ফ্যাক্টচেক ডেস্ক

ভারতের কোভিড পরিস্থিতির ভয়াবহতা এখন গোটা বিশ্বেই আলোচিত হচ্ছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। নতুন করে ভয় জাগাচ্ছে করোনার ভারতীয় ধরন (ভ্যারিয়েন্ট)। দেশটির হাসপাতালে বেড বা অক্সিজেন না পেয়ে প্রাণ হারিয়েছেন অনেক আক্রান্ত রোগী। এই পরিস্থিতিতে গত ২৫ এপ্রিল দেশটিকে ভেন্টিলেটর, বাইপ্যাপ, ডিজিটাল এক্স-রে, পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) কিটসহ বিভিন্ন সামগ্রী পাঠানোর প্রস্তাব দিয়েছে ইসলামাবাদ। এখনো বিষয়টির কোনো অগ্রগতির খবর পাওয়া না গেলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি ও একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে—পাকিস্তান থেকে নার্সসহ ৫০টি অ্যাম্বুলেন্স ভারতের দিকে রওনা দিয়েছে।
এ সম্পর্কিত এক টুইটবার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, করোনাভাইরাসের বিপজ্জনক ঢেউয়ের বিরুদ্ধে লড়াইয়ের সময় আমরা ভারতীয়দের পাশে দাঁড়াচ্ছি। আমাদের প্রতিবেশী এবং বিশ্বের যে দেশগুলো এই মহামারিতে জর্জরিত, তাদের দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য প্রার্থনা করছি। আমাদের অবশ্যই একযোগে এই বৈশ্বিক সংকটের মোকাবিলা করতে হবে। তবে বিষয়টি নিয়ে এখনো নয়াদিল্লির কোনো প্রতিক্রিয়া মেলেনি।
ফ্যাক্টচেক:
১. প্রথম ছবিটিকে রিভার্স ইমেজ সার্চ করে পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ট্রিবিউন’-এর ২০১৮ সালের একটি প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়।
এই প্রতিবেদনের শিরোনামে লেখা রয়েছে—‘২০১৭ সালের আশার কিরণ হয়ে রইল ইধি ফাউন্ডেশন'। ছবিতে দেখা যায় অ্যাম্বুলেন্সগুলোর ওপর ইংরেজি ভাষায় `ইধি (Edhi)' লেখা রয়েছে। এ ছাড়া আরও একটি ওয়েবসাইটে ছবিটি খুঁজে পাওয়া যায়।
২. দ্বিতীয় ছবিটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করে সংবাদমাধ্যম ‘লাইভমিন্ট’-এর ২০২০ সালের ১১ সেপ্টেম্বরের একটি প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে ছবির ক্যাপশনে লেখা রয়েছে, ‘থানে শহরে অ্যাম্বুলেন্সের সারি’। ছবিটি সংবাদ সংস্থা পিটিআই-এর তোলা।
৩. ভিডিওর সত্যতা যাচাই করতে ভিডিওটিকে বিভিন্ন সার্চ ইঞ্জিনে রিভার্স ইমেজ সার্চ করে কোনো তথ্য পাওয়া যায়নি। এর পর ভিডিওটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখা যায়, প্রতিটি অ্যাম্বুলেন্সের গায়ে লেখা রয়েছে ‘Edhi (ইধি)’। এর পর গুগল, ইউটিউবসহ সমস্ত সোশ্যাল মিডিয়ায় প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করেও ভিডিওর কোনো সূত্র পাওয়া যায়নি।
‘ইধি ফাউন্ডেশন’ পাকিস্তানের একটি জনকল্যাণমূলক সংস্থা। প্রয়াত সমাজকর্মী আবদুল সাত্তার ইধি প্রতিষ্ঠিত ‘ইধি ফাউন্ডেশন’ বিশ্বের বহু দেশে সামাজিক উন্নয়ন কর্মসূচিতে জড়িত। করাচিতে অবস্থিত এই সংস্থার বর্তমান প্রধান সাত্তার ইধির ছেলে ফয়সল ইধি।
এই সংস্থার অফিসিয়াল ফেসবুক পেজে ২০১৯ সালের ৮ অক্টোবর আলোচিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘চকোঠিতে শান্তিপূর্ণ মুক্তি মিছিলে ফয়সাল ইধি নিজে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন।'
৪. কিওয়ার্ড সার্চ করে দেখা যায়, করোনা মোকাবিলায় ভারতকে সাহায্যের প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের সমাজকর্মী এবং মানবাধিকার রক্ষা আন্দোলনের মুখপাত্র ফয়সল ইধি। জনকল্যাণমূলক এ সংস্থার প্রধান ভারতে ৫০টি অ্যাম্বুলেন্স এবং স্বেচ্ছাসেবক পাঠানোর অনুমতি চেয়েছেন নয়াদিল্লির কাছে। যদিও ভারত সরকার এর কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি। গত ২৩ এপ্রিল হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।
অতএব, ছড়িয়ে পড়া পোস্টটির ছবি ও ভিডিও পুরোনো এবং তথ্যগুলো বিভ্রান্তিকর।

ভারতের কোভিড পরিস্থিতির ভয়াবহতা এখন গোটা বিশ্বেই আলোচিত হচ্ছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। নতুন করে ভয় জাগাচ্ছে করোনার ভারতীয় ধরন (ভ্যারিয়েন্ট)। দেশটির হাসপাতালে বেড বা অক্সিজেন না পেয়ে প্রাণ হারিয়েছেন অনেক আক্রান্ত রোগী। এই পরিস্থিতিতে গত ২৫ এপ্রিল দেশটিকে ভেন্টিলেটর, বাইপ্যাপ, ডিজিটাল এক্স-রে, পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) কিটসহ বিভিন্ন সামগ্রী পাঠানোর প্রস্তাব দিয়েছে ইসলামাবাদ। এখনো বিষয়টির কোনো অগ্রগতির খবর পাওয়া না গেলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি ও একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে—পাকিস্তান থেকে নার্সসহ ৫০টি অ্যাম্বুলেন্স ভারতের দিকে রওনা দিয়েছে।
এ সম্পর্কিত এক টুইটবার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, করোনাভাইরাসের বিপজ্জনক ঢেউয়ের বিরুদ্ধে লড়াইয়ের সময় আমরা ভারতীয়দের পাশে দাঁড়াচ্ছি। আমাদের প্রতিবেশী এবং বিশ্বের যে দেশগুলো এই মহামারিতে জর্জরিত, তাদের দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য প্রার্থনা করছি। আমাদের অবশ্যই একযোগে এই বৈশ্বিক সংকটের মোকাবিলা করতে হবে। তবে বিষয়টি নিয়ে এখনো নয়াদিল্লির কোনো প্রতিক্রিয়া মেলেনি।
ফ্যাক্টচেক:
১. প্রথম ছবিটিকে রিভার্স ইমেজ সার্চ করে পাকিস্তানি সংবাদমাধ্যম ‘ট্রিবিউন’-এর ২০১৮ সালের একটি প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়।
এই প্রতিবেদনের শিরোনামে লেখা রয়েছে—‘২০১৭ সালের আশার কিরণ হয়ে রইল ইধি ফাউন্ডেশন'। ছবিতে দেখা যায় অ্যাম্বুলেন্সগুলোর ওপর ইংরেজি ভাষায় `ইধি (Edhi)' লেখা রয়েছে। এ ছাড়া আরও একটি ওয়েবসাইটে ছবিটি খুঁজে পাওয়া যায়।
২. দ্বিতীয় ছবিটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করে সংবাদমাধ্যম ‘লাইভমিন্ট’-এর ২০২০ সালের ১১ সেপ্টেম্বরের একটি প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে ছবির ক্যাপশনে লেখা রয়েছে, ‘থানে শহরে অ্যাম্বুলেন্সের সারি’। ছবিটি সংবাদ সংস্থা পিটিআই-এর তোলা।
৩. ভিডিওর সত্যতা যাচাই করতে ভিডিওটিকে বিভিন্ন সার্চ ইঞ্জিনে রিভার্স ইমেজ সার্চ করে কোনো তথ্য পাওয়া যায়নি। এর পর ভিডিওটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখা যায়, প্রতিটি অ্যাম্বুলেন্সের গায়ে লেখা রয়েছে ‘Edhi (ইধি)’। এর পর গুগল, ইউটিউবসহ সমস্ত সোশ্যাল মিডিয়ায় প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করেও ভিডিওর কোনো সূত্র পাওয়া যায়নি।
‘ইধি ফাউন্ডেশন’ পাকিস্তানের একটি জনকল্যাণমূলক সংস্থা। প্রয়াত সমাজকর্মী আবদুল সাত্তার ইধি প্রতিষ্ঠিত ‘ইধি ফাউন্ডেশন’ বিশ্বের বহু দেশে সামাজিক উন্নয়ন কর্মসূচিতে জড়িত। করাচিতে অবস্থিত এই সংস্থার বর্তমান প্রধান সাত্তার ইধির ছেলে ফয়সল ইধি।
এই সংস্থার অফিসিয়াল ফেসবুক পেজে ২০১৯ সালের ৮ অক্টোবর আলোচিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘চকোঠিতে শান্তিপূর্ণ মুক্তি মিছিলে ফয়সাল ইধি নিজে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন।'
৪. কিওয়ার্ড সার্চ করে দেখা যায়, করোনা মোকাবিলায় ভারতকে সাহায্যের প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের সমাজকর্মী এবং মানবাধিকার রক্ষা আন্দোলনের মুখপাত্র ফয়সল ইধি। জনকল্যাণমূলক এ সংস্থার প্রধান ভারতে ৫০টি অ্যাম্বুলেন্স এবং স্বেচ্ছাসেবক পাঠানোর অনুমতি চেয়েছেন নয়াদিল্লির কাছে। যদিও ভারত সরকার এর কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি। গত ২৩ এপ্রিল হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।
অতএব, ছড়িয়ে পড়া পোস্টটির ছবি ও ভিডিও পুরোনো এবং তথ্যগুলো বিভ্রান্তিকর।

সম্প্রতি আজকের পত্রিকার নাম ও ফটোকার্ড ব্যবহার করে ‘হরেকৃষ্ণ হরিবোল, দাঁড়িপাল্লা টেনে তোলঃ পরওয়ার’ শিরোনামে একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
০৩ নভেম্বর ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রাতের রাস্তার মাঝখানে এক মধ্যবয়সী ব্যক্তি এক হাতে একটি স্বচ্ছ বোতল, অপর হাতে বাঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এমনকি বাঘটির মুখে বোতল গুঁজে দিতেও দেখা যায় তাঁকে।
০২ নভেম্বর ২০২৫
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পাকিস্তানের যৌথবাহিনীর চেয়ারম্যানকে ভারতের উত্তর-পূর্বাঞ্চল যুক্ত বাংলাদেশের মানচিত্রসংবলিত পতাকা উপহার দিয়েছেন বলে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের দাবি সম্পূর্ণ অসত্য ও কল্পনাপ্রসূত বলে জানিয়েছে সিএ (প্রধান উপদেষ্টা) ফ্যাক্ট চেক।
২৮ অক্টোবর ২০২৫
একটি মেরিন পার্কে এক নারী প্রশিক্ষককে চুবিয়ে হত্যা করেছে অরকা বা কিলার তিমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
১৩ আগস্ট ২০২৫