জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সব ধরনের প্রচার শেষ হচ্ছে আজ মধ্যরাতে। আগামী বুধবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।
অন্যদিকে, প্রচারের শেষ সময়ে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলাজুড়ে ব্যাপক প্রচার চালাচ্ছেন নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণকারী ১৩ প্রার্থী। তাঁদের মধ্যে চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী আকমল হোসেন (নৌকা), উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান (মোটরসাইকেল), স্বতন্ত্র প্রার্থী মুক্তাদির আহমদ মুক্তা (আনারস), জমিয়তের প্রার্থী সৈয়দ তালহা আলম (খেজুরগাছ) ও স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্যপ্রবাসী আব্বাস চৌধুরী লিটন (ঘোড়া)।
নির্বাচনী মাঠ ঘুরে এবং ভোটারদের সঙ্গে আলাপ করে জানা গেছে, প্রবাসী-অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়-পরাজয়ের ক্ষেত্রে বেশ কিছু প্রভাব রয়েছে। নিজস্ব ভোটব্যাংক ছাড়াও রয়েছে আঞ্চলিকতার বড় প্রভাব। সেই সঙ্গে দলীয়, প্রবাসী এবং স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের সমর্থন। ভোটাররাও চুলচেরা বিশ্লেষণ করছেন প্রার্থীদের নিয়ে।
একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৩৯ জন। তাঁদের মধ্যে বেশি ভোটার রয়েছেন পৌরসভার অধীনে। তবে পৌরবাসীর ৩০ হাজার ২৮৯ ভোটার থাকলেও চেয়ারম্যান পদে নেই নিজস্ব কোনো প্রার্থী।
অন্যদিকে, উপজেলার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে অবস্থিত রানীগঞ্জ, চিলাউড়া-হলদিপুর এবং পাইলগাঁও ইউনিয়ন। আর এ তিন ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৬৭ হাজার ৬১০ জন। এর বিপরীতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার শীর্ষে রয়েছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা।
অন্যদিকে, উপজেলার পূর্বাঞ্চলে অবস্থিত মিরপুর, সৈয়দপুর-শাহারপাড়া এবং আশারকান্দি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৫৩ হাজার ১৪৯ জন। ওই অঞ্চল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন চার প্রার্থী। মিরপুর ইউনিয়ন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রার্থী আকমল হোসেন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান এবং একই ইউনিয়ন থেকে জমিয়তের প্রার্থী সৈয়দ তালহা আলম এবং আশারকান্দি ইউনিয়ন থেকে যুক্তরাজ্যপ্রবাসী আব্বাস চৌধুরী লিটন। বাকি দুই ইউনিয়ন কলকলিয়া এবং পাটলীতে নিজস্ব কোনো প্রার্থী না থাকলেও মোট ভোটার সংখ্যা ৩৭ হাজার ৯৯১ জন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিয়ে আলাপ হয় সুহেল আহমদ, কাওছার মিয়া, মোহন মিয়াসহ একাধিক ভোটারের সঙ্গে। তাঁরা আজকের পত্রিকাকে বলেন, যদিও এই উপজেলায় আওয়ামী লীগের শক্ত ঘাঁটি রয়েছে, তারপরও স্থানীয় নির্বাচনগুলোতে তেমন প্রভাব পড়ে না। ফলে উপজেলার বড় তিনটি ইউনিয়নের বিপরীতে একজন, অন্যদিকে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এ ছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগ যেমন দুই পক্ষে বিভক্ত।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শান্তিপূর্ণ সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কাল মঙ্গলবার কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হবে।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের সব ধরনের প্রচার শেষ হচ্ছে আজ মধ্যরাতে। আগামী বুধবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন।
অন্যদিকে, প্রচারের শেষ সময়ে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলাজুড়ে ব্যাপক প্রচার চালাচ্ছেন নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণকারী ১৩ প্রার্থী। তাঁদের মধ্যে চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী আকমল হোসেন (নৌকা), উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান (মোটরসাইকেল), স্বতন্ত্র প্রার্থী মুক্তাদির আহমদ মুক্তা (আনারস), জমিয়তের প্রার্থী সৈয়দ তালহা আলম (খেজুরগাছ) ও স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্যপ্রবাসী আব্বাস চৌধুরী লিটন (ঘোড়া)।
নির্বাচনী মাঠ ঘুরে এবং ভোটারদের সঙ্গে আলাপ করে জানা গেছে, প্রবাসী-অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়-পরাজয়ের ক্ষেত্রে বেশ কিছু প্রভাব রয়েছে। নিজস্ব ভোটব্যাংক ছাড়াও রয়েছে আঞ্চলিকতার বড় প্রভাব। সেই সঙ্গে দলীয়, প্রবাসী এবং স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের সমর্থন। ভোটাররাও চুলচেরা বিশ্লেষণ করছেন প্রার্থীদের নিয়ে।
একটি পৌরসভা ও আটটি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলার মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৩৯ জন। তাঁদের মধ্যে বেশি ভোটার রয়েছেন পৌরসভার অধীনে। তবে পৌরবাসীর ৩০ হাজার ২৮৯ ভোটার থাকলেও চেয়ারম্যান পদে নেই নিজস্ব কোনো প্রার্থী।
অন্যদিকে, উপজেলার দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে অবস্থিত রানীগঞ্জ, চিলাউড়া-হলদিপুর এবং পাইলগাঁও ইউনিয়ন। আর এ তিন ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৬৭ হাজার ৬১০ জন। এর বিপরীতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার শীর্ষে রয়েছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা।
অন্যদিকে, উপজেলার পূর্বাঞ্চলে অবস্থিত মিরপুর, সৈয়দপুর-শাহারপাড়া এবং আশারকান্দি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৫৩ হাজার ১৪৯ জন। ওই অঞ্চল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন চার প্রার্থী। মিরপুর ইউনিয়ন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রার্থী আকমল হোসেন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান এবং একই ইউনিয়ন থেকে জমিয়তের প্রার্থী সৈয়দ তালহা আলম এবং আশারকান্দি ইউনিয়ন থেকে যুক্তরাজ্যপ্রবাসী আব্বাস চৌধুরী লিটন। বাকি দুই ইউনিয়ন কলকলিয়া এবং পাটলীতে নিজস্ব কোনো প্রার্থী না থাকলেও মোট ভোটার সংখ্যা ৩৭ হাজার ৯৯১ জন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিয়ে আলাপ হয় সুহেল আহমদ, কাওছার মিয়া, মোহন মিয়াসহ একাধিক ভোটারের সঙ্গে। তাঁরা আজকের পত্রিকাকে বলেন, যদিও এই উপজেলায় আওয়ামী লীগের শক্ত ঘাঁটি রয়েছে, তারপরও স্থানীয় নির্বাচনগুলোতে তেমন প্রভাব পড়ে না। ফলে উপজেলার বড় তিনটি ইউনিয়নের বিপরীতে একজন, অন্যদিকে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এ ছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগ যেমন দুই পক্ষে বিভক্ত।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শান্তিপূর্ণ সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কাল মঙ্গলবার কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫