Ajker Patrika

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ২৯৪ জন, সবচেয়ে বেশি বরিশালে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১৯: ৫৬
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ২৯৪ জন, সবচেয়ে বেশি বরিশালে
ফাইল ছবি

দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) ২৯৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

আজ শনিবার (৫ জুলাই) বিকেলে ডেঙ্গুবিষয়ক হালনাগাদকৃত এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৭, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩, ঢাকা উত্তর সিটিতে ৩১, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৮ ও রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

চলতি বছরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে বরিশাল বিভাগে। ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত বিভাগটিতে ৫ হাজার ২৯৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে বরগুনায় ৩ হাজার ১৭১ জন রোগী। বিভাগটিতে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরগুনায় ছয়জন, পটুয়াখালী এক এবং বরিশালে ছয়জন চিকিৎসাধীন ছিলেন।

এদিকে গত এক দিনে সারা দেশে ৩৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছে ১০ হাজার ৬৭৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৫ জনের। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে সাত, মে মাসে তিন, জুনে ১৯ ও জুলাইয়ে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত