম। আমাদের আরও সতর্ক হতে হবে। মাস্ক পরা, হাত ধোয়া, হাইজিন মেনটেইন করা, প্রচুর পানি পান করতে হবে। যাদের দুই থেকে তিনটি রোগের জটিলতা আছে, যাদের বয়স ৫ বছরের কম ও ৬৫ বছরের বেশি, তারা এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়বেন।’

ইনফ্লুয়েঞ্জা ধরনের এই ভাইরাসে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বহুসংখ্যক ব্যক্তি আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। তবে ভাইরাসটি সম্পর্কে এখনো কোনো সতর্কতা জারি করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আক্রান্ত ওই রোগী বর্তমানে ঢাকা সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে। বর্তমানে সেখানে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তবে রোগীর অবস্থা আগের চেয়ে ভালো হচ্ছে বলে জানা গেছে।

আক্রান্ত ওই নারীকে গতকাল এই হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর গ্রীন রোডের সেন্ট্রাল হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এইচএমপিভি ভাইরাস শনাক্ত হওয়ায় তাঁকে সংক্রামক ব্যাধি হাসপাতালে নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

বাংলাদেশের সোনালি মুরগিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া: গবেষণা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

বিধি লঙ্ঘন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত