ফ্যাক্টচেক ডেস্ক
গতকাল ৮ মার্চ (শনিবার) মাদারীপুরে বালুর ব্যবসা নিয়ে বিরোধকে কেন্দ্র করে মসজিদের মধ্যে ঢুকে প্রতিপক্ষ কর্তৃক তিন ভাইকে কুপিয়ে হত্যার খবর সংবাদ মাধ্যমে এসেছে। এরই মধ্যে, দেশে মসজিদের ভেতর মাথাবিহীন লাশের দৃশ্য দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়েছে। ভিডিওতে পাকা মেঝেতে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাথাবিহীন ধড় নড়াচড়া করতে দেখা যায়। এ ছাড়া ভিডিওটিতে ভাঙচুর এবং মানুষের চিৎকারের শব্দ শোনা যায়।
Imtiaz Ahammed নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে গতকাল শনিবার (৮ মার্চ) রাত ১০টা ৫৭ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘দেখুন দেশের অবস্থা! মসজিদের ভেতর মাথা ছাড়া বাংলাদেশ।’ (বানান অপরিবর্তিত)
মাত্র ১১ সেকেন্ডের ভিডিওটি আজ রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৭ লাখ ১৪ হাজার বার দেখা হয়েছে এবং পোস্টটিতে ১ হাজার ১০০টি রিঅ্যাকশন পড়েছে। পোস্টটিতে ৪২৮টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৪ হাজার ৪০০। কমেন্টে একজন এটি ভারতের ভিডিও বলে উল্লেখ করেছেন। আবার অনেকে এটি বাংলাদেশের ঘটনা উল্লেখ করেও কমেন্ট করেছেন। ‘Abdull Korim’ নামের অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘বাংলাদেশটা ধ্বংস হয়ে গেছে আল্লাহ সবাইকে রক্ষা করুন আমীন।’ (বানান অপরিবর্তিত)। ‘শেখ জামান’ লিখেছে, ‘এই আল্লাহ এই দেশ টাকে রক্ষা করো আমিন।’ (বানান অপরিবর্তিত)
‘Abdullah Al Mamun’, ‘Md Zherul Islam Patwary’ এবং ‘Rubel Raj’ নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকেও একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।
ভিডিওটির কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে Balaji Bhagwanpur Dham নামে একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি ২০২২ সালের ৭ মার্চ তারিখে প্রকাশিত।
ভিডিওটির শিরোনামে লেখা, ‘এটি কাষ্টভঞ্জন ভগবানপুর বালাজি ধামে ভূতদের নির্মমভাবে পেটানো হচ্ছে।’ (হিন্দি থেকে বাংলায় অনূদিত)
দুই ভিডিওতে ব্যক্তিটির পোশাক, শারীরিক গঠন এবং মেঝের সাদৃশ্য স্পষ্ট। ইউটিউব চ্যানেলের প্রকাশিত ভিডিওটি পুরো দেখলে ঘটনা পরিষ্কার বোঝা যায়। ভিডিওতে বোঝা যায়, সেটি একটি কালিমন্দির। ১ মিনিট ২ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটির ৪৮ সেকেন্ড থেকে দেখা যায়, যুবকটি মেঝেতে গড়াগড়ি করতে করতে একটি গর্তে মাথা ঢুকিয়ে দিচ্ছেন। ভিডিওর ৩৪ সেকেন্ডে এক তরুণীকেও একইভাবে গড়িয়ে ওই গর্তের মধ্যে মাথা ঢুকিয়ে দিতে দেখা যায়।
Balaji Bhagwanpur Dham নামের ইউটিউব চ্যানেলটি পর্যবেক্ষণ করে একই জাতীয় একাধিক (১, ২, ৩) ভিডিও পাওয়া যায়। হিন্দি ভাষায় লেখা ভিডিওর শিরোনামগুলোতে ভূত তাড়ানোর কথা উল্লেখ রয়েছে।
Balaji Bhagwanpur Dham লিখে গুগলে সার্চ করে জানা যায়, এটি ভারতের উত্তর প্রদেশের আমেথি শহরের কুশিতলি নামক জায়গার হিন্দু ধর্মাবলম্বীদের একটি তীর্থস্থান।
উল্লেখ্য, গতকাল শনিবার (৮ মার্চ) মাদারীপুরে বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বে দুই ভাইকে মসজিদ থেকে টেনে বের করে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। সেই খবর দেশের প্রায় সংবাদমাধ্যমে এসেছে।
সুতরাং, দেশে মসজিদের ভেতর যুবকের মাথাবিহীন লাশ দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি ভারতের। প্রকৃতপক্ষে, একটি কালিমন্দিরে ভূত তাড়ানোর দৃশ্য দাবিতে ২০২২ সাল থেকেই ইন্টারনেটে প্রচারিত হয়ে আসছে ভিডিওটি।
গতকাল ৮ মার্চ (শনিবার) মাদারীপুরে বালুর ব্যবসা নিয়ে বিরোধকে কেন্দ্র করে মসজিদের মধ্যে ঢুকে প্রতিপক্ষ কর্তৃক তিন ভাইকে কুপিয়ে হত্যার খবর সংবাদ মাধ্যমে এসেছে। এরই মধ্যে, দেশে মসজিদের ভেতর মাথাবিহীন লাশের দৃশ্য দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়েছে। ভিডিওতে পাকা মেঝেতে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মাথাবিহীন ধড় নড়াচড়া করতে দেখা যায়। এ ছাড়া ভিডিওটিতে ভাঙচুর এবং মানুষের চিৎকারের শব্দ শোনা যায়।
Imtiaz Ahammed নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে গতকাল শনিবার (৮ মার্চ) রাত ১০টা ৫৭ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘দেখুন দেশের অবস্থা! মসজিদের ভেতর মাথা ছাড়া বাংলাদেশ।’ (বানান অপরিবর্তিত)
মাত্র ১১ সেকেন্ডের ভিডিওটি আজ রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৭ লাখ ১৪ হাজার বার দেখা হয়েছে এবং পোস্টটিতে ১ হাজার ১০০টি রিঅ্যাকশন পড়েছে। পোস্টটিতে ৪২৮টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৪ হাজার ৪০০। কমেন্টে একজন এটি ভারতের ভিডিও বলে উল্লেখ করেছেন। আবার অনেকে এটি বাংলাদেশের ঘটনা উল্লেখ করেও কমেন্ট করেছেন। ‘Abdull Korim’ নামের অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘বাংলাদেশটা ধ্বংস হয়ে গেছে আল্লাহ সবাইকে রক্ষা করুন আমীন।’ (বানান অপরিবর্তিত)। ‘শেখ জামান’ লিখেছে, ‘এই আল্লাহ এই দেশ টাকে রক্ষা করো আমিন।’ (বানান অপরিবর্তিত)
‘Abdullah Al Mamun’, ‘Md Zherul Islam Patwary’ এবং ‘Rubel Raj’ নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকেও একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।
ভিডিওটির কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে Balaji Bhagwanpur Dham নামে একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি ২০২২ সালের ৭ মার্চ তারিখে প্রকাশিত।
ভিডিওটির শিরোনামে লেখা, ‘এটি কাষ্টভঞ্জন ভগবানপুর বালাজি ধামে ভূতদের নির্মমভাবে পেটানো হচ্ছে।’ (হিন্দি থেকে বাংলায় অনূদিত)
দুই ভিডিওতে ব্যক্তিটির পোশাক, শারীরিক গঠন এবং মেঝের সাদৃশ্য স্পষ্ট। ইউটিউব চ্যানেলের প্রকাশিত ভিডিওটি পুরো দেখলে ঘটনা পরিষ্কার বোঝা যায়। ভিডিওতে বোঝা যায়, সেটি একটি কালিমন্দির। ১ মিনিট ২ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটির ৪৮ সেকেন্ড থেকে দেখা যায়, যুবকটি মেঝেতে গড়াগড়ি করতে করতে একটি গর্তে মাথা ঢুকিয়ে দিচ্ছেন। ভিডিওর ৩৪ সেকেন্ডে এক তরুণীকেও একইভাবে গড়িয়ে ওই গর্তের মধ্যে মাথা ঢুকিয়ে দিতে দেখা যায়।
Balaji Bhagwanpur Dham নামের ইউটিউব চ্যানেলটি পর্যবেক্ষণ করে একই জাতীয় একাধিক (১, ২, ৩) ভিডিও পাওয়া যায়। হিন্দি ভাষায় লেখা ভিডিওর শিরোনামগুলোতে ভূত তাড়ানোর কথা উল্লেখ রয়েছে।
Balaji Bhagwanpur Dham লিখে গুগলে সার্চ করে জানা যায়, এটি ভারতের উত্তর প্রদেশের আমেথি শহরের কুশিতলি নামক জায়গার হিন্দু ধর্মাবলম্বীদের একটি তীর্থস্থান।
উল্লেখ্য, গতকাল শনিবার (৮ মার্চ) মাদারীপুরে বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বে দুই ভাইকে মসজিদ থেকে টেনে বের করে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। সেই খবর দেশের প্রায় সংবাদমাধ্যমে এসেছে।
সুতরাং, দেশে মসজিদের ভেতর যুবকের মাথাবিহীন লাশ দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি ভারতের। প্রকৃতপক্ষে, একটি কালিমন্দিরে ভূত তাড়ানোর দৃশ্য দাবিতে ২০২২ সাল থেকেই ইন্টারনেটে প্রচারিত হয়ে আসছে ভিডিওটি।
সাম্প্রতিক সময়ে ধর্ষণের অসংখ্য সংবাদ দেশের সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে। ধর্ষণের বিরুদ্ধে সারা দেশে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা বিক্ষোভ-প্রতিবাদ মিছিলও করছে। এরই মধ্যে দেশে ধর্ষণের পর হত্যার শিকার এক শিশুর মা লাশের পাশে বিলাপ করছেন— এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
১৩ ঘণ্টা আগেগতকাল শনিবার (১৫ মার্চ) এক তরুণকে প্রকাশ্যে বেধড়ক পেটানো হয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি একই ক্যাপশনে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপে পোস্ট করা হয়েছে। ভিডিওর শুরুতে কালো শার্ট পরা ও পিঠে স্কুলব্যাগ ঝোলানো এক তরুণকে দৌড়াতে দেখা যায়।
১ দিন আগেপর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবের সৌদি প্রো লিগ দল আল নাসরের হয়ে খেলেন। আর ফরাসি ফুটবল তারকা করিম বেনজেমা খেলেন আল ইতিহাদের হয়ে। এই দুই তারকা ফুটবলারের একটি সেলফি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ছবিতে ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমাকে একই ধরনের সাদা রঙের টুপি ও টি-শা
২ দিন আগেভিডিওতে মনোয়ার হোসেন ডিপজল ছাড়াও মিশা সওদাগর, জায়েদ খানসহ আরও কিছু চলচ্চিত্র ব্যক্তিত্বকে দেখা যায়। মিছিলে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে আসবে। বাংলাদেশে আসবে, শেখ হাসিনা আসবে।’ স্লোগান শুনতে পাওয়া যায়।
২ দিন আগে