নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভোজ্যতেল বিক্রিতে আমদানিকারক বা পরিশোধনকারী, পরিবেশক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী কেউই আইন মানছে না। আইন না মানায় পণ্যটির দাম ভোক্তার নাগালের বাইরে চলে গেছে।
ভোজ্যতেলের অস্বাভাবিক দাম নিয়ে কারও মনে স্বস্তি নেই। সরকার ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন নানাভাবে দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে। কিন্তু দাম আর কমছে না।
নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে এবং কারসাজি প্রতিরোধে ২০১১ সালে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ ও পরিবেশক নিয়োগ আদেশ তৈরি করে সরকার। সরকারের ওই আদেশটি প্রায় অকার্যকর রয়েছে। ফলে ব্যবসায়ীরা সে সুযোগ নিয়ে ইচ্ছামতো দাম বাড়াচ্ছেন। এর একটি হলো বিক্রয় আদেশ হস্তান্তর না করা। ব্যবসায়ীরা তাঁদের নেওয়া বিক্রয় আদেশ একে অপরের কাছে দিয়ে দিচ্ছেন। এতে একাধিক হাতবদলের কারণে বাজারে দাম বেড়ে যাচ্ছে।
মৌলভীবাজারের পরিবেশক হারুন-উর-রশিদ পাপ্পু ভোজ্যতেলের একজন পরিবেশক। তিনি মিল থেকে তেল না তুলে বিক্রয় আদেশের (এসও) কপি অন্য ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন। এ ঘটনা তিনি গতকাল ভোক্তা-অধিকার অধিদপ্তরে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে নিজেই স্বীকার করেন। শুধু পাপ্পুই নয়। তাঁর মতো অসংখ্য ব্যবসায়ী এভাবে বিক্রয় আদেশ হাতবদল করছেন।
পরিবেশক নিয়োগ আদেশের ৯ ধারার উপধারা (২)-এ বলা আছে, সরবরাহ আদেশ কোনো অবস্থাতেই হস্তান্তরযোগ্য হবে না। উপধারা (৩)-এ বলা আছে, সরবরাহ আদেশ-এর মেয়াদ সর্বোচ্চ ১৫ দিন হবে, যা কোনো অবস্থাতেই বাড়ানো যাবে না এবং মেয়াদোত্তীর্ণ হলে এটির বিপরীতে কোনো পণ্য সরবরাহ করা যাবে না। কিন্তু কেউ এসব তোয়াক্কা করছে না।
জানতে চাইলে সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিত সাহা বলেন, পরিবেশকেরা বিক্রয় আদেশের (এসও) হাতবদল করছেন। অথচ এটি হাতবদলের কোনো সুযোগ নেই। তাঁদের এসও-এর পেছনের সে নির্দেশনা রয়েছে।
এখন বাজারে ভোজ্যতেলের দাম অস্বাভাবিক হওয়ায় মিলমালিক, পরিবেশক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা একে অপরকে দোষারোপ করছেন। তবে তাঁদের মধ্যে কেউ আইন মানছেন না। কেউ কারসাজি করে দাম বাড়াচ্ছেন, সে তথ্য সংগ্রহে মাঠে নেমেছে সরকারের বিভিন্ন সংস্থা। এ নিয়ে গত সপ্তাহে বাণিজ্য মন্ত্রণালয়ে আন্তমন্ত্রণালয়ের বৈঠকও হয়েছে।
বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে খুচরা পর্যায়ে পাম তেলের নির্ধারিত দাম রয়েছে লিটারপ্রতি ১৩৩ টাকা। অথচ বাজারে তা বিক্রি হচ্ছে ১৫০-১৫৮ টাকায়। আর প্রতি লিটার সয়াবিন তেলের নির্ধারিত দাম রয়েছে ১৪৩ টাকা। অথচ বাজারে তা বিক্রি হচ্ছে ১৬০-১৭২ টাকায়। এক লিটারের বোতলের নির্ধারিত দাম ১৬৯ টাকা। বিক্রি হচ্ছে ১৬০-১৭২ টাকা এবং ৫ লিটারের বোতল নির্ধারিত ৭৯৫ টাকা। বাজারে বিক্রি হচ্ছে ৭৯০-৮৩০ টাকায়। যা টিসিবির বাজার তদারকির তথ্যে উঠে এসেছে।
জানতে চাইলে মৌলভীবাজারের খুচরা ভোজ্যতেল ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, তেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় পরিবেশকেরা পাকা রসিদ দিচ্ছেন না। এ জন্য তিনি দুই সপ্তাহ ধরে তেল বিক্রি বন্ধ রেখেছেন। তবে কারওয়ান বাজারের খুচরা ভোজ্যতেল ব্যবসায়ী মাহমুদুর রহমান বলেন, খোলা তেলের দাম বেশি থাকায় তিনি বিক্রি বন্ধ রেখেছেন।
পরিবেশক নিয়োগ আদেশের ৬ ধারার উপধারা (৪)-এ বলা হয়েছে, নিয়োগকারী কর্তৃপক্ষ সরকার কর্তৃক পণ্যের সরবরাহ লাইন ঠিক আছে কি না, তা মনিটরে সহযোগিতা করবে। কিন্তু বাস্তবে কেউ তা করছে না। আবার পণ্যের মূল্য প্রদর্শন করার কথা থাকলেও অধিকাংশ প্রতিষ্ঠানই পণ্যের মূল্য টাঙিয়ে রাখছে না।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ভোজ্যতেল নিয়ে কারসাজির সুযোগ নেই। কোম্পানি কত দামে ঋণপত্র খুলছে, সে তথ্য সরকারের কাছে আছে। কাজেই চাইলেই কেউ দাম বাড়াতে পারবে না।

ভোজ্যতেল বিক্রিতে আমদানিকারক বা পরিশোধনকারী, পরিবেশক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী কেউই আইন মানছে না। আইন না মানায় পণ্যটির দাম ভোক্তার নাগালের বাইরে চলে গেছে।
ভোজ্যতেলের অস্বাভাবিক দাম নিয়ে কারও মনে স্বস্তি নেই। সরকার ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন নানাভাবে দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে। কিন্তু দাম আর কমছে না।
নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে এবং কারসাজি প্রতিরোধে ২০১১ সালে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ ও পরিবেশক নিয়োগ আদেশ তৈরি করে সরকার। সরকারের ওই আদেশটি প্রায় অকার্যকর রয়েছে। ফলে ব্যবসায়ীরা সে সুযোগ নিয়ে ইচ্ছামতো দাম বাড়াচ্ছেন। এর একটি হলো বিক্রয় আদেশ হস্তান্তর না করা। ব্যবসায়ীরা তাঁদের নেওয়া বিক্রয় আদেশ একে অপরের কাছে দিয়ে দিচ্ছেন। এতে একাধিক হাতবদলের কারণে বাজারে দাম বেড়ে যাচ্ছে।
মৌলভীবাজারের পরিবেশক হারুন-উর-রশিদ পাপ্পু ভোজ্যতেলের একজন পরিবেশক। তিনি মিল থেকে তেল না তুলে বিক্রয় আদেশের (এসও) কপি অন্য ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন। এ ঘটনা তিনি গতকাল ভোক্তা-অধিকার অধিদপ্তরে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে নিজেই স্বীকার করেন। শুধু পাপ্পুই নয়। তাঁর মতো অসংখ্য ব্যবসায়ী এভাবে বিক্রয় আদেশ হাতবদল করছেন।
পরিবেশক নিয়োগ আদেশের ৯ ধারার উপধারা (২)-এ বলা আছে, সরবরাহ আদেশ কোনো অবস্থাতেই হস্তান্তরযোগ্য হবে না। উপধারা (৩)-এ বলা আছে, সরবরাহ আদেশ-এর মেয়াদ সর্বোচ্চ ১৫ দিন হবে, যা কোনো অবস্থাতেই বাড়ানো যাবে না এবং মেয়াদোত্তীর্ণ হলে এটির বিপরীতে কোনো পণ্য সরবরাহ করা যাবে না। কিন্তু কেউ এসব তোয়াক্কা করছে না।
জানতে চাইলে সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিত সাহা বলেন, পরিবেশকেরা বিক্রয় আদেশের (এসও) হাতবদল করছেন। অথচ এটি হাতবদলের কোনো সুযোগ নেই। তাঁদের এসও-এর পেছনের সে নির্দেশনা রয়েছে।
এখন বাজারে ভোজ্যতেলের দাম অস্বাভাবিক হওয়ায় মিলমালিক, পরিবেশক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা একে অপরকে দোষারোপ করছেন। তবে তাঁদের মধ্যে কেউ আইন মানছেন না। কেউ কারসাজি করে দাম বাড়াচ্ছেন, সে তথ্য সংগ্রহে মাঠে নেমেছে সরকারের বিভিন্ন সংস্থা। এ নিয়ে গত সপ্তাহে বাণিজ্য মন্ত্রণালয়ে আন্তমন্ত্রণালয়ের বৈঠকও হয়েছে।
বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে খুচরা পর্যায়ে পাম তেলের নির্ধারিত দাম রয়েছে লিটারপ্রতি ১৩৩ টাকা। অথচ বাজারে তা বিক্রি হচ্ছে ১৫০-১৫৮ টাকায়। আর প্রতি লিটার সয়াবিন তেলের নির্ধারিত দাম রয়েছে ১৪৩ টাকা। অথচ বাজারে তা বিক্রি হচ্ছে ১৬০-১৭২ টাকায়। এক লিটারের বোতলের নির্ধারিত দাম ১৬৯ টাকা। বিক্রি হচ্ছে ১৬০-১৭২ টাকা এবং ৫ লিটারের বোতল নির্ধারিত ৭৯৫ টাকা। বাজারে বিক্রি হচ্ছে ৭৯০-৮৩০ টাকায়। যা টিসিবির বাজার তদারকির তথ্যে উঠে এসেছে।
জানতে চাইলে মৌলভীবাজারের খুচরা ভোজ্যতেল ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, তেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় পরিবেশকেরা পাকা রসিদ দিচ্ছেন না। এ জন্য তিনি দুই সপ্তাহ ধরে তেল বিক্রি বন্ধ রেখেছেন। তবে কারওয়ান বাজারের খুচরা ভোজ্যতেল ব্যবসায়ী মাহমুদুর রহমান বলেন, খোলা তেলের দাম বেশি থাকায় তিনি বিক্রি বন্ধ রেখেছেন।
পরিবেশক নিয়োগ আদেশের ৬ ধারার উপধারা (৪)-এ বলা হয়েছে, নিয়োগকারী কর্তৃপক্ষ সরকার কর্তৃক পণ্যের সরবরাহ লাইন ঠিক আছে কি না, তা মনিটরে সহযোগিতা করবে। কিন্তু বাস্তবে কেউ তা করছে না। আবার পণ্যের মূল্য প্রদর্শন করার কথা থাকলেও অধিকাংশ প্রতিষ্ঠানই পণ্যের মূল্য টাঙিয়ে রাখছে না।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ভোজ্যতেল নিয়ে কারসাজির সুযোগ নেই। কোম্পানি কত দামে ঋণপত্র খুলছে, সে তথ্য সরকারের কাছে আছে। কাজেই চাইলেই কেউ দাম বাড়াতে পারবে না।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫