ফ্যাক্টচেক ডেস্ক

শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সম্প্রতি ১১ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেট বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) একটি ম্যাচে এক তরুণ ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে একটি ছবি দিচ্ছেন। এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাতে আঁকা ছবি আছে।
ফয়সাল ০১৮৬ (Foysal 0186) নামের একটি টিকটক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। এতে রিয়েকশন পড়েছে প্রায় ৫৬ হাজার। ভিডিওটি আজ শুক্রবার (১ মার্চ) বিকাল ৩টা পর্যন্ত দেখা হয়েছে প্রায় ২লাখ ৪০হাজার বার, শেয়ার হয়েছে ১ হাজারের কাছাকাছি।
ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভেরিফায়েড ফেসবুক পেজে গত ২৩ ফেব্রুয়ারি পোস্ট করা একটি ছবি খুঁজে পাওয়া যায়। এখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখা যায়নি।
ছবিটি সম্পর্কে বিসিবির ফেসবুক পেজে বলা হয়, ছবিটি চলমান বিপিএলের ৪১ তম ম্যাচের। ওই ম্যাচে ফরচুন বরিশাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছিল। মাহিন নামের এক দর্শককে ওই ম্যাচের ‘মোস্ট অ্যানথোজিয়াস্টিক ফ্যান অব দ্য ম্যাচ’ ঘোষণা করা হয়।
এই পোস্টের সূত্রে আরও খুঁজে মুহাম্মদ মাহিন হাসান (Md Mahin Hasan) নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ২৩ ফেব্রুয়ারি দেওয়া পোস্টে মূল ছবিটি পাওয়া যায়। এখানেও খালেদা জিয়ার প্রতিকৃতি দেখা যায়নি। বরং ছবিটিতে তামিম ইকবাল ও তাঁর প্রয়াত বাবা, মা, স্ত্রী এবং দুই সন্তানকে দেখা যায়।
ছবিটি প্রসঙ্গে মাহিন লিখেন, ‘আলহামদুলিল্লাহ। কোথার থেকে শুরু করব বুঝতেছি না। মানুষটার সঙ্গে দেখা করার স্বপ্ন দীর্ঘদিন ধরেই। ছবিটা আমি প্রায় ১৫ দিন সময় নিয়ে এঁকেছি ভাইকে দেব বলে। আর আজ আসল আমার সেই দীর্ঘদিনের অপেক্ষার ফল। ভাইয়া এত ভালো একটা ইনিংস খেলছে আর আমি সেরা ফ্যান হয়েছি। ভাইয়া শুধু যে আমার ছবিটা নিয়েছে এমনটা না, আমাকে কথাও দিয়েছে যে, নিজের একটা জার্সি আমাকে দেবে।’
স্পষ্টত, মাহিন হাসান নামে তামিম ইকবালের এক ভক্ত গত ২৩ ফেব্রুয়ারি বিপিএলের ম্যাচ শেষে তাঁকে নিজের আঁকা একটি ছবি উপহার দেন। ছবিটিতে তামিমের বাবা ইকবাল খান, এরপর তামিমসহ তার মা, স্ত্রী এবং সন্তানরা ছিলেন। ওই ছবিটিই সম্পাদনা করে তাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি যুক্ত করে টিকটকে প্রচার করা হচ্ছে।

শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সম্প্রতি ১১ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, পেশাদার টি-টোয়েন্টি ক্রিকেট বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) একটি ম্যাচে এক তরুণ ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালকে একটি ছবি দিচ্ছেন। এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হাতে আঁকা ছবি আছে।
ফয়সাল ০১৮৬ (Foysal 0186) নামের একটি টিকটক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। এতে রিয়েকশন পড়েছে প্রায় ৫৬ হাজার। ভিডিওটি আজ শুক্রবার (১ মার্চ) বিকাল ৩টা পর্যন্ত দেখা হয়েছে প্রায় ২লাখ ৪০হাজার বার, শেয়ার হয়েছে ১ হাজারের কাছাকাছি।
ভাইরাল ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভেরিফায়েড ফেসবুক পেজে গত ২৩ ফেব্রুয়ারি পোস্ট করা একটি ছবি খুঁজে পাওয়া যায়। এখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখা যায়নি।
ছবিটি সম্পর্কে বিসিবির ফেসবুক পেজে বলা হয়, ছবিটি চলমান বিপিএলের ৪১ তম ম্যাচের। ওই ম্যাচে ফরচুন বরিশাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছিল। মাহিন নামের এক দর্শককে ওই ম্যাচের ‘মোস্ট অ্যানথোজিয়াস্টিক ফ্যান অব দ্য ম্যাচ’ ঘোষণা করা হয়।
এই পোস্টের সূত্রে আরও খুঁজে মুহাম্মদ মাহিন হাসান (Md Mahin Hasan) নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ২৩ ফেব্রুয়ারি দেওয়া পোস্টে মূল ছবিটি পাওয়া যায়। এখানেও খালেদা জিয়ার প্রতিকৃতি দেখা যায়নি। বরং ছবিটিতে তামিম ইকবাল ও তাঁর প্রয়াত বাবা, মা, স্ত্রী এবং দুই সন্তানকে দেখা যায়।
ছবিটি প্রসঙ্গে মাহিন লিখেন, ‘আলহামদুলিল্লাহ। কোথার থেকে শুরু করব বুঝতেছি না। মানুষটার সঙ্গে দেখা করার স্বপ্ন দীর্ঘদিন ধরেই। ছবিটা আমি প্রায় ১৫ দিন সময় নিয়ে এঁকেছি ভাইকে দেব বলে। আর আজ আসল আমার সেই দীর্ঘদিনের অপেক্ষার ফল। ভাইয়া এত ভালো একটা ইনিংস খেলছে আর আমি সেরা ফ্যান হয়েছি। ভাইয়া শুধু যে আমার ছবিটা নিয়েছে এমনটা না, আমাকে কথাও দিয়েছে যে, নিজের একটা জার্সি আমাকে দেবে।’
স্পষ্টত, মাহিন হাসান নামে তামিম ইকবালের এক ভক্ত গত ২৩ ফেব্রুয়ারি বিপিএলের ম্যাচ শেষে তাঁকে নিজের আঁকা একটি ছবি উপহার দেন। ছবিটিতে তামিমের বাবা ইকবাল খান, এরপর তামিমসহ তার মা, স্ত্রী এবং সন্তানরা ছিলেন। ওই ছবিটিই সম্পাদনা করে তাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি যুক্ত করে টিকটকে প্রচার করা হচ্ছে।

সম্প্রতি আজকের পত্রিকার নাম ও ফটোকার্ড ব্যবহার করে ‘হরেকৃষ্ণ হরিবোল, দাঁড়িপাল্লা টেনে তোলঃ পরওয়ার’ শিরোনামে একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
০৩ নভেম্বর ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রাতের রাস্তার মাঝখানে এক মধ্যবয়সী ব্যক্তি এক হাতে একটি স্বচ্ছ বোতল, অপর হাতে বাঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এমনকি বাঘটির মুখে বোতল গুঁজে দিতেও দেখা যায় তাঁকে।
০২ নভেম্বর ২০২৫
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পাকিস্তানের যৌথবাহিনীর চেয়ারম্যানকে ভারতের উত্তর-পূর্বাঞ্চল যুক্ত বাংলাদেশের মানচিত্রসংবলিত পতাকা উপহার দিয়েছেন বলে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের দাবি সম্পূর্ণ অসত্য ও কল্পনাপ্রসূত বলে জানিয়েছে সিএ (প্রধান উপদেষ্টা) ফ্যাক্ট চেক।
২৮ অক্টোবর ২০২৫
একটি মেরিন পার্কে এক নারী প্রশিক্ষককে চুবিয়ে হত্যা করেছে অরকা বা কিলার তিমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
১৩ আগস্ট ২০২৫