Ajker Patrika

হাটে-বাজারে স্বাস্থ্যবিধি লঙ্ঘন, বাড়ছে সংক্রমণ

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৫: ২৭
হাটে-বাজারে স্বাস্থ্যবিধি লঙ্ঘন, বাড়ছে সংক্রমণ

ঝিনাইদহে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তর ঝিনাইদহকে মধ্যম ঝুঁকির জেলা হিসাবে চিহ্নিত করেছে। ইতিমধ্যেই এক নারী ওমিক্রণে আক্রান্ত হয়ে মারাও গেছেন। তবুও সংক্রমণ নিয়ন্ত্রণে যেমন প্রশাসনের কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না তেমনি স্বাস্থ্যবিধি মানতেও মানুষের মধ্যে দেখা যাচ্ছে না সচেতনতা।

গতকাল শুক্রবার সকালে জেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়, পশু হাট, মাংস ও মাছের হাট ও রাস্তাঘাটে কোথাও নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। মাস্কও ব্যবহার করছে না অধিকাংশ মানুষ। নেই কোথাও হাত ধোয়ার কোনো ব্যবস্থা। শহরের ইজিবাইক, রিকশায় মাস্ক না পরেই একাধিক মানুষ চলাচল করছেন।

পুরোনো হাটখোলায় ছাগল কিনতে আসা হারুন মিয়া বলেন, ‘অভ্যাস নেই তাই মাস্ক না পরেই বাজারে এসেছি। অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই, তাই আমিও মাস্ক দিইনি।’

এই হাটের ইজারাদার কমিটির সদস্য মিল্টন সরকার জানান, কয়েক দিন হলো সরকার নির্দেশনা দিয়েছে। তাই এখনই করোনার বিধিনিষেধ বাস্তবায়ন হয়নি। বিকেলে পৌর এলাকায় কমিটির বৈঠক আছে। সেখান থেকে হয়তো পশুহাট কমিটি কোনো সিদ্ধান্ত নিতে পারে।

অপর দিকে নতুন হাটখোলা বাজারের মাংস বিক্রেতা ইসমাইল বলেন, ‘মাস্ক মুখে না দিলে করোনা হতে পারে জানি। কিন্তু মাস্ক মুখে দিয়ে বেচা বিক্রি করতে কষ্ট হয়। তাই আর মাস্ক দিই না।’

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত বুধবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত নতুন করে সিভিল সার্জন ডা. শুভ্রা রানি দেবনাথসহ ৯৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে ২২২টি নমুনা পরীক্ষা করে এ ফলাফল পাওয়া গেছে। যেখানে আক্রান্তের হার ৪৩.৮৫ শতাংশ।

ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের রোগ নিয়ন্ত্রণ বিভাগের মেডিকেল অফিসার ডা. শারমিন নাহার জানান, সংক্রমণ পরিস্থিতি ঊর্ধ্বগতির দিকে। এমন পরিস্থিতিতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।

এ বিষয়য়ে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম জানান, স্বাস্থ্যবিধি প্রতিপালনে জেলা শহর থেকে শুরু করে উপজেলা পর্যায়ে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের টিম কাজ করছে। তবে শহরের বাজারগুলো ভ্রাম্যমাণ আদালতের টিম পাঠানো হবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত: মেডিকেল বোর্ড

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ