সম্পাদকীয়

ফুটবল মাঠে ১২৫ জন মানুষের প্রাণহানি ঘটেছে ইন্দোনেশিয়ার মালাং শহরে। মালাং পূর্ব জাভার একটি শহর। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী নিহতের সংখ্যা উল্লেখ করা হলো। কিন্তু পদদলিতহয়ে কিংবা কাঁদানে গ্যাসের কারণে শ্বাসকষ্ট নিয়ে যাঁরা হাসপাতালে আছেন, তাঁদের মধ্য থেকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মালাং শহরের কানজুরুহান স্টেডিয়ামটি ক্রীড়া ইতিহাসের এক বেদনাদায়ক ভেন্যু হিসেবেই পরিচিতি পাবে।
সংবাদপত্রে সংবাদমূল্য নির্ধারিত হয় কিছু বৈশিষ্ট্য দিয়ে। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে ‘নৈকট্য’ বলে একটা বিষয় আছে। আমার নিজের খবর সবচেয়ে জরুরি, তারপর আমার পরিবারের, এরপর মহল্লার, এরপর শহরের, তারও পর দেশের। এভাবেই নৈকট্যের প্রসঙ্গটি ফিকে হতে হতে অঞ্চল ও মহাদেশকে ছাড়িয়ে যায়। যত দূরের খবর, ততই তা কম গুরুত্বপূর্ণ। আবার বহু দূরের দেশে আমাদের কোনো নিকটজনের খবরও কিন্তু কাছের বা নিকটের খবর। হৃদয়ের টান যেখানে আছে, সেখানেই পৌঁছে যায় হৃদয়।
ইন্দোনেশিয়ার সঙ্গে আমাদের নৈকট্য আছে কি নেই, সে প্রশ্নের জবাব এখানে গৌণ। সে দেশটির খেলার মাঠে ঘটা কোনো সংঘর্ষে এক বা দুজন মানুষ মারা গেলে তা নিয়ে এত বড় সংবাদ হতো না। ‘সংখ্যা’ও সংবাদমূল্যের আরেকটি ভিত্তি। সে সংখ্যাটিই ইন্দোনেশিয়ার এ দুর্ভাগ্যজনক ঘটনাটিকে আমাদের নিকটবর্তী করেছে।
সব সময়ই বলা হয়ে থাকে, খেলায় হার-জিত থাকবেই। একদল জিতবে, একদল হারবে। কিন্তু সেটা বড় কথা নয়, সবার ওপর জিততে হবে খেলাকে, খেলার মানসিকতাকে। এই সদুপদেশ খেলোয়াড়েরাই তো কখনো কখনো মানেন না, তাঁদের ভক্ত বা সমর্থকেরা মানবেন কেন? তাই খেলাকে কেন্দ্র করে মারপিট কোনো নতুন ঘটনা নয়।
একসময় বাংলাদেশের ফুটবল মাঠ শাসন করেছে মোহামেডান আর ওয়ান্ডারার্স। এরপর ওয়ান্ডারার্স নিষ্প্রভ হয়ে পড়ার পর মোহামেডান-আবাহনী হয়ে উঠেছে চিরপ্রতিদ্বন্দ্বী। মূলত বাংলাদেশে ফুটবলের স্বর্ণযুগে আবাহনী-মোহামেডান খেলায় উত্তেজিত দর্শকদের তাণ্ডবলীলা দেখার দুর্ভাগ্য হয়েছে সেকালের মানুষের। পশ্চিমবঙ্গে মোহনবাগান-ইস্ট বেঙ্গলের খেলাও উত্তেজিত দর্শকদের হাত থেকে রেহাই পায়নি। হাতের কাছের দুটো উদাহরণ দেওয়া হলো বলে মনে করার কোনো কারণ নেই যে পৃথিবীর অন্য মহাদেশগুলোর দর্শকেরা খুব শান্ত, ভদ্র। মোটেই না। ইংল্যান্ডে তো ক্রিকেট-ভক্ত-দর্শকেরা বার্মি আর্মি নাম নিয়ে গ্যালারিতে ঢোকেন। খেলা নিয়ে মারপিট আন্তমহাদেশীয় সমস্যা।
নিজের দল হারলে বা জিতলে ভক্ত-সমর্থকেরা যে অনর্থ ঘটান, তা গ্রহণযোগ্য নয়। সাধারণ ক্রীড়ামোদী দর্শক স্টেডিয়ামে যান ভালো খেলা দেখার জন্য। কিন্তু যদি প্রবল-ভক্ত হন কেউ, তাহলে তাঁদের স্লোগান হয় ‘বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যগ্র মেদিনী’। আর সে কারণেই জয়ের উল্লাসে কিংবা পরাজয়ের অপমানে মাঠের লড়াইকে তাঁরা নিয়ে আসেন রাস্তায় এবং তা থেকেই ঘটে মর্মান্তিক কোনো ঘটনা।
ইন্দোনেশিয়ায় যে পরিবারগুলো অকারণে প্রিয়জন হারাল, তাদের প্রতি আমরা সমব্যথী। খেলাকে জীবন-মরণ সমস্যা ভাবতে থাকলে এ ধরনের অঘটন ঘটতেই থাকবে। দুঃখ প্রকাশ ছাড়া আর কিছুই করার থাকবে না।

ফুটবল মাঠে ১২৫ জন মানুষের প্রাণহানি ঘটেছে ইন্দোনেশিয়ার মালাং শহরে। মালাং পূর্ব জাভার একটি শহর। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী নিহতের সংখ্যা উল্লেখ করা হলো। কিন্তু পদদলিতহয়ে কিংবা কাঁদানে গ্যাসের কারণে শ্বাসকষ্ট নিয়ে যাঁরা হাসপাতালে আছেন, তাঁদের মধ্য থেকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মালাং শহরের কানজুরুহান স্টেডিয়ামটি ক্রীড়া ইতিহাসের এক বেদনাদায়ক ভেন্যু হিসেবেই পরিচিতি পাবে।
সংবাদপত্রে সংবাদমূল্য নির্ধারিত হয় কিছু বৈশিষ্ট্য দিয়ে। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে ‘নৈকট্য’ বলে একটা বিষয় আছে। আমার নিজের খবর সবচেয়ে জরুরি, তারপর আমার পরিবারের, এরপর মহল্লার, এরপর শহরের, তারও পর দেশের। এভাবেই নৈকট্যের প্রসঙ্গটি ফিকে হতে হতে অঞ্চল ও মহাদেশকে ছাড়িয়ে যায়। যত দূরের খবর, ততই তা কম গুরুত্বপূর্ণ। আবার বহু দূরের দেশে আমাদের কোনো নিকটজনের খবরও কিন্তু কাছের বা নিকটের খবর। হৃদয়ের টান যেখানে আছে, সেখানেই পৌঁছে যায় হৃদয়।
ইন্দোনেশিয়ার সঙ্গে আমাদের নৈকট্য আছে কি নেই, সে প্রশ্নের জবাব এখানে গৌণ। সে দেশটির খেলার মাঠে ঘটা কোনো সংঘর্ষে এক বা দুজন মানুষ মারা গেলে তা নিয়ে এত বড় সংবাদ হতো না। ‘সংখ্যা’ও সংবাদমূল্যের আরেকটি ভিত্তি। সে সংখ্যাটিই ইন্দোনেশিয়ার এ দুর্ভাগ্যজনক ঘটনাটিকে আমাদের নিকটবর্তী করেছে।
সব সময়ই বলা হয়ে থাকে, খেলায় হার-জিত থাকবেই। একদল জিতবে, একদল হারবে। কিন্তু সেটা বড় কথা নয়, সবার ওপর জিততে হবে খেলাকে, খেলার মানসিকতাকে। এই সদুপদেশ খেলোয়াড়েরাই তো কখনো কখনো মানেন না, তাঁদের ভক্ত বা সমর্থকেরা মানবেন কেন? তাই খেলাকে কেন্দ্র করে মারপিট কোনো নতুন ঘটনা নয়।
একসময় বাংলাদেশের ফুটবল মাঠ শাসন করেছে মোহামেডান আর ওয়ান্ডারার্স। এরপর ওয়ান্ডারার্স নিষ্প্রভ হয়ে পড়ার পর মোহামেডান-আবাহনী হয়ে উঠেছে চিরপ্রতিদ্বন্দ্বী। মূলত বাংলাদেশে ফুটবলের স্বর্ণযুগে আবাহনী-মোহামেডান খেলায় উত্তেজিত দর্শকদের তাণ্ডবলীলা দেখার দুর্ভাগ্য হয়েছে সেকালের মানুষের। পশ্চিমবঙ্গে মোহনবাগান-ইস্ট বেঙ্গলের খেলাও উত্তেজিত দর্শকদের হাত থেকে রেহাই পায়নি। হাতের কাছের দুটো উদাহরণ দেওয়া হলো বলে মনে করার কোনো কারণ নেই যে পৃথিবীর অন্য মহাদেশগুলোর দর্শকেরা খুব শান্ত, ভদ্র। মোটেই না। ইংল্যান্ডে তো ক্রিকেট-ভক্ত-দর্শকেরা বার্মি আর্মি নাম নিয়ে গ্যালারিতে ঢোকেন। খেলা নিয়ে মারপিট আন্তমহাদেশীয় সমস্যা।
নিজের দল হারলে বা জিতলে ভক্ত-সমর্থকেরা যে অনর্থ ঘটান, তা গ্রহণযোগ্য নয়। সাধারণ ক্রীড়ামোদী দর্শক স্টেডিয়ামে যান ভালো খেলা দেখার জন্য। কিন্তু যদি প্রবল-ভক্ত হন কেউ, তাহলে তাঁদের স্লোগান হয় ‘বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যগ্র মেদিনী’। আর সে কারণেই জয়ের উল্লাসে কিংবা পরাজয়ের অপমানে মাঠের লড়াইকে তাঁরা নিয়ে আসেন রাস্তায় এবং তা থেকেই ঘটে মর্মান্তিক কোনো ঘটনা।
ইন্দোনেশিয়ায় যে পরিবারগুলো অকারণে প্রিয়জন হারাল, তাদের প্রতি আমরা সমব্যথী। খেলাকে জীবন-মরণ সমস্যা ভাবতে থাকলে এ ধরনের অঘটন ঘটতেই থাকবে। দুঃখ প্রকাশ ছাড়া আর কিছুই করার থাকবে না।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫